Tax VAT Point

ভ্যাট আইন ২০১২ ও ভ্যাট বিধিমালা ২০১৬

ভ্যাট আইন ২০১২ ও ভ্যাট বিধিমালা ২০১৬

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থা মূলত মূল্য সংযোজন কর ও সম্পূরক আইন ২০১২ দিয়ে পরিচালিত হয়। যদিও আইনটি ২০১২ সালে মহান সংসদে পাশ হয় তথাপি ইহা ২০১৯ সালের পহেলা জুলাই থেকে বাংলাদেশে পুরোদমে কার্যকর হয়। ভ্যাট আইনে মোট ১৮ টি অধ্যায়  এবং ১৩৯ টি ধারা রয়েছে। এই আইন ভ্যাট আইন ২০১২ নামেও পরিচিত। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ মূলত বাংলাদেশ কিভাবে ভ্যাট আহরণ করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করে।

ভ্যাট বিধিমালা ২০১৬

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়ন করার জন্য প্রধান কর্তৃপক্ষ হল জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাস্তবায়ন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড ২০১৬ সালের ০৩ নভেম্বর ২০১৬ খ্রিস্টাব্দ একটি প্রজ্ঞাপন জারি করে, যা পরবর্তীতে সময় সময়ে আপডেট করা হয়েছে। উক্ত প্রজ্ঞাপন মূল্য সংযোজন কর ও সম্পূরক বিধিমালা ২০১৬ নামে পরিচিত। যাহা ভ্যাট বিধিমালা নামেও পরিচিত। ভ্যাট বিধিমালা এ মোট ১১৯ টি বিধি রয়েছে। ভ্যাট বিধিমালা এ মূলত ভ্যাট আইন কিভাবে প্রয়োগ করা হবে তার একটি বিস্তারিত বর্ণনা রয়েছে।

ভ্যাট আইনের সাথে ভ্যাট বিধির সংশ্লিষ্টতা

ভ্যাট আইন ২০১২ ও ভ্যাট বিধিমালা ২০১৬ – কেউ যদি ভ্যাট আইন সম্পর্কে জানতে চাই তাহলে তাকে অবশ্যই মূল্য সংযোজন কর ও সম্পূরক আইন ২০১২ সম্পর্কে জানতে হবে। আর মূল্য সংযোজন কর ও সম্পূরক আইন ২০১২ সম্পর্কে বিস্তারিত জানার জন্য তাকে অবশ্যই ভ্যাট বিধিমালা সম্পর্কে জানতে হবে। ভ্যাট বিধিমালা হলো মূলত ভ্যাট আইনের প্রয়োগিক দিকের বিশ্লেষণ।

আপনি যদি ভ্যাট সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে ভ্যাট আইনের কোন ধারার সাথে কোন বিধি সংশ্লিষ্ট বা সম্পর্কিত। আর এই সম্পর্কে আপনাকে সহযোগিতা করার জন্য আমরা এই ব্লক পোস্টে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। যেখানে আপনি সহজে জানতে পারবেন আইনের কোন ধারার সাথে কোন বিধি পড়তে হবে বা জানতে হবে।

ভ্যাট আইনের ধারা ও ভ্যাট বিধিমালা সমূহ (ভ্যাট আইন ২০১২ ও ভ্যাট বিধিমালা ২০১৬)

