বিধি ৮ - উৎসে কর্তনকৃত কর জমাদানের সময়সীমা
আইনের সপ্তম অংশের বিধান অনুসারে কর্তনকৃত অথবা সংগ্রহকৃত সকল অংকসমূহ সরকারি কোষাগারে নিম্নরূপভাবে জমা প্রদান করিতে হইবে-
ক্রমিক নং | কর্তন ও সংগ্রহের সময় | সরকারি কোষাগারে জমাদানের তারিখ |
ক। | অর্থবৎসরের জুলাই থেকে মে মাসের যেকোনো কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে | কর্তন বা সংগ্রহের মাসের শেষে পরবর্তী ০২ (দুই) সপ্তাহের মধ্যে |
খ। | অর্থবৎসরের জুন মাসের ১ম থেকে ২০তম দিনের যে কোনো দিনের কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে | কর্তন বা সংগ্রহের দিনের পরবর্তী ০৭ (সাত) দিনের মধ্যে |
গ। | অর্থবৎসরের জুন মাসের অন্যান্য যেকোনো দিনের কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে | কর্তন বা সংগ্রহের পরবর্তী দিন |
১ [ ঘ। | অর্থ বৎসরের জুন মাসের শেষ কর্মদিবসে কর কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে | কর্তন বা সংগ্রহের দিন ] |
১ এস.আর.ও. নং-২৮৩-আইন/আয়কর-১৪/২০২৩, তারিখ: ০৩ অক্টোবর, ২০২৩ দ্বারা বিধি ৮ এ উল্লিখিত সারণীর সারি “গ” এরপর নূতন “ঘ” সন্নিবেশিত ।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।