
Table of Contents
Toggleভ্যাট কর্তনের হার ২০২৪-২০২৫ - কোন খাতে কত ভ্যাট কর্তন করতে হবে
ভ্যাট কর্তনের হার ২০২৪-২০২৫ঃ- যখন কোন পণ্য ক্রয় করা বাবদ বা সেবা গ্রহণ করা বাবদ সরবরাহকারীকে মূল্য পরিশোধ করা হয় তখন পরিশোধিত মূল্য হতে ভ্যাট বাবদ যে টাকা কর্তন করে রাখা হয় তাকে উৎসে মূসক কর্তন বলা হয়। যে কোন সত্তা বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য উৎসে মূসক কর্তন হলো একটি দৈনন্দিন কমপ্লায়েন্সের অংশ।
কখন উৎসে মূসক কর্তন করতে হবে?
সাধারণত পণ্যমূল্য বা সেবামূল্য পরিশোধ করার সময় উৎস মূসক কর্তন করা হয়। প্রতিটি নিবন্ধিত এবং অনিবন্ধিত প্রতিষ্ঠানকে এবং ক্ষেত্রবিশেষে সরকারি প্রতিষ্ঠান ও এনজিও প্রতিষ্ঠানকে পণ্যমূল্য বা সেবামূল্য পরিশোধ করার সময় উৎস মূসক কর্তন করতে হয়।
কে উৎসে মূসক কর্তন করবে?
যেসব প্রতিষ্ঠানকে উৎসে মূসক কর্তন করতে হয় সেইসব প্রতিষ্ঠানকে বা সত্তাকে উৎস মূসক কর্তনকারী সত্তা বলে। উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, ২০২১ এর বিধি ২ অনুযায়ী নিচে উল্লেখিত সত্তা গুলোকে উৎসে কর্তনকারী সত্তা বলা হয়।
- কোনো সরকার বা উহার কোনো মন্ত্রণালয়, বিভাগ, বা দপ্তর;
- আধা-সরকারি বা স্বায়ত্বশাসিত কোনো সংস্থা;
- রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান;
- স্থানীয় কর্তৃপক্ষ, পরিষদ বা অনুরূপ কোনো সংস্থা;
- এনজিও বিষয়ক ব্যুরো বা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান;
- কোনো ব্যাংক, বীমা কোম্পানি বা অনুরূপ আর্থিক প্রতিষ্ঠান;
- মাধ্যমিক বা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান;
- কোনো লিমিটেড কোম্পানি; এবং
- দশ কোটি টাকার অধিক বার্ষিক টার্নভারযুক্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান
অর্থাৎ উপরে উল্লেখিত সত্তা গুলো যখন কোন পণ্যমূল্য বা সেবামূল্য পরিশোধ করবে তখন তাদেরকে উৎসে মূসক কর্তন করতে হবে।
উৎসে মূসক কর্তনের জন্য আইনি রেফারেন্স
জাতীয় রাজস্ব বোর্ড উৎসে মূসক কর্তন সঠিকভাবে প্রতিপালন করার জন্য প্রজ্ঞাপনের মাধ্যমে একটি বিধিমালা প্রণয়ন করে যা উৎস মূসক কর্তন ও আদায় বিধিবালা নামে পরিচিত। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এই বিষয়ে সর্বশেষ জারিকৃত বিধিমালা হল উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, ২০২১। উক্ত বিধিমালায় সাধারণত উৎসে মূসক কর্তনের হার কত হবে তা উল্লেখ আছে। এছাড়াও এই বিধিমালায় আরো বলা হয় কখন উৎসে মূসক কর্তন করতে হবে বা কখন উৎসে মূসক কর্তন করতে হবে না।
আপনি যদি উৎসে মূসক সম্পর্কে পর্যাপ্ত জানতে চান তাহলে অবশ্যই আপনাকে উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, ২০২১ সম্পর্কে ধারণা পোষণ করতে হবে। এখানে উল্লেখ্য যে জাতীয় রাজস্ব বোর্ড সময় সময়ে এই বিধিমালার পরিবর্তন করে থাকে। সর্বশেষ সংশোধনী সহ এই বিধিমালা সম্পর্কে জানতে নীচের লিংকে ক্লিক করুনঃ