ধারাধারার শিরোনামবিধিবিধির শিরোনাম
সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তনসংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
সংজ্ঞাসংজ্ঞা
আইনের প্রাধান্য           –                                 –  
মূসক নিবন্ধনযোগ্য ব্যক্তি           –                                 –  
নিবন্ধননিবন্ধন বা তালিকাভুক্তির সীমা নির্ধারণ
মূসক নিবন্ধন পদ্ধতিনিবন্ধনের আবেদন ও নিবন্ধন প্রদান
নিবন্ধিত ব্যক্তিবর্গের তালিকা প্রকাশ ও সংরক্ষণ১০নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিবর্গের তালিকা
স্বেচ্ছা মূসক নিবন্ধনস্বেচ্ছা নিবন্ধন
মূসক নিবন্ধন বাতিলমূসক নিবন্ধন বাতিল
১০তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি ও তালিকাভুক্তিতালিকাভুক্তির আবেদন ও তালিকাভুক্তিকরণ
১১তালিকাভুক্তি বাতিলটার্নওভার কর তালিকাভুক্তি বাতিল
১২[***] স্ব-উদ্যোগে নিবন্ধনযোগ্য ও তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিকে নিবন্ধন বা তালিকাভুক্তিকরণবিভাগীয় কর্মকর্তা কর্তৃক স্ব-উদ্যোগে নিবন্ধিত বা তালিকাভুক্তিকরণ
১৩সনদপত্র প্রদর্শনে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির দায়িত্ব১১ব্যবসায় সনাক্তকরণ সংখ্যার ব্যবহার
১৪পরিবর্তিত তথ্য অবহিতকরণে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির দায়িত্ব১২পরিবর্তিত তথ্য অবহিতকরণ
১৩ব্যবসায়ের স্থান পরিবর্তন
১৪নিবন্ধন সনদপত্র বা তালিকাভুক্তিপত্রের নকল
১৫ক্রান্তিকালীন নিবন্ধন বা তালিকাভুক্তি
১৫মূসক আরোপ           –                                 –  
১৬মূল্য সংযোজন কর পরিশোধে দায়ী ব্যক্তি           –                                 –  
১৭বাংলাদেশে প্রদত্ত সরবরাহ           –                                 –  
১৮নিবন্ধিত সরবরাহকারী এবং সরবরাহগ্রহীতা           –                                 –  
১৯অনাবাসিক ব্যক্তির মূসক এজেন্ট১৬মুসক এজেন্ট নিয়োগ, ইত্যাদি
১৭মূসক এজেন্ট মনোনয়ন
২০আমদানিকৃত সেবার ক্ষেত্রে গ্রহীতার নিকট হইতে (reverse charged) কর আদায়           –                                 –  
২১শূন্যহার বিশিষ্ট সরবরাহ           –                                 –  
২২বাংলাদেশের বাহিরে অবস্থিত ভূমি           –                                 –  
২৩রপ্তানির নিমিত্ত পণ্য সরবরাহ১৮কআন্তর্জাতিক দরপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রায় পণ্য সরবরাহ বা সেবা প্রদান
১৮খঅভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে পণ্য বা সেবা সরবরাহ
১৮গপশ্চাদ সংযোগ শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য বা সেবা সরবরাহ
২৪শূন্যহার বিশিষ্ট সেবা সরবরাহ           –                                 –  
২৫ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটর১৮ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটর
২৬অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ বা অব্যাহতিপ্রাপ্ত আমদানি           –                                 –  
২৭করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক আদায় পদ্ধতি           –                                 –  
