মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬
Value Added Tax (VAT) and Supplementary Duty (SD) Rules 2016
( এস.আর.ও. নং ২২৪-আইন/২০২৪/২৬০-মূসক, তারিখ: ২৬ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত)
জাতীয় রাজস্ব বোর্ড
সেগুনবাগিচা, ঢাকা
[ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক ]
প্রজ্ঞাপন
ঢাকা, ০৩ নভেম্বর, ২০১৬ খ্রিস্টাব্দ / ১৯ কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
এস.আর.ও. নং ৩৩৩-আইন/২০১৬/১-মূসক।- মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ১৩৫ এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড নিম্নরূপ বিধিমালা প্রণয়ন করিল, যথা:-
সূচিপত্র
অধ্যায় | বিধি | বিধির শিরোনাম |
---|---|---|
প্রথম অধ্যায় - প্রারম্ভিক | ১ | সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন |
প্রথম অধ্যায় - প্রারম্ভিক | ২ | সংজ্ঞা |
দ্বিতীয় অধ্যায় - মূসক নিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তি | ৩ | নিবন্ধন বা তালিকাভুক্তির সীমা নির্ধারণ |
দ্বিতীয় অধ্যায় - মূসক নিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তি | ৪ | নিবন্ধনের আবেদন ও নিবন্ধন প্রদান |
দ্বিতীয় অধ্যায় - মূসক নিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তি | ৫ | তালিকাভুক্তির আবেদন ও তালিকাভুক্তিকরণ |
দ্বিতীয় অধ্যায় - মূসক নিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তি | ৬ | স্বেচ্ছা নিবন্ধন |
দ্বিতীয় অধ্যায় - মূসক নিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তি | ৭ | বিভাগীয় কর্মকর্তা কর্তৃক স্ব-উদ্যোগে নিবন্ধিত বা তালিকাভুক্তিকরণ |
দ্বিতীয় অধ্যায় - মূসক নিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তি | ৮ | মূসক নিবন্ধন বাতিল |
দ্বিতীয় অধ্যায় - মূসক নিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তি | ৯ | টার্নওভার কর তালিকাভুক্তি বাতিল |
দ্বিতীয় অধ্যায় - মূসক নিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তি | ১০ | নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিবর্গের তালিকা |
দ্বিতীয় অধ্যায় - মূসক নিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তি | ১১ | ব্যবসায় সনাক্তকরণ সংখ্যার ব্যবহার |
দ্বিতীয় অধ্যায় - মূসক নিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তি | ১২ | পরিবর্তিত তথ্য অবহিতকরণ |
দ্বিতীয় অধ্যায় - মূসক নিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তি | ১৩ | ব্যবসায়ের স্থান পরিবর্তন |
দ্বিতীয় অধ্যায় - মূসক নিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তি | ১৪ | নিবন্ধন সনদপত্র বা তালিকাভুক্তিপত্রের নকল |
দ্বিতীয় অধ্যায় - মূসক নিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তি | ১৫ | ক্রান্তিকালীন নিবন্ধন বা তালিকাভুক্তি |
তৃতীয় অধ্যায় - মূল্য সংযোজন কর আরোপ | ১৬ | মুসক এজেন্ট নিয়োগ, ইত্যাদি |
তৃতীয় অধ্যায় - মূল্য সংযোজন কর আরোপ | ১৭ | মূসক এজেন্ট মনোনয়ন |