এছাড়াও উৎসে মূসক কর্তন সম্পর্কে আরো জানতে আপনি ভ্যাট আইন ২০১২ ও ভ্যাট বিধিমালা ২০১৬ এর নিচের ধারা/ বিধি গুলো পড়তে পারেন।
- ধারা ৪৯ – উৎসে কর কর্তনকারী সত্তা কর্তৃক উৎসে কর কর্তন ও বৃদ্ধিকারী সমন্বয়;
- ধারা ৫০ – উৎসে কর কর্তনের পর সরবরাহকারী কর্তৃক হ্রাসকারী সমন্বয়;
- বিধি ৩৭ – অনিবন্ধিত সরবরাহ গ্রহীতা কর্তৃক উৎসে কর্তিত মূল্য সংযোজন কর পরিশোধ;
- বিধি ৩৮ – হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক অনিবন্ধিত সরবরাহ গ্রহীতার পক্ষে উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও পরিশোধ;
- বিধি ৩৯ – উৎসে কর্তনের পর সরবরাহকারী কর্তৃক হ্রাসকারী সমন্বয়;
(i) পণ্যের ক্ষেত্রে ভ্যাট কর্তনের হার
(অ) উৎপাদনকারীর কাছ থেকে পণ্য সরবরাহ
উৎপাদনকারী ১৫ (পনেরো) শতাংশ হারে বা হ্রাসকৃত হারে বা সুনির্দিষ্ট কর আরোপিত রহিয়াছে এইরূপ কোনো পণ্য উক্ত হার বা সুনির্দিষ্ট কর উল্লেখপূর্বক ফরম মূসক-৬.৩ (কর চালানপত্র) এর মাধ্যমে সরবরাহ করিলে সেই ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না।
অর্থাৎ আপনি যদি সরাসরি উৎপাদকের কাছ থেকে পণ্য ক্রয় করে থাকেন এবং উক্ত উৎপাদনকারী যদি পণ্য মূসক ৬.৩ এর মাধ্যমে সরবরাহ করে থাকে, তাহলে যে ভ্যাট রেটেই সরবরাহ করা হোক না কেন উৎসে মূসক কর্তন করতে হবে না। উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করার ক্ষেত্রে প্রযোজ্য উৎসে মূসক কর্তন সম্পর্কে বিস্তারিত নিচে টেবিলে দেয়া হলঃ
সরবরাহের ধরন | সরবরাহকারী | চালান অনুযায়ী ভ্যাট হার | মূসক-৬.৩ (কর চালানপত্র) | উৎসে মূসক কর্তন |
পণ্য | উৎপাদনকারী | ১৫% | হ্যাঁ | না |
পণ্য | উৎপাদনকারী | ১৫% | না | হ্যাঁ |
পণ্য | উৎপাদনকারী | ১০% | হ্যাঁ | না |
পণ্য | উৎপাদনকারী | ১০% | না | হ্যাঁ |
পণ্য | উৎপাদনকারী | ৭.৫০% | হ্যাঁ | না |
পণ্য | উৎপাদনকারী | ৭.৫০% | না | হ্যাঁ |
পণ্য | উৎপাদনকারী | ৫% | হ্যাঁ | না |
পণ্য | উৎপাদনকারী | ৫% | না | হ্যাঁ |
পণ্য | উৎপাদনকারী | ২.৪০% | হ্যাঁ | না |
পণ্য | উৎপাদনকারী | ২.৪০% | না | হ্যাঁ |
পণ্য | উৎপাদনকারী | সুনির্দিষ্ট কর | হ্যাঁ | না |
পণ্য | উৎপাদনকারী | সুনির্দিষ্ট কর | না | হ্যাঁ |
(আ) উৎপাদনকারী ছাড়া অন্য সরবরাহকারী কর্তৃক পণ্য সরবরাহ
উৎপাদনকারী ছাড়া অন্য সরবরাহকারী যদি ফরম মূসক-৬.৩ (কর চালানপত্র) এর মাধ্যমে ১৫ (পনেরো) শতাংশ মূসক হার উল্লেখপূর্বক পণ্য সরবরাহ করিলে উৎসে মূসক কর্তন করিতে হইবে না। তবে শর্ত থাকে যে, উক্ত ক্ষেত্রে সরবরাহকারী কর্তৃক মূসক সম্মাননাপত্র (মূসক ১৮.৫) বা ভ্যাট সার্টিফিকেট সরবরাহ গ্রহীতার নিকট দাখিল করিতে হইবে।