২৮করযোগ্য আমদানির মূসক আরোপযোগ্য ভিত্তিমূল্য নির্ধারণ           –                                 –  
২৯পুনঃআমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণ           –                                 –  
৩০রপ্তানির নিমিত্ত আমদানি           –                                 –  
৩১আমদানিকালে আগাম কর পরিশোধ ও সমন্বয়১৯আমদানি পর্যায়ে পরিশোধিত আগাম কর সমন্বয় ও ফেরত
৩২করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ২০পণবিহীন করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ
২১উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা
৩২কবোর্ড কর্তৃক ব্যাখ্যা প্রদান১১৮কআদেশ, বিজ্ঞপ্তি, ব্যাখ্যা, পরিপত্র, স্পষ্টিকরণ ইত্যাদি জারির ক্ষমতা
৩৩করযোগ্য সরবরাহের উপর মূসক প্রদানকাল           –                                 –  
৩৪আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহ           –                                 –  
৩৫একই চালানে একাধিক ধরনের পণ্য ও সেবা সরবরাহ           –                                 –  
৩৬চলমান ব্যবসা হিসাবে প্রতিষ্ঠান বিক্রয়২২চলমান ব্যবসা বিক্রয়ের পদ্ধতি
৩৭অধিকার (rights), ভবিষ্য ক্রয় বা বিক্রয়ের অধিকার (option) এবং ভাউচার           –                                 –  
৩৮আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ দ্রব্য বা সেবা সরবরাহ২৩আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ সেবা গ্রহণকারী বা দ্রব্য ব্যবহারকারী ব্যক্তি কর্তৃক রেয়াত গ্রহণ পদ্ধতি
৩৯লটারী, লাকী ড্র, হাউজি, র‌্যাফেল ড্র এবং অনুরূপ উদ্যোগ           –                                 –  
৪০কর্মচারী বা কর্মকর্তাকে নগদ অর্থের পরিবর্তে দ্রব্যের মাধ্যমে প্রদত্ত সুবিধার মূল্য           –                                 –  
৪১কিস্তিতে পণ্য বিক্রয়           –                                 –  
৪২বাতিলকৃত লেনদেন           –                                 –  
৪৩ঋণ পরিশোধে সম্পত্তি বিক্রয়২৪অনিবন্ধিত পাওনাদার কর্তৃক ঋণ পরিশোধে সম্পত্তি বিক্রয়ের পদ্ধতি
        –                                             –  ২৪কঅব্যবহৃত বা ব্যবহারের অনুপযোগী উপকরণের নিষ্পত্তিকরণ
        –                                             –  ২৪খদুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত পণ্যের নিষ্পত্তিকরণ
        –                                             –  ২৪গবর্জ্য (ওয়েস্ট) বা উপজাত (বাই-প্রোডাক্ট) পণ্যের সরবরাহ ও নিষ্পত্তিকরণ
৪৪বিক্রয় যন্ত্র           –                                 –  
৪৫সরবরাহের উপর প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি২৫কর পরিশোধ পদ্ধতি
৪৬উপকরণ কর রেয়াত           –                                 –  
৪৭আংশিক উপকরণ কর রেয়াত২৬আংশিক উপকরণ কর রেয়াত গ্রহণ
৪৮সমন্বয়২৭সমন্বয় ঘটনা প্রবাহের ক্ষেত্রে সরবরাহোত্তর সমন্বয় পদ্ধতি
২৮অনাদায়ী পণের জন্য সরবরাহোত্তর সমন্বয়
২৯ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থ পরিশোধ না করার কারণে সমন্বয়
৩০ব্যক্তিগত উদ্দেশ্যে ( private purposes) ব্যবহৃত সম্পদের ক্ষেত্রে সমন্বয়
