Tax VAT Point

বাংলাদেশের কর্পোরেট কর হার ২০২৪-২৫ ।  ২০২৪-২৫ করবর্ষের জন্য কোম্পানির কর হার কত ?

বাংলাদেশের কর্পোরেট কর হার ২০২৪-২৫

Table of Contents

বাংলাদেশের কর্পোরেট কর হার ২০২৪

বাংলাদেশের কর্পোরেট কর হার ২০২৪-২৫ – বাংলাদেশে আয়কর ব্যবস্থার প্রধানত দুটি প্রধান ভাগ রয়েছে যথাক্রমে (ক) ব্যক্তি শ্রেণীর জন্য আয়কর; এবং (খ) কর্পোরেট কর হার । কর্পোরেট কর বাংলাদেশের কর ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পরিধি হিসাবে বিবেচিত হয়। সরকারী রাজস্ব অর্জনে কর্পোরেট কর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কর্পোরেট করের আওতায় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে, যেমন কোম্পানি, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বহুজাতিক কর্পোরেশন (multinational companies), শাখা অফিস (branch office), লিয়াজোঁ অফিস (liaison office), ব্যক্তিসংঘ (AOP), ট্রাস্ট এবং অন্যান্য আইনগত সত্তা। আমরা এই পোস্টে বাংলাদেশের কর্পোরেট কর হার ২০২৪-২৫ নিয়ে আলোচনা করব।

কর্পোরেট ট্যাক্স রিটার্ন কখন জমা দিতে হয় ?

আয়কর আইন ২০২৩ এর ধারা ১৬৬ অনুসারে বাংলাদেশে কর্পোরেশনগুলিকে করদিবসের মধ্যে তাদের আয়কর রিটার্ন জমা দিতে হয়। কর্পোরেশনগুলোর ক্ষেত্রে করদিবস মূলত নির্ভর করে ঐ কর্পোরেশনের আয়বর্ষ সমাপ্তির উপর। আয়বর্ষ হল মূলত একটি কর্পোরেশনের হিসাব বছর যা Income Year (IY) নামে পরিচিত।

করদিবস (Tax Day) কখন ?

আয়কর আইন ২০২৩ এর ধারা ২(২৩) অনুসারে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী সপ্তম মাসের ১৫ (পনেরো) তম দিন হল করদিবস। তবে যেইক্ষেত্রে উক্ত ১৫ (পনেরো) তম দিন সেপ্টেম্বর মাসের ১৫ (পনেরো) তম দিনের পূর্বের তারিখে পড়ে, সেইক্ষেত্রে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী সেপ্টেম্বর মাসের পনেরোতম দিন হল করদিবস।

আয়কর আইন ২০২৩ এর ধারা ২(১৫) অনুযায়ী আয়বর্ষ বা Income Year (IY) বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের জন্য ভিন্ন ভিন্ন হতে পারে:

  • সকল বাংলাদেশি কোম্পানিগুলির জন্য আয়বর্ষ হবে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত।
  • কোনো ব্যাংক, বিমা বা আর্থিক প্রতিষ্ঠান বা উহার কোনো সহযোগী সংগঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বৎসরের জানুয়ারি মাসের প্রথম দিন হইতে শুরু করিয়া পরবর্তী ১২ (বারো) মাস হবে আয়বর্ষ।
  • বহুজাতিক কর্পোরেশনগুলি (MNC) সাধারণত উপরের উল্লেখিত হিসাব বছরগুলি অনুসরণ করে। তবে তাদের হোল্ডিং কোম্পানির হিসাবের সহিত সমন্বয় (consolidation) করিবার উদ্দেশ্যে ভিন্ন কোনো আয়বর্ষ অনুসরণ করতে পারে। তবে এই ক্ষেত্রে বহুজাতিক কর্পোরেশনগুলিকে ভিন্ন আয়বর্ষ অনুসরণ করার পূর্বে উপকর কমিশনারের অনুমোদন নিতে হবে।

কোম্পানির ধরন অনুযায়ী আয়বর্ষ এবং করবর্ষ কেমন হবে তা নিচের তালিকায় তুলে ধরা হলো-