অর্থাৎ আপনি যদি উৎপাদনকারী ছাড়া অন্য সরবরাহকারী এর কাছ থেকে পণ্য ক্রয় করে থাকেন এবং উক্ত সরবরাহকারী যদি পণ্য মূসক ৬.৩ এর মাধ্যমে ১৫ (পনেরো) শতাংশ মূসক হার উল্লেখপূর্বক সরবরাহ করে থাকে, তাহলে উৎসে মূসক কর্তন করতে হবে না। অন্যান্য যে কোন ক্ষেত্রেই উৎসে মূসক কর্তন করতে হবে। উৎপাদনকারী ছাড়া অন্য সরবরাহকারী এর কাছ থেকে পণ্য কেনার সময় প্রযোজ্য উৎসে মূসক কর্তনের হার সম্পর্কে বিস্তারিত নিচে টেবিলে দেয়া হলঃ
সরবরাহের ধরন | সরবরাহকারী | চালান অনুযায়ী ভ্যাট হার | মূসক-৬.৩ (কর চালানপত্র) | মূসক সম্মাননাপত্র/ ভ্যাট সার্টিফিকেট | উৎসে মূসক কর্তন |
পণ্য | উৎপাদনকারী ছাড়া অন্য সরবরাহকারী | ১৫% | হ্যাঁ | হ্যাঁ | না |
পণ্য | উৎপাদনকারী ছাড়া অন্য সরবরাহকারী | ১৫% | হ্যাঁ | না | হ্যাঁ |
পণ্য | উৎপাদনকারী ছাড়া অন্য সরবরাহকারী | ১৫% | না | না | হ্যাঁ |
পণ্য | উৎপাদনকারী ছাড়া অন্য সরবরাহকারী | ১০% | হ্যাঁ / না | হ্যাঁ / না | হ্যাঁ |
পণ্য | উৎপাদনকারী ছাড়া অন্য সরবরাহকারী | ৭.৫০% | হ্যাঁ / না | হ্যাঁ / না | হ্যাঁ |
পণ্য | উৎপাদনকারী ছাড়া অন্য সরবরাহকারী | ৫% | হ্যাঁ / না | হ্যাঁ / না | হ্যাঁ |
পণ্য | উৎপাদনকারী ছাড়া অন্য সরবরাহকারী | ২.৪০% | হ্যাঁ / না | হ্যাঁ / না | হ্যাঁ |
পণ্য | উৎপাদনকারী ছাড়া অন্য সরবরাহকারী | সুনির্দিষ্ট কর | হ্যাঁ / না | হ্যাঁ / না | হ্যাঁ |
(ii) সেবার ক্ষেত্রে উৎসে মূসক কর্তন
(অ) ৪৩টি সেবার ক্ষেত্রে বাধ্যতামূলক উৎসে মূসক কর্তন
উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, ২০২১ এর বিধি ৩ অনুযায়ী ৪৩টি সেবার ক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে উৎসে মূসক কর্তন করতে হবে। এখানে উল্লেখ্য যে এই ৪৩ টা সেবার ক্ষেত্রে মূসক ৬.৩ এর মাধ্যমে সেবা সরবরাহ করা হোক বা না হোক বাধ্যতামূলকভাবে উৎসে মূসক কর্তন করতে হবে।
বাধ্যতামূলকভাবে উৎসে মূসক কর্তন প্রযোজ্য এমন ৪৩টি সেবা হলঃ
ক্রম. নং | সেবার কোড | সেবার বিবরণ | মূসক উৎসে কর্তনের হার |
১ | S০০১.১০ | এসি হোটেল | ১৫% |
S০০১.১০ | নন এসি হোটেল | ৭.৫০% | |
S০০১.২০ | রেস্তোরাঁ (বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের তালিকাভুক্ত তিন তারকা বা তদূর্ধ্ব মানের আবাসিক হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট, মদের বার সম্বলিত হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট এবং মদের বার আছে এমন রেস্টুরেন্ট ব্যতীত) | ৭.৫০% | |
২ | S০০২.০০ | ডেকোরেটর্স ও ক্যাটারার্স | ১৫% |
৩ | S০০৩.১০ | মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ | ১০% |
৪ | S০০৩.২০ | ডকইয়ার্ড | ১০% |
৫ | S০০৪.০০ | নির্মাণ সংস্থা | ৭.৫০% |
৬ | S০০৭.০০ | বিজ্ঞাপনী সংস্থা | ১৫% |
৭ | S০০৮.১০ | ছাপাখানা | ১০% |
৮ | S০০৯.০০ | নিলামকারী সংস্থা | ১৫% |
৯ | So১০.১০ | ভূমি উন্নয়ন সংস্থা | ২% |
১০ | So১০.২০ | ভবন নির্মাণ সংস্থা – (ক) ১-১৬০০ বর্গফুট পর্যন্ত | ২% |