৩১নিবন্ধিত হওয়ার ক্ষেত্রে উপকরণ কর ও মূসক সমন্বয়
৩২নিবন্ধন বাতিলের পরিপ্রেক্ষিতে সমন্বয়
৩৩পুনঃবিক্রয়ের জন্য ক্রীত ব্যবহৃত (second hand) পণ্যের ক্ষেত্রে সমন্বয়
৩৪বীমা সংক্রান্ত সমন্বয়
৩৫লটারি, লাকি-ড্র, র‍্যাফল ড্র, হাউজি এবং অনুরূপ কার্যক্রমের ক্ষেত্রে সমন্বয়
৩৬করহার পরিবর্তনের ক্ষেত্রে সমন্বয়
৪৯উৎসে কর কর্তনকারী সত্তা কর্তৃক উৎসে কর কর্তন ও বৃদ্ধিকারী সমন্বয়৩৭অনিবন্ধিত সরবরাহ গ্রহীতা কর্তৃক উৎসে কর্তিত মূল্য সংযোজন কর পরিশোধ
৩৮হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক অনিবন্ধিত সরবরাহ গ্রহীতার পক্ষে উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও পরিশোধ
৫০উৎসে কর কর্তনের পর সরবরাহকারী কর্তৃক হ্রাসকারী সমন্বয়৩৯উৎসে কর্তনের পর সরবরাহকারী কর্তৃক হ্রাসকারী সমন্বয়
৫১কর চালানপত্র৪০মূল্য সংযোজন কর হিসাবরক্ষণ
৫২ক্রেডিট নোট এবং ডেবিট নোট
৫৩উৎসে কর কর্তন সনদপত্র
৫৪কর দলিলাদি সংক্রান্ত অন্যান্য বিধান৪২ক্রয়-বিক্রয়ের তথ্য দাখিল
৪৩প্রতিনিধি কর্তৃক জারিকৃত অথবা প্রতিনিধি বরাবর জারিকৃত দলিল
৪৪প্রতিলিপি সংক্রান্ত বাধা নিষেধ
৫৫সম্পূরক শুল্ক আরোপ           –                                 –  
৫৬সম্পূরক শুল্ক পরিশোধে দায়ী ব্যক্তি           –                                 –  
৫৭সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য           –                                 –  
৫৮তামাক এবং এ্যালকোহলযুক্ত পণ্যের ক্ষেত্রে বিশেষ পরিকল্প (special scheme)           –                                 –  
৫৯আমদানির উপর সম্পূরক শুল্ক আদায়           –                                 –  
৬০সরবরাহের উপর সম্পূরক শুল্ক আদায়           –                                 –  
৬১সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের অনুমিত সরবরাহ           –                                 –  
৬২সম্পূরক শুল্কের নিমিত্ত হ্রাসকারী সমন্বয়৪৫রপ্তানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক সমন্বয়
৬৩টার্নওভার কর আরোপ ও আদায়৪১টার্নওভার কর হিসাবরক্ষণ
৪৬টার্নওভার কর আদায়
৬৪দাখিলপত্র পেশ৪৭দাখিলপত্র পেশ
৫১ডাক বা বাহক মারফত দাখিলপত্র দাখিলের ক্ষেত্রে সময় গণনা
৬৫বিলম্বে দাখিলপত্র পেশ৪৮বিলম্বে দাখিলপত্র পেশের পদ্ধতি
৬৬দাখিলপত্রে সংশোধন৪৯দাখিলপত্র সংশোধন
৬৭পূর্ণ, অতিরিক্ত বা বিকল্প দাখিলপত্র পেশ৫০পূর্ণ, অতিরিক্ত অথবা বিকল্প দাখিলপত্র
৬৮ঋণাত্নক নীট অর্থ জের টানা ও ফেরত প্রদান৫২ফেরত প্রদান
৬৯ঋণাত্মক নীট পরিমাণ অর্থ জের টানা ব্যতিরেকে ফেরৎ প্রদান
৭০ফেরৎ প্রদত্ত অর্থের প্রয়োগ৫৪ফেরত প্রদত্ত অর্থের প্রয়োগ
৭১কূটনৈতিক এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত কর ফেরত প্রদান৫৫কূটনৈতিক এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত কর ফেরত প্রদান
৭২অতিরিক্ত পরিশোধিত কর সমন্বয় বা ফেরত প্রদান       –                         –  
     –                                 –  ৫৬বৈদেশিক পর্যটকদের কর ফেরত
     –                                 –  ৫৭বৈদেশিক পর্যটকদের মূসক ফেরত সনদ জারির লক্ষ্যে নিবন্ধিত ব্যক্তি নির্বাচন
৭৩কর নির্ধারণ৫৭ককর নির্ধারণ পদ্ধতি
৭৪সরবরাহ গ্রহীতার মিথ্যা ঘোষণা       –                         –  
