মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬
বিধি ২ দফা (গ) - টার্নওভার কর সনদপত্র
“টার্নওভার কর সনদপত্র” অর্থ ধারা ১০ এর উপ-ধারা (২), বা ধারা ১২ এর অধীন কোনো তালিকাভুক্ত ব্যক্তির অনুকূলে ১ [ বিভাগীয় কর্মকর্তা ] কর্তৃক জারিকৃত টার্নওভার কর সনদপত্র;
১ এস.আর.ও. নং-১৩৫-আইন/২০২৩/২১২-মূসক, তারিখ: ২১ মে ২০২৩ দ্বারা “কমিশনার ” শব্দের পরিবর্তে “বিভাগীয় কর্মকর্তা” প্রতিস্থাপিত ।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।