কোম্পানির ধরনআয়বর্ষ (Income Year)কর দিবস নির্ধারণের পয়েন্টউদাহরণকরদিবস (Tax Day)
স্থানীয় বাংলাদেশি কোম্পানি১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্তআয়বর্ষ সমাপ্তির পরবর্তী সপ্তম মাসের ১৫ তম দিন১ জুলাই ২০২৩ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত১৫ জানুয়ারি ২০২৪
ব্যাংক, বিমা বা আর্থিক প্রতিষ্ঠান বা উহার কোনো সহযোগী সংগঠনের ক্ষেত্রেজানুয়ারি মাসের প্রথম দিন হইতে শুরু করিয়া পরবর্তী ১২ মাসআয়বর্ষ সমাপ্তির পরবর্তী সপ্তম মাসের ১৫ তম দিন তবে যেইক্ষেত্রে উক্ত ১৫ তম দিন সেপ্টেম্বর মাসের ১৫ তম দিনের পূর্বের তারিখে পড়ে সেইক্ষেত্রে সেপ্টেম্বর মাসের ১৫ তম দিন১ জানুয়ারি ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত১৫ সেপ্টেম্বর ২০২৪
বহুজাতিক কর্পোরেশনগুলি (MNC)১২ মাস মেয়াদের যেকোনো সময়আয়বর্ষ সমাপ্তির পরবর্তী সপ্তম মাসের ১৫ তম দিন তবে যেইক্ষেত্রে উক্ত ১৫ তম দিন সেপ্টেম্বর মাসের ১৫ তম দিনের পূর্বের তারিখে পড়ে সেইক্ষেত্রে সেপ্টেম্বর মাসের ১৫ তম দিন

১ জানুয়ারি ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত

১ এপ্রিল ২০২৩ থেকে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত

১৫ সেপ্টেম্বর ২০২৪

১৫ অক্টোবর ২০২৪

কর্পোরেট কর হার ২০২৪

২০২৪-২৫ করবর্ষের জন্য বাংলাদেশের কর্পোরেট কর হার নিচে দেয়া হল:

 