তৃতীয় অধ্যায় - মূল্য সংযোজন কর আরোপ | ১৮ | ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটর |
তৃতীয় অধ্যায় - মূল্য সংযোজন কর আরোপ | ১৮ক | আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রায় পণ্য সরবরাহ বা সেবা প্রদান |
তৃতীয় অধ্যায় - মূল্য সংযোজন কর আরোপ | ১৮খ | অভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে পণ্য বা সেবা সরবরাহ |
তৃতীয় অধ্যায় - মূল্য সংযোজন কর আরোপ | ১৮গ | পশ্চাদ সংযোগ শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য বা সেবা সরবরাহ |
চতুর্থ অধ্যায় - মূল্য সংযোজন কর আদায় পদ্ধতি | ১৯ | আমদানি পর্যায়ে পরিশোধিত আগাম কর সমন্বয় ও ফেরত |
চতুর্থ অধ্যায় - মূল্য সংযোজন কর আদায় পদ্ধতি | ২০ | পণবিহীন করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ |
চতুর্থ অধ্যায় - মূল্য সংযোজন কর আদায় পদ্ধতি | ২১ | উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা |
চতুর্থ অধ্যায় - মূল্য সংযোজন কর আদায় পদ্ধতি | ২২ | চলমান ব্যবসা বিক্রয়ের পদ্ধতি |
চতুর্থ অধ্যায় - মূল্য সংযোজন কর আদায় পদ্ধতি | ২৩ | আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ সেবা গ্রহণকারী বা দ্রব্য ব্যবহারকারী ব্যক্তি কর্তৃক রেয়াত গ্রহণ পদ্ধতি |
চতুর্থ অধ্যায় - মূল্য সংযোজন কর আদায় পদ্ধতি | ২৪ | অনিবন্ধিত পাওনাদার কর্তৃক ঋণ পরিশোধে সম্পত্তি বিক্রয়ের পদ্ধতি |
চতুর্থ অধ্যায় - মূল্য সংযোজন কর আদায় পদ্ধতি | ২৪ক | অব্যবহৃত বা ব্যবহারের অনুপযোগী উপকরণের নিষ্পত্তিকরণ |
চতুর্থ অধ্যায় - মূল্য সংযোজন কর আদায় পদ্ধতি | ২৪খ | দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত পণ্যের নিষ্পত্তিকরণ |
চতুর্থ অধ্যায় - মূল্য সংযোজন কর আদায় পদ্ধতি | ২৪গ | বর্জ্য (ওয়েস্ট) বা উপজাত (বাই-প্রোডাক্ট) পণ্যের সরবরাহ ও নিষ্পত্তিকরণ |
পঞ্চম অধ্যায় - করদাতা কর্তৃক প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি, উৎসে কর্তন ও সমন্বয় | ২৫ | কর পরিশোধ পদ্ধতি |
পঞ্চম অধ্যায় - করদাতা কর্তৃক প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি, উৎসে কর্তন ও সমন্বয় | ২৬ | আংশিক উপকরণ কর রেয়াত গ্রহণ |
পঞ্চম অধ্যায় - করদাতা কর্তৃক প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি, উৎসে কর্তন ও সমন্বয় | ২৭ | সমন্বয় ঘটনা প্রবাহের ক্ষেত্রে সরবরাহোত্তর সমন্বয় পদ্ধতি |
পঞ্চম অধ্যায় - করদাতা কর্তৃক প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি, উৎসে কর্তন ও সমন্বয় | ২৮ | অনাদায়ী পণের জন্য সরবরাহোত্তর সমন্বয় |
পঞ্চম অধ্যায় - করদাতা কর্তৃক প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি, উৎসে কর্তন ও সমন্বয় | ২৯ | ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থ পরিশোধ না করার কারণে সমন্বয় |
পঞ্চম অধ্যায় - করদাতা কর্তৃক প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি, উৎসে কর্তন ও সমন্বয় | ৩০ | ব্যক্তিগত উদ্দেশ্যে ( private purposes) ব্যবহৃত সম্পদের ক্ষেত্রে সমন্বয় |
