মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬
বিধি ১১ - ব্যবসায় সনাক্তকরণ সংখ্যার ব্যবহার
বিধি ১১৭ এর বিধান সাপেক্ষে, ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা নিম্নবর্ণিত ক্ষেত্রে ব্যবহৃত হইবে, যথা:-
(ক) ব্যাগেজ আমদানি ব্যতীত অন্য সকল আমদানি-রপ্তানি;
(খ) নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির নামে ভূমি বা ভবন নিবন্ধন;
(গ) আমদানি নিবন্ধন সনদ ও রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ;
(ঘ) কোনো উৎসে কর্তনকারী সত্তায় কোনো সরবরাহ প্রদান;
(ঙ) কোনো টেন্ডারে অংশ গ্রহণ;
(চ) কোনো সংস্থায় তালিকাভুক্তি;
(ছ) বন্ড লাইসেন্স অনুমোদন;
(জ) নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির অনুকূলে ব্যাংক ঋণ অনুমোদন এবং
(ঝ) বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোনো ক্ষেত্ৰ ৷
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।