কোম্পানির ধরন করহার নোট রেফারেন্স পরিবর্তন
এইরূপ প্রত্যেকটি publicly traded company কোম্পানির যাহাদের পরিশোধিত মূলধনের ১০% এর অধিক শেয়ার IPO (Initial Public Offering) এর মাধ্যমে হস্তান্তরিত হইয়াছে তাহাদের ক্ষেত্রে ২২.৫০% শর্ত পূরণ সাপেক্ষে করহার হবে ২০% অর্থ আইন ২০২৪ করহার ২.৫০% হ্রাস পেয়েছে
এইরূপ প্রত্যেকটি publicly traded company কোম্পানির যাহাদের পরিশোধিত মূলধনের ১০% বা ১০% এর কম শেয়ার IPO (Initial Public Offering) এর মাধ্যমে হস্তান্তরিত হইয়াছে তাহাদের ক্ষেত্রে ২৫% শর্ত পূরণ সাপেক্ষে করহার হবে ২২.৫০% অর্থ আইন ২০২৪ করহার ২.৫০% হ্রাস পেয়েছে
কোম্পানি আইন, ১৯৯৪ এর অধীন নিগমিত এক ব্যক্তি কোম্পানির (OPC) ক্ষেত্রে ২২.৫০% শর্ত পূরণ সাপেক্ষে করহার হবে ২০% অর্থ আইন ২০২৪ করহার ২.৫০% হ্রাস পেয়েছে
প্রাইভেট লিমিটেড কোম্পানির (not publicly traded company) ক্ষেত্রে  ২৭.৫০% শর্ত পূরণ সাপেক্ষে করহার হবে ২৫% অর্থ আইন ২০২৪ করহার ২.৫০% হ্রাস পেয়েছে
publicly traded ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও ফাইন্যান্স কোম্পানিসমূহ (মার্চেন্ট ব্যাংক ব্যতীত) ৩৭.৫০%   অর্থ আইন ২০২৪ অপরিবর্তিত
not publicly traded ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও ফাইন্যান্স কোম্পানিসমূহ (মার্চেন্ট ব্যাংক ব্যতীত) ৪০%   অর্থ আইন ২০২৪ অপরিবর্তিত
মার্চেন্ট ব্যাংক এর ক্ষেত্রে ৩৭.৫০%   অর্থ আইন ২০২৪ অপরিবর্তিত
সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারক কোম্পানির ক্ষেত্রে ৪৫% এছাড়াও অতিরিক্ত ২.৫০% সার চার্জ আরোপ হবে অর্থ আইন ২০২৪ অপরিবর্তিত
কোম্পানি নহে, সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারক এইরূপ করদাতার উক্ত ব্যবসায় হইতে অর্জিত আয়ের উপর প্রযোজ্য কর ৪৫% এছাড়াও অতিরিক্ত ২.৫০% সার চার্জ আরোপ হবে অর্থ আইন ২০২৪ অপরিবর্তিত
পাবলিকলি ট্রেডেড মোবাইল ফোন অপারেটর কোম্পানি যদি তার পরিশোধিত মূলধনের ন্যূনতম ১০% শেয়ার, যার মধ্যে Pre-Initial Public Offering Placement ৫% এর অধিক থাকতে পারবে না ৪০%   অর্থ আইন ২০২৪ অপরিবর্তিত
পাবলিকলি ট্রেডেড নয় এমন মোবাইল ফোন কোম্পানি ৪৫%   অর্থ আইন ২০২৪ অপরিবর্তিত
ট্রাস্ট (Trust) ২৭.৫০% শর্ত পূরণ সাপেক্ষে করহার হবে ২৫% অর্থ আইন ২০২৪ অপরিবর্তিত
স্বীকৃত ভবিষ্যৎ তহবিল (Recognized Provident Fund), অনুমোদিত আনুতোষিক তহবিল (Approved Gratuity Fund), অনুমোদিত বার্ধক্য তহবিল (Approved Superannuation Fund) এবং অনুমোদিত পেনশন তোহবিল (Approved Pension Fund) ১৫%   এসআরও নং ১৫৬-আইন/আয়কর-৩১/২০২৪, তারিখ ২৯ মে ২০২৪ অপরিবর্তিত
অস্বীকৃত ভবিষ্যৎ তহবিল (Un-Recognized Provident Fund), অঅনুমোদিত আনুতোষিক তহবিল (Un-Approved Gratuity Fund), অঅনুমোদিত বার্ধক্য তহবিল (Un-Approved Superannuation Fund) এবং অঅনুমোদিত পেনশন তোহবিল (Un-Approved Pension Fund) ২৭.৫০% শর্ত পূরণ সাপেক্ষে করহার হবে ২৫% অর্থ আইন ২০২৪ অপরিবর্তিত
ব্যক্তিসংঘ – Association of Persons (AOP) ২৭.৫০% শর্ত পূরণ সাপেক্ষে করহার হবে ২৫% অর্থ আইন ২০২৪ অপরিবর্তিত
সমবায় সমিতির ক্ষেত্রে ২০%   অর্থ আইন ২০২৪ করহার ৫% বৃদ্ধি পেয়েছে
বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিক্যাল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবলমাত্র তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজ এর উদ্ভূত আয়ের উপর প্রযোজ্য কর ১৫%   অর্থ আইন ২০২৪ অপরিবর্তিত
তৈরি পোশাক রপ্তানিকারক ১২% LEED সার্টিফিকেশন থাকলে করহার হবে ১০% এসআরও নং ৪৪-আইন/আয়কর-২৫/২০২৪, তারিখ ৪ মার্চ ২০২৪ অপরিবর্তিত
রপ্তানি-মুখী কোম্পানিসমূহ ১২% LEED সার্টিফিকেশন থাকলে করহার হবে ১০% এসআরও নং ৪৪-আইন/আয়কর-২৫/২০২৪, তারিখ ৪ মার্চ ২০২৪ অপরিবর্তিত
বস্ত্র উৎপাদনের সহিত জড়িত কোন সুতা উৎপাদন, সুতা ডাইয়িং, ফিনিশিং, কোনিং, কাপড় তৈরি, কাপড় ডাইয়িং, প্রিন্টিং অথবা উক্তরূপ এক বা একাধিক প্রক্রিয়ায় নিয়োজিত কোন কোম্পানি ১৫%   এসআরও নং ১৫৯-আইন/আয়কর/২০২২, তারিখ ০১ জুন ২০২২ অপরিবর্তিত
পাটজাত দ্রব্য উৎপাদনে নিয়োজিত কোন শিল্প প্রতিষ্ঠান ১০%   এসআরও নং ৩০৪-আইন/আয়কর-১৮/২০২৩, তারিখ ৫ নভেম্বর ২০২৩ অপরিবর্তিত
শাখা অফিস (branch office) ও লিয়াজোঁ অফিস (liaison office) ২৭.৫০% শর্ত পূরণ সাপেক্ষে করহার হবে ২৫% অর্থ আইন ২০২৪ করহার ২.৫০% হ্রাস পেয়েছে
অন্যান্য করারোপযোগ্য সত্তা ২৭.৫০% শর্ত পূরণ সাপেক্ষে করহার হবে ২৫% অর্থ আইন ২০২৪ করহার ২.৫০% হ্রাস পেয়েছে

২.৫% কর ছাড় পাওয়ার জন্য শর্তাবলী

অর্থ আইন ২০২৪ অনুযায়ী কমপ্লায়েন্সকে উৎসাহিত করতে এবং ধীরে ধীরে নগদহীন (cashless) লেনদেনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কতিপয় শর্তাবলী পূরণ সাপেক্ষে ২.৫% কর ছাড় পাওয়া যাবে।