পঞ্চম অধ্যায় - করদাতা কর্তৃক প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি, উৎসে কর্তন ও সমন্বয় | ৩১ | নিবন্ধিত হওয়ার ক্ষেত্রে উপকরণ কর ও মূসক সমন্বয় |
পঞ্চম অধ্যায় - করদাতা কর্তৃক প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি, উৎসে কর্তন ও সমন্বয় | ৩২ | নিবন্ধন বাতিলের পরিপ্রেক্ষিতে সমন্বয় |
পঞ্চম অধ্যায় - করদাতা কর্তৃক প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি, উৎসে কর্তন ও সমন্বয় | ৩৩ | পুনঃবিক্রয়ের জন্য ক্রীত ব্যবহৃত (second hand) পণ্যের ক্ষেত্রে সমন্বয় |
পঞ্চম অধ্যায় - করদাতা কর্তৃক প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি, উৎসে কর্তন ও সমন্বয় | ৩৪ | বীমা সংক্রান্ত সমন্বয় |
পঞ্চম অধ্যায় - করদাতা কর্তৃক প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি, উৎসে কর্তন ও সমন্বয় | ৩৫ | লটারি, লাকি-ড্র, র্যাফল ড্র, হাউজি এবং অনুরূপ কার্যক্রমের ক্ষেত্রে সমন্বয় |
পঞ্চম অধ্যায় - করদাতা কর্তৃক প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি, উৎসে কর্তন ও সমন্বয় | ৩৬ | করহার পরিবর্তনের ক্ষেত্রে সমন্বয় |
পঞ্চম অধ্যায় - করদাতা কর্তৃক প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি, উৎসে কর্তন ও সমন্বয় | ৩৭ | অনিবন্ধিত সরবরাহ গ্রহীতা কর্তৃক উৎসে কর্তিত মূল্য সংযোজন কর পরিশোধ |
পঞ্চম অধ্যায় - করদাতা কর্তৃক প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি, উৎসে কর্তন ও সমন্বয় | ৩৮ | হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক অনিবন্ধিত সরবরাহ গ্রহীতার পক্ষে উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও পরিশোধ |
পঞ্চম অধ্যায় - করদাতা কর্তৃক প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি, উৎসে কর্তন ও সমন্বয় | ৩৯ | উৎসে কর্তনের পর সরবরাহকারী কর্তৃক হ্রাসকারী সমন্বয় |
ষষ্ঠ অধ্যায় - মূল্য সংযোজন কর ও টার্নওভার করের হিসাবরক্ষণ | ৪০ | মূল্য সংযোজন কর হিসাবরক্ষণ |
ষষ্ঠ অধ্যায় - মূল্য সংযোজন কর ও টার্নওভার করের হিসাবরক্ষণ | ৪১ | টার্নওভার কর হিসাবরক্ষণ |
ষষ্ঠ অধ্যায় - মূল্য সংযোজন কর ও টার্নওভার করের হিসাবরক্ষণ | ৪২ | ক্রয়-বিক্রয়ের তথ্য দাখিল |
ষষ্ঠ অধ্যায় - মূল্য সংযোজন কর ও টার্নওভার করের হিসাবরক্ষণ | ৪৩ | প্রতিনিধি কর্তৃক জারিকৃত অথবা প্রতিনিধি বরাবর জারিকৃত দলিল |
ষষ্ঠ অধ্যায় - মূল্য সংযোজন কর ও টার্নওভার করের হিসাবরক্ষণ | ৪৪ | প্রতিলিপি সংক্রান্ত বাধা নিষেধ |
সপ্তম অধ্যায় - সম্পূরক শুল্ক সমন্বয় | ৪৫ | রপ্তানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক সমন্বয় |
অষ্টম অধ্যায় - টার্নওভার কর আদায় | ৪৬ | টার্নওভার কর আদায় |
নবম অধ্যায় - দাখিলপত্র পেশ ও সংশোধন | ৪৭ | দাখিলপত্র পেশ |
নবম অধ্যায় - দাখিলপত্র পেশ ও সংশোধন | ৪৮ | বিলম্বে দাখিলপত্র পেশের পদ্ধতি |
নবম অধ্যায় - দাখিলপত্র পেশ ও সংশোধন | ৪৯ | দাখিলপত্র সংশোধন |
নবম অধ্যায় - দাখিলপত্র পেশ ও সংশোধন | ৫০ | পূর্ণ, অতিরিক্ত অথবা বিকল্প দাখিলপত্র |
নবম অধ্যায় - দাখিলপত্র পেশ ও সংশোধন | ৫১ | ডাক বা বাহক মারফত দাখিলপত্র দাখিলের ক্ষেত্রে সময় গণনা |