ভবন নির্মাণ সংস্থা – (খ) ১৬০১ বর্গফুট হইতে তদুর্ধ্ব | ৪.৫০% | ||
ভবন নির্মাণ সংস্থা – (গ) যে কোন সাইজের পুনঃ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে | ২% | ||
১১ | S০১৪.০০ | ইন্ডেন্টিং সংস্থা | ৫% |
১২ | S০১৫.১০ | ফ্রেইট ফরোয়ার্ডার্স | ১৫% |
১৩ | S০২০.০০ | জরিপ সংস্থা | ১৫% |
১৪ | S০২১.০০ | প্ল্যান্ট বা মূলধনী যন্ত্রপাতি ভাড়া প্রদানকারী সংস্থা | ১৫% |
১৫ | S০২৪.০০ | আসবাবপত্রের বিপণন কেন্দ্ৰ – (ক) আসবাবপত্রের উৎপাদক (উৎপাদক কারখানা হইতে সরাসরি ভোক্তার নিকট সরবরাহ করিলে মূসক ১৫%) | ৭.৫০% |
আসবাবপত্রের বিপণন কেন্দ্ৰ – (খ) বিপণন পর্যায়ে (শো-রুম) (উৎপাদন পর্যায়ে ৭.৫% হারে মূসক পরিশোধের চালানপত্র থাকা সাপেক্ষে অন্যথায়, ১৫%) | ৭.৫০% | ||
১৬ | S০২৮.০০ | কুরিয়ার (Courier) ও এক্সপ্রেস মেইল সার্ভিস | ১৫% |
১৭ | S০৩১.০০ | পণের বিনিময়ে করযোগ্য পণ্য মেরামত বা সার্ভিসিং-এর কাজে নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা | ১০% |
১৮ | S০৩২.০০ | কনসালটেন্সি ফার্ম ও সুপারভাইজরি ফার্ম | ১৫% |
১৯ | S০৩৩.০০ | ইজারাদার | ১৫% |
২০ | S০৩৪.০০ | অডিট এন্ড একাউন্টিং ফার্ম | ১৫% |
২১ | S০৩৭.০০ | যোগানদার (Procurement Provider) | ৭.৫০% |
২২ | S০৪০.০০ | সিকিউরিটি সার্ভিস | ১৫% |
২৩ | S০৪৩.০০ | টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সররাহকারী | ১৫% |
২৪ | So৪৫.০০ | আইন পরামর্শক | ১৫% |
২৫ | So৪৮.০০ | পরিবহন ঠিকাদার – (ক) পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনের ক্ষেত্রে | ৫% |
২৫ | So৪৮.০০ | পরিবহন ঠিকাদার – (খ) অন্যান্য পণ্য পরিবহনের ক্ষেত্রে | ১০% |
২৬ | So৪৯.০০ | যানবাহন ভাড়া প্রদানকারী | ১৫% |
২৭ | S০৫০.১০ | আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার বা ইন্টেরিয়র ডেকোরেটর | ১৫% |
২৮ | S০৫০.২০ | গ্রাফিক ডিজাইনার | ১৫% |
২৯ | S০৫১.০০ | ইঞ্জিনিয়ারিং ফার্ম | ১৫% |
৩০ | S০৫২.০০ | শব্দ ও আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী | ১৫% |
৩১ | S০৫৩.০০ | বোর্ড সভায় যোগদানকারী | ১০% |
৩২ | S০৫৪.০০ | উপগ্রহ চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারকারী | ১৫% |
৩৩ | S০৫৮.০০ | চার্টার্ড বিমান বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী | ১৫% |
৩৪ | S০৬০.০০ | নিলামকৃত পণ্যের ক্রেতা | ১৫% |
৩৫ | S০৬৫.০০ | ভবন, মেঝে ও অংগন পরিস্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা | ১০% |
৩৬ | S০৬৬.০০ | লটারির টিকিট বিক্রয়কারী | ১৫% |
৩৭ | S০৬৭.০০ | ইমিগ্রেশন উপদেষ্টা | ১৫% |
৩৮ | S০৭১.০০ | অনুষ্ঠান আয়োজক | ১৫% |
৩৯ | S০৭২.০০ | মানব সম্পদ সরবরাহ বা ব্যবস্থাপনা প্ৰতিষ্ঠান | ১৫% |
৪০ | S০৯৯.১০ | তথ্য-প্রযুক্তি নির্ভর সেবা (Information Technology Enabled Services) | ৫% |