২.৫% কর ছাড় পাওয়ার শর্তাবলী হল নিম্নরূপ

  • আয় ও প্রাপ্তি – বিবেচ্য আয়বর্ষে সকল প্রকার আয় ও প্রাপ্তি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করিতে হইবে;
  • ব্যয় ও বিনিয়োগ – প্রত্যেক একক লেনদেনে ৫ (পাঁচ) লক্ষ টাকার অধিক ও বার্ষিক সর্বমোট ৩৬ (ছত্রিশ) লক্ষ টাকার ঊর্ধ্বে সকল প্রকার ব্যয় ও বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করিতে হইবে;

উপরোক্ত শর্তগুলো পালন করলে কোন কোম্পানির কর হার ২.৫% হ্রাস পাবে যা উপরের টেবিলে উল্লেখ করা হয়েছে। মূলত এই শর্তগুলোর মাধ্যমে কর্পোরেশনগুলিকে আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আর্থিক লেনদেন করতে উৎসাহিত করা হয়েছে, যার ফলে আরও বেশি আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা যায়।

কোম্পানি কর্তৃক মূলধনী আয় (Capital Gain) এর কর হার

আয়কর আইন ২০২৩ এর সপ্তম তফসিল এর দফা ১ অনুযায়ী, কোম্পানিগুলিকে মূলধনী আয়ের উপর ১৫% শতাংশ কর প্রদান করতে হয়। এর অর্থ হলো, কর্পোরেশনগুলির ক্ষেত্রে মূলধনী মুনাফার আয়ের উপর একটি হ্রাসকৃত কর হার প্রযোজ্য হয়।

কোম্পানি কর্তৃক লভ্যাংশ আয় (Dividend) এর কর হার

আয়কর আইন ২০২৩ এর সপ্তম তফসিল এর দফা ২ অনুযায়ী, কোম্পানিগুলিকে লভ্যাংশ আয়ের উপর ২০% শতাংশ হারে কর প্রদান করতে হয়।

গ্রস প্রাপ্তি (Gross Receipts) অনুসারে নূন্যতম কর

বাংলাদেশের কর ব্যবস্থা অনুযায়ী একটি নির্দিষ্ট ধরনের নূন্যতম কর রয়েছে যা গ্রস প্রাপ্তি ভিত্তিক নূন্যতম কর নামে পরিচিত। আয়কর আইন ২০২৩ এর ধারা ১৬৩(৫) অনুযায়ী, কর্পোরেটগুলিকে তাদের মোট গ্রস প্রাপ্তি (gross receipts) এর উপর ন্যূনতম কর প্রদান করতে হয়। ২০২৪-২৫ করবর্ষের জন্য ন্যূনতম করের হারগুলি নিম্নরূপ:

ক্রমিক
নং
করদাতার ধরন ন্যূনতম করহার 
১।  সিগারেট, বিড়ি, চিবাইয়া খাওয়ার তামাক, ধোঁয়াবিহীন তামাক বা অন্য কোনো তামাকজাত দ্রব্য প্রস্তুতকারক গ্রস প্রাপ্তির ৩% (তিন শতাংশ)
২।  কার্বোনেটেড বেভারেজ (carbonated beverage), মিষ্টি পানীয় (sweetened beverage) প্রস্তুতকারক গ্রস প্রাপ্তির ৩% (তিন শতাংশ)
৩।  মোবাইল ফোন অপারেটর গ্রস প্রাপ্তির ২% (দুই শতাংশ)
৪।  সিগারেট, বিড়ি, চিবাইয়া খাওয়ার তামাক, ধোঁয়াবিহীন তামাক বা অন্য কোনো তামাকজাত দ্রব্য প্রস্তুতকারক ব্যতীত অন্য কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা গ্রস প্রাপ্তির ০.২৫% (শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ)
৫।  অন্য কোনো ক্ষেত্রে গ্রস প্রাপ্তির ০.৬০% (শূন্য দশমিক ছয় শূন্য শতাংশ)

নোটঃ

তবে শর্ত থাকে যে, উক্ত সারণীর ক্রমিক নং ৫ প্রযোজ্য হয় এইরূপ ক্ষেত্রে পণ্য উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইহার বাণিজ্যিক উৎপাদন শুরুর প্রথম ৩ (তিন) বৎসরের জন্য উক্ত হার হইবে এইরূপ প্রাপ্তির ০.১% (শূন্য দশমিক এক শতাংশ)।