দশম অধ্যায় - ঋণাত্মক নীট অর্থ জের টানা ও ফেরত প্রদান | ৫২ | ফেরত প্রদান |
দশম অধ্যায় - ঋণাত্মক নীট অর্থ জের টানা ও ফেরত প্রদান | ৫৩ | নির্মাণ, গৃহ বা ভবন নির্মাণ, ভূমি বা সম্পত্তি উন্নয়ন ও অন্যান্য অর্থনৈতিক কার্যক্রম একত্রে পরিচালনার ক্ষেত্রে ফেরত প্রদান |
দশম অধ্যায় - ঋণাত্মক নীট অর্থ জের টানা ও ফেরত প্রদান | ৫৪ | ফেরত প্রদত্ত অর্থের প্রয়োগ |
দশম অধ্যায় - ঋণাত্মক নীট অর্থ জের টানা ও ফেরত প্রদান | ৫৫ | কূটনৈতিক এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত কর ফেরত প্রদান |
দশম অধ্যায় - ঋণাত্মক নীট অর্থ জের টানা ও ফেরত প্রদান | ৫৬ | বৈদেশিক পর্যটকদের কর ফেরত |
দশম অধ্যায় - ঋণাত্মক নীট অর্থ জের টানা ও ফেরত প্রদান | ৫৭ | বৈদেশিক পর্যটকদের মূসক ফেরত সনদ জারির লক্ষ্যে নিবন্ধিত ব্যক্তি নির্বাচন |
একাদশ অধ্যায় - কর নির্ধারণ: কর সুবিধা রদকরণ | ৫৭ক | কর নির্ধারণ পদ্ধতি |
একাদশ অধ্যায় - কর নির্ধারণ: কর সুবিধা রদকরণ | ৫৮ | বিশেষ পরিকল্প (scheme) হইতে কর সুবিধা রদকরণ (negation) |
দ্বাদশ অধ্যায় - মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ | ৫৯ | মুসক কর্মকর্তার আদেশ বা সিদ্ধান্ত সংশোধনে বোর্ডের ক্ষমতা |
দ্বাদশ অধ্যায় - মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ | ৬০ | মূসক কর্মকর্তার প্রবেশ ও তল্লাশির ক্ষমতা |
দ্বাদশ অধ্যায় - মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ | ৬১ | রেকর্ড, দলিলপত্র, পণ্য বা পণ্যবাহী যান জব্দকরণ |
দ্বাদশ অধ্যায় - মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ | ৬২ | জব্দকৃত রেকর্ড ও দলিলপত্র ফেরত প্রদান |
দ্বাদশ অধ্যায় - মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ | ৬৩ | জব্দকৃত পণ্য ও পণ্যবাহী যান ছাড় প্রদান |
দ্বাদশ অধ্যায় - মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ | ৬৪ | ব্যাংক হিসাব অপরিচালনযোগ্য (freeze) করিবার ক্ষমতা ও পদ্ধতি |
দ্বাদশ অধ্যায় - মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ | ৬৫ | জরিমানা আরোপের পদ্ধতি |
ত্রয়োদশ অধ্যায় - নিরীক্ষা এবং অনুসন্ধান | ৬৬ | তত্ত্বাবধানাধীন সরবরাহ, পর্যবেক্ষণ ও নজরদারি |
ত্রয়োদশ অধ্যায় - নিরীক্ষা এবং অনুসন্ধান | ৬৬ক | করদাতার কর সংশ্লিষ্ট কার্যক্রম নিরীক্ষা |
ত্রয়োদশ অধ্যায় - নিরীক্ষা এবং অনুসন্ধান | ৬৭ | বিশেষ নিরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নিরীক্ষক নিয়োগ |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৬৮ | বকেয়া কর আদায়ের সাধারণ পদ্ধতি |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৬৯ | কোনো আয়কর, শুল্ক, মূসক বা আবগারি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন অর্থ হইতে কর্তন পদ্ধতি |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৭০ | কোনো ব্যক্তি, সহযোগী বা আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক হইতে কর্তন পদ্ধতি |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৭১ | কোনো খেলাপি করদাতার ব্যাংক হিসাব অপরিচালনযোগ্য (freeze) করিবার পদ্ধতি |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৭২ | কোনো খেলাপি করদাতার ব্যবসায় অঙ্গন তালাবদ্ধ করিবার পদ্ধতি |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৭৩ | কোনো খেলাপি করদাতার অস্থাবর সম্পত্তি জব্দকরণ (seizure) পদ্ধতি |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৭৪ | কোনো খেলাপি করদাতার স্থাবর সম্পত্তি ক্রোক (attachment) পদ্ধতি |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৭৫ | কোনো খেলাপি করদতার অস্থাবর সম্পত্তি জব্দকরণ (seizure) বা স্থাবর সম্পত্তি ক্রোকের (attachment) আদেশ জারি |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৭৬ | খেলাপি করদাতার ব্যবসা অঙ্গন তালাবদ্ধকরণ, অস্থাবর সম্পত্তি জব্দকরণ বা স্থাবর সম্পত্তি ক্রোককরণে অসহযোগিতা বা বাধা প্রদান |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৭৭ | সুদ, খরচ, চার্জ, ইত্যাদি |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৭৮ | যে সম্পত্তি ক্রোক বা জব্দ করা যাইবে না |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৭৯ | ডিক্রি স্থগিতকরণ |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৮০ | কর্মচারীর বেতন ক্রোককরণ |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৮১ | শেয়ার বা হস্তান্তরযোগ্য দলিল (negotiable instrument) জব্দকরণ |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৮২ | ব্যাংক বা গণকর্মচারীর তত্ত্বাবধানে থাকা সম্পদ ক্রোক বা জব্দকরণ |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৮৩ | কোনো যৌথ মালিকানার সম্পত্তি ক্রোক বা জব্দকরণ |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৮৪ | সম্পত্তি ক্রোক বা জব্দকরণের পূর্বে উহার তালিকা প্রস্তুতকরণ |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৮৫ | সম্পত্তি ক্রোক বা জব্দকরণের সময় |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৮৬ | সম্পত্তি ক্রোক বা জব্দকরণের সীমা |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৮৭ | সম্পত্তি ক্রোক বা জব্দকরণের জন্য উহাতে প্রবেশের ক্ষমতা |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৮৮ | সম্পত্তি ক্রোক বা জব্দকরণের জন্য পুলিশসহ সরকারি-বেসরকারি কর্মকর্তার সহায়তা |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৮৯ | স্থাবর সম্পত্তি ক্রোক বা অস্থাবর সম্পত্তি জব্দের ক্ষেত্রে বকেয়া আদায় কর্মকর্তার কার্যপদ্ধতি |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৯০ | কোনো খেলাপি করদাতার ক্রোকি স্থাবর সম্পত্তি বা জব্দকৃত অস্থাবর সম্পত্তি বিক্রয় পদ্ধতি |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৯১ | কোনো খেলাপি করদাতার ক্রোকি স্থাবর সম্পত্তি বা জব্দকৃত অস্থাবর সম্পত্তি জব্দকরণের সার্টিফিকেট প্রত্যাহার |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৯২ | খেলাপি করদাতার কোনো জিম্মাদারের নিকট হইতে জামানত গ্রহণ |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৯৩ | রিসিভার কর্তৃক কর পরিশোধের পদ্ধতি |