৪১ | S০৯৯.২০ | অন্যান্য বিবিধ সেবা | ১৫% |
৪২ | S০৯৯.৩০ | স্পন্সরশীপ সেবা (Sponsorship Services) | ১৫% |
৪৩ | S০৯৯.৫০ | ক্রেডিট রেটিং এজেন্সি | ৭.৫০% |
(আ) ৪৩টি সেবা ছাড়া অন্যান্য ক্ষেত্রে উৎসে মূসক কর্তন প্রযোজ্য নয়
উপরে উল্লেখিত ৪৩ টি সেবা ছাড়া অন্যান্য সকল ধরনের সেবার ক্ষেত্রে উৎসে মূসক কর্তন প্রযোজ্য হবে না। উৎসে মূসক কর্তন প্রযোজ্য হয় না এমন সেবার কয়েকটি উদাহরণ নিচে দেয়া হলঃ
ক্রম. নং | সেবার কোড | সেবার বিবরণ | মূসক হার % | উৎসে মূসক কর্তন |
১ | S০১২.১৪ | ইন্টারনেট সংস্থা | ৫% | না |
২ | S০২৬.০০ | স্বর্ণকার ও রৌপ্যকার এবং স্বর্ণের ও রৌপ্যের দোকানদার এবং স্বর্ণ পাকাকারী | ৫% | না |
৩ | S০৫৭.০০ | বিদ্যুৎ বিতরণকারী | ৫% | না |
৪ | S০৬৯.০০ | ইংলিশ মিডিয়াম স্কুল | ৫% | না |
৫ | S০৮০.০০ | রাইড শেয়ারিং | ৫% | না |
৬ | S০৯৯.৬০ | অনলাইনে পণ্য বিক্রয় | ৫% | না |
৭ | S০৬৪.২০ | পিকনিক স্পট, শ্যুটিং স্পট ও পর্যটন স্থান বা স্থাপনা | ৭.৫০% | না |
৮ | S০৭৮.০০ | তৈরি পোশাক বিপণন – (ক) নিজস্ব ব্রান্ড সংবলিত তৈরি পোশাক বিপণন | ৭.৫০% | না |
তৈরি পোশাক বিপণন – (খ) নিজস্ব ব্রান্ড ব্যতীত তৈরি পোশাক বিপণন | ৭.৫০% | না | ||
৯ | S০৩৬.২০ | শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকূল নৌযান সার্ভিস | ১০% | না |
১০ | S০১৩.০০ | যান্ত্রিক লন্ড্রি | ১০% | না |
১১ | S০১৮.০০ | চলচ্চিত্র স্টুডিও | ১০% | না |
১২ | S০২৩.১০ | চলচ্চিত্র প্রদর্শক (প্রেক্ষাগৃহ) | ১০% | না |
১৩ | S০২৩.২০ | চলচ্চিত্র পরিবেশক | ১০% | না |
১৪ | S০৪২.০০ | স্বয়ংক্রিয় বা যন্ত্রচালিত করাতকল | ১০% | না |
১৫ | S০৪৭.০০ | খেলাধুলা আয়োজক | ১০% | না |
১৬ | S০৬৩.০০ | টেইলারিং সপ ও টেইলার্স | ১০% | না |
১৭ | S০৭৬.০০ | সামাজিক ও খেলাধুলা বিষয়ক ক্লাব | ১০% | না |
১৮ | S০১২.২০ | সিম কার্ড বা e-SIM সরবরাহকারী | ১০% | না |
(ই) রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রত্যয়িত ফরম মূসক-৬.৩ এর ক্ষেত্রে উৎসে মূসক কর্তন
উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, ২০২১ এর বিধি ৫ (৬) ও ৫ (৭) অনুযায়ী নীচে তালিকাভুক্ত তিনটি সেবার ক্ষেত্রে রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রত্যয়িত ফরম মূসক-৬.৩ প্রদান করিলে উৎসে মূসক কর্তন করিতে হইবে না ।
- বিজ্ঞাপনী সংস্থা;
- টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান শীর্ষক সেবা প্রদানকারী; ও
- আসবাবপত্রের উৎপাদক – ১৫ (পনেরো) শতাংশ হারে ফরম মূসক-৬.৩ প্রদান করিলে
(ঈ) পরিষেবার বিল এর ক্ষেত্রে উৎসে মূসক কর্তন
উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, ২০২১ এর বিধি ৫ (৩) অনুযায়ী জ্বালানি তেল, গ্যাস, পানি (ওয়াসা), বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল ফোন পরিষেবার বিল পরিশোধের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না।