অননুমোদিত ব্যয়ের উপর ৫৬ ধারা অনুযায়ী কর

আয়কর আইন ২০২৩ এর ধারা ৫৬ অনুযায়ী, যদি কোন ব্যয় ধারা ৫৫ অনুযায়ী অননুমোদিত হয় তবে অননুমোদিত সকল ব্যয় “বিশেষ ব্যবসা আয়” হিসাবে গণ্য হইবে। কোম্পানিকে অননুমোদিত ব্যয়ের উপর (অর্থাৎ বিশেষ ব্যবসা আয়ের) উপর প্রযোজ্য হারে (প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ২৫% বা ২৭.৫০% হারে) কর প্রদান করতে হবে।

এক্ষেত্রে উল্লেখ্য যে যদি কোন কোম্পানির কোন ব্যয় ধারা ৫৫ অনুযায়ী অঅনুমোদিত হয় তখন ঐ কোম্পানিকে অননুমোদিত ব্যয়ের উপর প্রযোজ্য কর পরিশোধ করতে হবে এবং এই ক্ষেত্রে ঐ কোম্পানির লাভ বা ক্ষতি বিবেচ্য বিষয় নয়। তার মানে কোন কোম্পানির যদি কোন আয়বর্ষে ব্যবসা হইতে ক্ষতি থাকে তাও এই কোম্পানিকে ধারা ৫৫ অনুযায়ী অননুমোদিত ব্যয়ের উপর সাধারণ হারে কর পরিশোধ করতে হবে।

তবে ধারা ৫৫ এর নিম্নবর্ণিত দফাগুলোর অধীন অননুমোদিত ব্যয়গুলো “বিশেষ ব্যবসা আয়” হিসেবে গণ্য হবে না:-

  • পারকুইজিট বাবদ কোনো কর্মচারীকে প্রদত্ত ১০ লক্ষ টাকার অতিরিক্ত যেকোনো অঙ্ক [ সূত্র – দফা (ঘ), ধারা ৫৫];
  • রয়্যালটি, লাইসেন্স ফি, কারিগরি সেবা ফি বাবদ আর্থিক বিবরণীতে প্রদর্শিত নীট ব্যবসায় মুনাফার ১০% এর অতিরিক্ত ব্যয় [ সূত্র – দফা (ঙ), ধারা ৫৫];
  • বাংলাদেশে নিবন্ধিত নহে এইরূপ কোম্পানি কর্তৃক নির্বাহকৃত হেড অফিস অথবা ইন্ট্রা-গ্রুপ ব্যয় এর ক্ষেত্রে আর্থিক বিবরণীতে প্রদর্শিত নীট ব্যবসায় মুনাফার ১০% এর অতিরিক্ত ব্যয় [ সূত্র – দফা (চ), ধারা ৫৫];
  • ব্যবসায়িক প্রয়োজনে বিদেশ ভ্রমণ সম্পর্কিত ব্যয়ের ক্ষেত্রে আর্থিক বিবরণীতে প্রদর্শিত ব্যবসায়িক টার্নওভারের ০.৫% এর অতিরিক্ত অঙ্ক [ সূত্র – দফা (ছ), ধারা ৫৫];
  • আপ্যায়ন ব্যয় হিসাবে ধারা ৫৫ এর দফা (জ) তে বর্ণিত অঙ্কের অতিরিক্ত অঙ্ক [ সূত্র – দফা (জ), ধারা ৫৫];
  • ফ্রি স্যাম্পল হিসাবে ধারা ৫৫ এর দফা (ঝ) তে বর্ণিত অঙ্কের অতিরিক্ত অঙ্ক [ সূত্র – দফা (ঝ), ধারা ৫৫];
  • বিজ্ঞাপন ব্যতীত অন্যান্য প্রচারণামূলক ব্যয়ের ক্ষেত্রে ব্যবসায়িক টার্নওভারের ০.৫% এর অধিক অঙ্ক [ সূত্র – দফা (ঞ), ধারা ৫৫];
  • কোনো বিয়োজন বা কোনো দায়ের বিপরীতে সৃষ্ট কোনো বিয়োজন যাহা সুস্পষ্টভাবে নিরূপিত নহে [ সূত্র – দফা (থ), ধারা ৫৫];
  • International Financial Reporting Standard মোতাবেক কোনো পরিসম্পদের Right of Use বাবদ দাবিকৃত কোনো অবচয় ভাতা ও সুদ বিয়োজন [ সূত্র – দফা (ধ), ধারা ৫৫];
  • ধারণাগত পরিসম্পদ অনিষ্টজনিত ক্ষতি (impairment loss) [ সূত্র – দফা (ন), ধারা ৫৫];