চতুর্দশ অধ্যায় - বকেয়া কর আদায় | ৯৪ | বকেয়া কর কিস্তিতে পরিশোধের পদ্ধতি |
পঞ্চদশ অধ্যায় - ফরম, নোটিশ এবং রেকর্ডপত্র সংরক্ষণ | ৯৫ | রেকর্ড এবং হিসাব সংরক্ষণ |
ষোড়শ অধ্যায় - অপরাধ, বিচার ও দণ্ড | ৯৬ | অপরাধের তদন্ত পদ্ধতি |
ষোড়শ অধ্যায় - অপরাধ, বিচার ও দণ্ড | ৯৭ | অপরাধের আপোষরফার পদ্ধতি |
সপ্তদশ অধ্যায় - আপীল ও রিভিশন | ৯৮ | কমিশনার (আপিল) এর নিকট আপিল ও উহার নিষ্পত্তির পদ্ধতি |
সপ্তদশ অধ্যায় - আপীল ও রিভিশন | ৯৯ | বিকল্প বিরোধ নিষ্পত্তির পদ্ধতি |
সপ্তদশ অধ্যায় - আপীল ও রিভিশন | ১০০ | সহায়তাকারীর (Facilitator) বিরুদ্ধে আপত্তি |
সপ্তদশ অধ্যায় - আপীল ও রিভিশন | ১০১ | সহায়তাকারীর যোগ্যতা, নিয়োগ এবং তালিকা |
সপ্তদশ অধ্যায় - আপীল ও রিভিশন | ১০২ | সহায়তাকারীর দায়িত্ব ও কর্তব্য |
সপ্তদশ অধ্যায় - আপীল ও রিভিশন | ১০৩ | সহায়তাকারীর আচরণ-বিধি |
সপ্তদশ অধ্যায় - আপীল ও রিভিশন | ১০৪ | স্বার্থের দ্বন্দ্ব (Conflict of Interest) |
সপ্তদশ অধ্যায় - আপীল ও রিভিশন | ১০৫ | বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আবেদনকারীর অধিকার ও দায়িত্ব |
সপ্তদশ অধ্যায় - আপীল ও রিভিশন | ১০৬ | মূল্য সংযোজন কর বিভাগের জন্য বিভাগীয় সহায়তাকারী মনোনয়ন |
সপ্তদশ অধ্যায় - আপীল ও রিভিশন | ১০৭ | সহায়তাকারীর সম্মানী |
সপ্তদশ অধ্যায় - আপীল ও রিভিশন | ১০৮ | অধিকার সংরক্ষণ |
অষ্টাদশ অধ্যায় - বিবিধ | ১০৯ | মুসক পরামর্শক লাইসেন্স প্রদান পদ্ধতি |
অষ্টাদশ অধ্যায় - বিবিধ | ১১০ | মূসক পরামর্শক লাইসেন্সের জন্য আবেদনকারীর যোগ্যতা ও অযোগ্যতা |
অষ্টাদশ অধ্যায় - বিবিধ | ১১১ | আবেদনের জন্য প্রয়োজনীয় দলিলাদি |
অষ্টাদশ অধ্যায় - বিবিধ | ১১২ | মূসক পরামর্শক লাইসেন্সের মেয়াদ ও নবায়ন |
অষ্টাদশ অধ্যায় - বিবিধ | ১১৩ | মূসক পরামর্শকের দায়িত্ব |
অষ্টাদশ অধ্যায় - বিবিধ | ১১৪ | মূসক পরামর্শকের অপরাধ ও দন্ড |
অষ্টাদশ অধ্যায় - বিবিধ | ১১৫ | দলিলপত্রের প্রত্যায়িত অনুলিপি |
অষ্টাদশ অধ্যায় - বিবিধ | ১১৬ | মূসক ছাড়পত্র ও সম্মাননাপত্র প্রদানের পদ্ধতি |
অষ্টাদশ অধ্যায় - বিবিধ | ১১৭ | মূসক ছাড়পত্র ও সম্মাননাপত্রের ব্যবহার |
অষ্টাদশ অধ্যায় - বিবিধ | ১১৮ | মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর অধীন চলতি হিসাব (মূসক-১৮) এ স্থিত সমাপনী জের সমন্বয় |
অষ্টাদশ অধ্যায় - বিবিধ | ১১৮ক | আদেশ, বিজ্ঞপ্তি, ব্যাখ্যা, পরিপত্র, স্পষ্টিকরণ ইত্যাদি জারির ক্ষমতা |
অষ্টাদশ অধ্যায় - বিবিধ | ১১৮খ | সরবরাহ প্রদান হইতে সাময়িক বিরতির ঘোষণা |
অষ্টাদশ অধ্যায় - বিবিধ | ১১৮গ | স্থানীয় পর্যায়ে মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদনে সুবিধা |
অষ্টাদশ অধ্যায় - বিবিধ | ১১৯ | রহিতকরণ ও হেফাজত |
Value Added Tax (VAT) and Supplementary Duty (SD) Rules 2016 – Reference/ Source:
- National Board of Revenue (NBR):
- Bangladesh Gazette;
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।