Tax VAT Point

উৎসে কর বিধিমালা ২০২৩

( আয়বর্ষ ২০২৩-২০২৪ )

জাতীয় রাজস্ব বোর্ড
(আয়কর)
প্রজ্ঞাপন
তারিখ: ১২ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ/২৬ জুন ২০২৩ খ্রিষ্টাব্দ
 

এস.আর.ও. নং ২০৬-আইন/আয়কর-০১/২০২৩।- জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ৩৪৩ এ প্রদত্ত ক্ষমতাবলে, নিম্নরূপ বিধিমালা প্রণয়ন করিল, যথা:-

সূচিপত্র

বিধি/ তফসিলবিধি/ তফসিল এর শিরোনাম
শিরোনাম ও প্রবর্তন
সংজ্ঞা
ঠিকাদার, ইত্যাদির পরিশোধের বিপরীতে উৎসে কর কর্তন
সেবার ক্ষেত্রে পরিশোধ হইতে কর্তন
অনিবাসীদের আয় হইতে কর কর্তন বা সংগ্রহ
সম্পত্তি হস্তান্তর হইতে কর আদায়
৬করিয়েল এস্টেট বা ভূমি উন্নয়নকারীর নিকট হইতে কর সংগ্রহ
আমদানীকারকদের নিকট হতে কর সংগ্রহ
উৎসে কর্তনকৃত কর জমাদানের সময়সীমা
উৎসে কর্তনকৃত বা সংগৃহীত কর পরিশোধের পদ্ধতি
১০কর কর্তন বা আদায় ইত্যাদি সংক্রান্ত সার্টিফিকেট জারী
১১কর ব্যতীত পরিশোধ এর ক্ষেত্রে গ্রস-আপ পূর্বক কর কর্তন বা সংগ্রহ
১২উৎসে কর কর্তন বা সংগ্রহের সাধারণ বিধান
১৩উৎসে কর এর রিটার্ন দাখিল
তফসিল ১ [বিধি ১৩ দ্রষ্টব্য]উৎসে কর রিটার্ন
তফসিল ক – উৎসে কর কর্তনের বিস্তারিত
তফসিল খ – উৎসে কর কর্তনের বিস্তারিত
তফসিল গ – বেতন হইতে উৎসে কর কর্তনের বিস্তারিত
তফসিল ঘ – সুদ হইতে উৎসে কর কর্তনের বিস্তারিত
তফসিল ঙ – লভ্যাংশ হইতে উৎসে কর কর্তনের বিস্তারিত
তফসিল চ – বেতন পরিশোধের বিস্তারিত বিবরণী
তফসিল ছ – কর্মচারীদের রিটার্ন দাখিল সংক্রান্ত বিবরণী
তফসিল ২ [ বিধি ১০(১) দ্রষ্টব্য]চাকরি হইতে আয়” খাতের অধীন শ্রেণীকরণযোগ্য প্রাপকের আয়,
(যাহা সরকার কর্তৃক পরিশোধিত বেতন নহে) হইতে উৎসে কর কর্তনের বা সংগ্রহের সনদপত্র
তফসিল ৩ [ বিধি ১০ (২) দ্রষ্টব্য]বেতনাদি ব্যতীত হইতে উৎসে কর কর্তনের বিস্তারিত – উৎসে কর কর্তনের/সংগ্রহের সনদপত্র
তফসিল ৪ [ বিধি ১০ (৩) দ্রষ্টব্য ]উৎসে কর কর্তনের বিস্তারিত – উৎসে কর কর্তনের/সংগ্রহের সনদপত্র

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top