উৎসে কর কর্তন (TDS) এবং উৎসে কর সংগ্রহ (TCS) এর ফলে উদ্ভূত ন্যূনতম কর

আয়কর আইন ২০২৩ এর ধারা ১৬৩(২) অনুযায়ী, উৎসে কর কর্তন (TDS) এবং উৎসে কর সংগ্রহ (TCS) সম্পর্কিত মোট ৪০ টি ধারা ন্যূনতম কর হিসাবে নির্ধারণ করা হয়েছে। ন্যূনতম করের পরিমাণ বলতে বুঝায় ঐ ৪০ টি ধারার অধীনে যে পরিমাণ কর উৎসে কর্তন বা সংগ্রহ করা হয় তা কোম্পানিগুলোর জন্য ন্যূনতম কর এবং তা ফেরত যোগ্য হবে না।

আয়কর আইন ২০২৩ এর উৎসে কর কর্তন (TDS) এবং উৎসে কর সংগ্রহ (TCS) সম্পর্কিত কোন কোন ধারাগুলো ন্যূনতম করের অধীনে রয়েছে, সেই সম্পর্কে জানতে নিম্নলিখিত নিবন্ধটি দেখুন:

Minimum Tax in Bangladesh 2023-24

প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগের জন্য কর রেয়াত

অর্থ আইন ২০২৪ এর ২য় তফসিল এর চতুর্থ অংশ অনুসারে কোন করদাতা নিয়োগকারী কর্তৃপক্ষ হিসাবে প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ করলে নির্দিষ্ট হারে কর রেয়াত পাবেন। এই বিষয়ে প্রাপ্ত কর রেয়াতের হার হবে নিম্নরূপ-

(১) কোনো করদাতা নিয়োগকারী কর্তৃপক্ষ হিসাবে প্রতিষ্ঠানে কর্মরত মোট জনবলের অন্যূন ১০% অথবা ২৫ জনের অধিক কর্মচারী প্রতিবন্ধী ব্যক্তিগণের মধ্য হইতে নিয়োগ করিলে উক্ত করদাতাকে প্রদেয় করের ৫% অথবা প্রতিবন্ধী ব্যক্তি-কর্মচারীগণের পরিশোধিত মোট বেতনের ৭৫%, যাহা কম, কর রেয়াত প্রদান করা হইবে।

(২) কোনো করদাতা নিয়োগকারী কর্তৃপক্ষ হিসাবে প্রতিষ্ঠানে কর্মরত মোট জনবলের অন্যূন ১০% অথবা ২৫ জনের অধিক কর্মচারী তৃতীয় লিঙ্গের ব্যক্তিগণের মধ্য হইতে হইতে নিয়োগ করিলে উক্ত করদাতাকে প্রদেয় করের ৫% অথবা তৃতীয় লিঙ্গের কর্মচারীগণের পরিশোধিত মোট বেতনের ৭৫%, যাহা কম, কর রেয়াত প্রদান করা হইবে।

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ সারচার্জ

অর্থ আইন ২০২৪ এর ২য় তফসিল এর দ্বিতীয় অংশ এর অনুচ্ছেদ খ অনুসারে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিগণের গম্যতার ক্ষেত্রে দেশে বলবৎ আইনি বিধান অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা না রাখিলে উক্ত প্রতিষ্ঠানের অর্জিত আয়ের উপর ২.৫% হারে সারচার্জ প্রদেয় হইবে।

অপ্রদর্শিত পরিসম্পদ প্রদর্শনে বিশেষ ব্যবস্থা

অর্থ আইন ২০২৪ এর মাধ্যমে আয়কর আইন ২০২৩ এর  প্রথম তফসিলে একটি নতুন অংশ অংশ ৩ – অপ্রদর্শিত পরিসম্পদ প্রদর্শন সংযোজন করা হয়েছে। সংযোজিত নতুন বিধান অনুসারে আয়কর আইন ২০২৩ বা অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, আয়কর কর্তৃপক্ষসহ অন্য কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ কোনো ব্যক্তির কোনো সম্পদ ( স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ফ্লোর স্পেস এবং ভূমি ) অর্জনের উৎস নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না, যদি উক্ত ব্যক্তি ১ জুলাই ২০২৪ হইতে ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে (উভয় দিন অন্তর্ভূক্ত) ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন বা সংশোধিত রিটার্ন দাখিলের পূর্বে অপ্রদর্শিত স্থাবর সম্পত্তি যেমন স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ফ্লোর স্পেস এবং ভূমি এর উপর প্রযোজ্য কর পরিশোধ করেন।