(উ) সাব-কন্ট্রাক্টর বিল এর ক্ষেত্রে উৎসে মূসক কর্তন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা ৪৯(৫) অনুযায়ী, কোন প্রকল্পের আওতায় কোন সেবা গ্রহণকারী কর্তৃক প্রদেয় মূল্য সংযোজন কর যদি সেবা গ্রহণকারী বা, ক্ষেত্রমত, সেবার মূল্য বা কমিশন পরিশোধকারী ব্যক্তি সেবার মূল্য বা কমিশন পরিশোধকালে নির্ধারিত পদ্ধতিতে উৎসে আদায় বা কর্তনপূর্বক সরকারি ট্রেজারিতে জমা করেন এবং উক্ত সেবা সরবরাহকারী ব্যক্তি কর্তৃক উক্ত সমুদয় সেবার অংশবিশেষ সরবরাহের লক্ষ্যে কোন সাব-কন্ট্রাক্টর, এজেন্ট বা অন্যকোন সেবা সরবরাহকারী ব্যক্তিকে নিয়োগ করেন, সেইক্ষেত্রে উক্ত সেবা সরবরাহকারীর সাব-কন্ট্রাক্টর, এজেন্ট বা নিয়োগকৃত অন্যকোন সেবা সরবরাহকারী ব্যক্তির নিকট হইতে, উক্ত সেবার উপর প্রাথমিক পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর আদায় বা কর্তন এবং সরকারি ট্রেজারিতে জমা প্রদানের দালিলিক প্রমাণাদি উপস্থাপন সাপেক্ষে মূল্য সংযোজন কর এই ক্ষেত্রে প্রযোজ্য হইবে না বিধায় পুনরায় উৎসে মূল্য সংযোজন কর আদায় করা যাইবে না; তবে, প্রকল্পের আওতায় পণ্য ক্রয়ের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হইবে না।
EFD বা SDC রিসিট এর ক্ষেত্রে উৎসে মূসক কর্তন
Electronic Fiscal Device (EFD) / Sales Data Controller (SDC) হইতে ইস্যূকৃত মূসক চালানপত্রে (ফিসক্যাল রিসিট) সরবরাহ গ্রহীতার নাম ও নিবন্ধন নম্বর উল্লেখ থাকা সাপেক্ষে উৎসে মূসক কর্তন করিতে হইবে না।
ভ্যাট অব্যাহতি প্রাপ্ত পণ্য বা সেবা এর ক্ষেত্রে উৎসে মূসক কর্তন
উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, ২০২১ এর বিধি ৫ (৪) অনুযায়ী আইনের প্রথম তফসিলে উল্লিখিত পণ্য বা সেবা বা উভয়ই সরবরাহের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না।
উপসংহার - ভ্যাট কর্তনের হার ২০২৪-২০২৫
পণ্য ক্রয়ের ক্ষেত্রে, আপনি যদি সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে মূসক-৬.৩ এর মাধ্যমে সহ পণ্য ক্রয় করে থাকেন তবে উৎসে মূসক কর্তনের প্রয়োজন নেই৷ তবে, আপনি যদি একজন সরবরাহকারীর নিকট থেকে পণ্য ক্রয় করেন তবে কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণত উৎসে মূসক কর্তনের প্রয়োজন হয়।
সেবা এর ক্ষেত্রে উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, ২০২১ অনুযায়ী ৪৩টি নির্দিষ্ট সেবা এর জন্য বাধ্যতামূলকভাবে উৎসে মূসক কর্তন ভ্যাট কর্তন করিতে হইবে ৷ তবে, ইউটিলিটি পরিষেবাগুলির (জ্বালানি তেল, গ্যাস, পানি (ওয়াসা), বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল ফোন) জন্য ভ্যাট কর্তন প্রযোজ্য নয়৷
ভ্যাট কর্তনের হার ২০২৪-২০২৫ - রেফারেন্স / উৎস
Share on –