Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬

বিধি ১১৪ - মূসক পরামর্শকের অপরাধ ও দন্ড

(১) এই বিধির বিধান লংঘন মূসক পরামর্শকের জন্য দন্ডনীয় অপরাধ হইবে এবং সেই ক্ষেত্রে [সংশ্লিষ্ট কমিশনারেট উক্ত পরামর্শককে] লিখিতভাবে কারণ দর্শানোর সুযোগ প্রদান করিয়া তাহার লাইসেন্স বাতিল করিতে পারিবে এবং অনুরূপ বাতিলকরণের পূর্বে সাময়িকভাবে লাইসেন্সের কার্যকারিতা স্থগিত করিতে পারিবে।

(২) উপ-বিধি (১) এর অধীন লাইসেন্স স্থগিতকরণের ক্ষেত্রে ২[সংশ্লিষ্ট কমিশনারেট] অনধিক ৯০ (নববই) দিনের মধ্যে সংশ্লিষ্ট পরামর্শককে শুনানির সুযোগ প্রদানপূর্বক লাইসেন্স বাতিল করিবার বা না করিবার সিদ্ধান্ত গ্রহণ করিবে।

[ব্যাখ্যা।– এই বিধির উদ্দেশ্য পূরণকল্পে, “সংশ্লিষ্ট কমিশনারেট” অর্থ মূসক পরামর্শক যে কমিশনারেটে নিবন্ধিত বা তালিকাভুক্ত সেই কমিশনারেট। ]

   এস.আর.ও. নং-৩০৮-আইন/২০২০/১২৬-মূসক, তারিখঃ ১১ নভেম্বর, ২০২০ দ্বারা “বোর্ড সংশ্লিষ্ট পরামর্শককে” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

   এস.আর.ও. নং-৩০৮-আইন/২০২০/১২৬-মূসক, তারিখঃ ১১ নভেম্বর, ২০২০ দ্বারা “বোর্ড” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

   এস.আর.ও. নং-৩০৮-আইন/২০২০/১২৬-মূসক, তারিখঃ ১১ নভেম্বর, ২০২০ দ্বারা সংযোজিত।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top