অর্থ আইন ২০২৪ এ প্রাথমিকভাবে সিকিউরিটিজ, নগদ, ব্যাংকে গচ্ছিত অর্থ, আর্থিক স্কিম ও ইনস্ট্রুমেন্ট (financial schemes and instruments), সকল প্রকার ডিপোজিট বা সেভিং ডিপোজিট এবং অন্যান্য আর্থিক সম্পদের মতো অপ্রদর্শিত সম্পদ বৈধ করার বিধান অন্তর্ভুক্ত ছিল। তবে, এই বিধানটি পরবর্তীতে ২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে জারি করা এসআরও নং ৩০৩-আইন/আয়কর-৪৬/২০২৪ দ্বারা বাতিল করা হয়। এর ফলে এখন শুধুমাত্র অপ্রদর্শিত স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ফ্লোর স্পেস এবং ভূমি আয়কর আইন ২০২৩ এর প্রথম তফসিলের অংশ ৩ এর দফা ১ অনুযায়ী নির্ধারিত হারে কর পরিশোধ-পূর্বক প্রদর্শন করা যাবে।

হাঁস-মুরগীর খামার, হাঁস-মুরগী, চিংড়ি ও মাছের হ্যাচারী (hatchery) এবং মৎস্য চাষ হতে আয়ের জন্য হ্রাসকৃত করহার

এস. আর. ও. নং ১৫৭-আইন/আয়কর/২০২২, তারিখ: ০১ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ দ্বারা হাঁস-মুরগীর খামার, হাঁস-মুরগী, চিংড়ি ও মাছের হ্যাচারী (hatchery) এবং মৎস্য চাষ হতে অর্জিত আয়ের উপর আয়কর আইন ২০২৩ এর বিধানাবলি পরিপালন সাপেক্ষে উক্ত আইনের অধীনে প্রদেয় আয়কর হ্রাসপূর্বক নিম্নরূপে ধার্য করা হয়েছে, যথা:-

আয়ের পরিমাণ আয়করের হার
প্রথম ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর শূন্য
পরবর্তী ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর ৫%
পরবর্তী ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর ১০%
অবশিষ্ট আয়ের উপর ১৫%

অর্থনৈতিক অঞ্চলে পণ্য উৎপাদন বা সেবা প্রদানের লক্ষ্যে পরিচালিত কোনো প্রতিষ্ঠানের করহার

জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন নং এস, আর, ও নং ২৪৪-আইন/আয়কর-৩৮/২০২৪, তারিখ: ২৭ জুন ২০২৪ দ্বারা অর্থনৈতিক অঞ্চলে পণ্য উৎপাদন বা সেবা প্রদানের লক্ষ্যে পরিচালিত কোনো প্রতিষ্ঠান সমূহকে কর অব্যাহতি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০ এর ধারা ৫ এর অধীন ঘোষিত অর্থনৈতিক অঞ্চলে পণ্য উৎপাদন বা সেবা প্রদানের লক্ষ্যে পরিচালিত কোনো প্রতিষ্ঠানের কেবল উক্ত অর্থনৈতিক অঞ্চলে পরিচালিত ব্যবসায়ের মাধ্যমে অর্জিত আয়ের উপর নিম্নবর্ণিতভাবে হারে প্রদেয় আয়কর হতে শর্ত সাপেক্ষে অব্যাহতি পাবে।

ব্যবসায়িক কার্যক্রম শুরুর তারিখ হতে-

  • ১ম, ২য় ও ৩য় বৎসরের জন্য ১০০%
  • ৪র্থ বৎসরের জন্য ৮০%
  • ৫ম বৎসরের জন্য ৭০%
  • ৬ষ্ঠ বৎসরের জন্য ৬০%
  • ৭ম বৎসরের জন্য ৫০%
  • ৮ম বৎসরের জন্য ৪০%
  • ৯ম বৎসরের জন্য ৩০% এবং
  • ১০ম বৎসরের জন্য ২০%

এখানে উল্লেখ্য যে প্রতিষ্ঠানসমূহকে কর অব্যাহতি সুবিধা পাওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপনে উল্লেখিত শর্তসমূহ অবশ্যই পালন করতে হবে।

হাই-টেক পার্কে পণ্য উৎপাদন বা সেবা প্রদানের লক্ষ্যে পরিচালিত কোনো প্রতিষ্ঠানের করহার

জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন নং এস, আর, ও নং ২৪৫-আইন/আয়কর-৩৯/২০২৪, তারিখ: ২৭ জুন ২০২৪ দ্বারা হাই-টেক পার্কে পণ্য উৎপাদন বা সেবা প্রদানের লক্ষ্যে পরিচালিত কোনো প্রতিষ্ঠানসমূহকে কর অব্যাহতি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ২২ এর বিধান অনুযায়ী ঘোষিত হাই-টেক পার্কে পণ্য উৎপাদন বা সেবা প্রদানের লক্ষ্যে পরিচালিত কোনো প্রতিষ্ঠানের কেবল উক্ত হাই-টেক পার্কে পরিচালিত ব্যবসায়ের মাধ্যমে অর্জিত আয়ের উপর নিম্নবর্ণিতভাবে হারে প্রদেয় আয়কর হতে শর্ত সাপেক্ষে অব্যাহতি পাবে।

ব্যবসায়িক কার্যক্রম শুরুর তারিখ হতে-

  • ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ ও ৭ম বৎসরের জন্য ১০০% এবং
  • ৮ম, ৯ম ও ১০ম বৎসরের জন্য ৭০%

এখানে উল্লেখ্য যে প্রতিষ্ঠানসমূহকে কর অব্যাহতি সুবিধা পাওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপনে উল্লেখিত শর্তসমূহ অবশ্যই পালন করতে হবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ কর অব্যাহতি

উপরে বর্ণিত কর অব্যাহতি ছাড়াও সরকার আরো অনেক ইন্ডাস্ট্রিকে তাদের অর্জিত আয়ের উপর কর অব্যাহতি প্রদান করেছে। কর অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্য ইন্ডাস্ট্রি এবং প্রযোজ্য প্রজ্ঞাপনের লিংক নিম্নরূপঃ

ক্রমিক নং ইন্ডাস্ট্রি রেফারেন্স লিংক/ ডাউনলোড
1 Industrial undertaking দফা ২, অংশ ৪, ষষ্ঠ তফসিল লিংক
2 IT Hardware Manufacturers এস, আর, ও নং ১৬৩-আইন/আয়কর/২০২১, তারিখ: ৩ জুন ২০২১ ডাউনলোড
3 Agro based industries এস, আর, ও নং ১৬৪-আইন/আয়কর/২০২১, তারিখ: ৩ জুন ২০২১ ডাউনলোড
4 Manufacturer of light engineering products এস, আর, ও নং ১৬৬ -আইন/আয়কর/২০২১, তারিখ: ৩ জুন ২০২১ ডাউনলোড
5 Manufacturer of certain home and kitchen appliances এস, আর, ও নং ১৬৭-আইন/আয়কর/২০২১, তারিখ: ৩ জুন ২০২১ ডাউনলোড
6 Educational and training institutions এস, আর, ও নং ১৬৮-আইন/আয়কর/২০২১, তারিখ: ৩ জুন ২০২১ ডাউনলোড
7 Private hospitals এস, আর, ও নং ১৬৯-আইন/আয়কর/২০২১, তারিখ: ৩ জুন ২০২১ ডাউনলোড
8 Companies engaged in production of three and four wheelers এস, আর, ও নং ১৭০-আইন/আয়কর/২০২১, তারিখ: ৩ জুন ২০২১ ডাউনলোড

উপসংহার - কর্পোরেট কর হার ২০২৪-২৫

অর্থ আইন ২০২৪ অনুসারে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কর্পোরেট কর হার ২০২৪-২৫ করবর্ষের জন্য হল ২৫%।  তবে কোন কোম্পানি যদি ক্যাশলেস (cashless) সম্পর্কিত শর্তাবলী পূরণে ব্যর্থ হয় তাহলে কর হার হবে ২৭.৫০%। এই ব্লগটিতে আমরা ২০২৪-২৫ করবর্ষের জন্য বাংলাদেশের প্রযোজ্য কর্পোরেট কর হার সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করেছি। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও ব্যাখ্যার প্রয়োজন হয়, তাহলে আপনি অনুগ্রহ করে নিচের মন্তব্য বিভাগে আপনার প্রশ্নগুলি পোস্ট করতে পারেন।

কর্পোরেট কর হার ২০২৪-২৫ - রেফারেন্স / উৎস:

Share on – 

2 thoughts on “বাংলাদেশের কর্পোরেট কর হার ২০২৪-২৫ ।  ২০২৪-২৫ করবর্ষের জন্য কোম্পানির কর হার কত ?”

  1. Md. Sharif Uddin Sarker

    ধারা ৫৫ এর নিম্নবর্নিত দফাগুলোর অধীন অননুমোদিত ব্যয়গুলো “ বিশেষ ব্যবসা আয়” হিসেবে গণ্য হবে না: যেমন- পারকুইজিট, রয়্যালটি, বিদেশ ভ্রমন সম্পর্কিত ব্যয়, আপ্যায়ন ব্যয়, ফ্রি স্যাম্পল । এগুলো কেন ৫৬ ধারা অনুযায়ী বিশেষ ব্যবসা আয় হিসেবে গণ্য হবে না বা এটা কোন ধারায় বলা আছে ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top