৭৫সরবরাহকারীর মিথ্যা বর্ণনা       –                         –  
৭৬কর সুবিধা প্রদান ও রদকরণ (negation)৫৮বিশেষ পরিকল্প (scheme) হইতে কর সুবিধা রদকরণ (negation)
৭৭কর নির্ধারণী নোটিশের গ্রহণযোগ্যতা       –                         –  
৭৮মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ এবং উহার কর্মকর্তা       –                         –  
৭৯মূসক কর্তৃপক্ষের দায়িত্ব এবং কর্তব্য       –                         –  
৮০মূসক কর্মকর্তার আদেশ বা সিদ্ধান্ত সংশোধনে বোর্ডের ক্ষমতা৫৯মুসক কর্মকর্তার আদেশ বা সিদ্ধান্ত সংশোধনে বোর্ডের ক্ষমতা
৮১ক্ষমতা অর্পণ       –                         –  
৮২মূসক কর্মকর্তাকে সহায়তা প্রদান       –                         –  
৮৩মূসক কর্মকর্তার প্রবেশ ও তল্লাশির ক্ষমতা৬০মূসক কর্মকর্তার প্রবেশ ও তল্লাশির ক্ষমতা
৮৪পণ্য জব্দকরণ ও উহার নিষ্পত্তি৬১রেকর্ড, দলিলপত্র, পণ্য বা পণ্যবাহী যান জব্দকরণ
৬২জব্দকৃত রেকর্ড ও দলিলপত্র ফেরত প্রদান
৬৩জব্দকৃত পণ্য ও পণ্যবাহী যান ছাড় প্রদান
৮৫[ব্যর্থতা, অনিয়ম বা কর ফাঁকির ক্ষেত্রে] জরিমানা আরোপ৬৫জরিমানা আরোপের পদ্ধতি
৮৬ন্যায় নির্ণয়ার্থ (adjudication) কার্যধারা গ্রহণে মূসক কর্মকর্তাগণের আর্থিক সীমা           –                                 –  
৮৭সমন প্রেরণ           –                                 –  
৮৮কাস্টমস কর্মকর্তাগণের দায়িত্ব এবং ক্ষমতা           –                                 –  
৮৯গোপনীয়তা           –                                 –  
৮৯কমূল্য সংযোজন কর আইনের ক্ষেত্রে অন্যান্য আইনের প্রয়োগ           –                                 –  
৯০করদাতার অর্থনৈতিক কার্যক্রম নিরীক্ষা এবং অনুসন্ধান৬৬ককরদাতার কর সংশ্লিষ্ট কার্যক্রম নিরীক্ষা
৯০কবার্ষিক নিরীক্ষিত আর্থিক বিবরণী দাখিল           –                                 –  
৯১মূসক কর্মকর্তাগণের ক্ষমতা           –                                 –  
৯২তত্ত্বাবধানাধীন সরবরাহ, পর্যবেক্ষণ ও নজরদারী৬৬তত্ত্বাবধানাধীন সরবরাহ, পর্যবেক্ষণ ও নজরদারি
৯৩একাধিক দাপ্তরিক নিরীক্ষা           –                                 –  
৯৪বিশেষ নিরীক্ষা৬৭বিশেষ নিরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নিরীক্ষক নিয়োগ
৯৫বকেয়া কর আদায়৬৪ব্যাংক হিসাব অপরিচালনযোগ্য (freeze) করিবার ক্ষমতা ও পদ্ধতি
৬৮বকেয়া কর আদায়ের সাধারণ পদ্ধতি
৬৯কোনো আয়কর, শুল্ক, মূসক বা আবগারি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন অর্থ হইতে কর্তন পদ্ধতি
৭০কোনো ব্যক্তি, সহযোগী বা আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক হইতে কর্তন পদ্ধতি
৭১কোনো খেলাপি করদাতার ব্যাংক হিসাব অপরিচালনযোগ্য (freeze) করিবার পদ্ধতি
৭২কোনো খেলাপি করদাতার ব্যবসায় অঙ্গন তালাবদ্ধ করিবার পদ্ধতি
৭৩কোনো খেলাপি করদাতার অস্থাবর সম্পত্তি জব্দকরণ (seizure) পদ্ধতি
৭৭সুদ, খরচ, চার্জ, ইত্যাদি
৭৯ডিক্রি স্থগিতকরণ
৮০কর্মচারীর বেতন ক্রোককরণ
৮১শেয়ার বা হস্তান্তরযোগ্য দলিল (negotiable instrument) জব্দকরণ
৮২ব্যাংক বা গণকর্মচারীর তত্ত্বাবধানে থাকা সম্পদ ক্রোক বা জব্দকরণ
৮৩কোনো যৌথ মালিকানার সম্পত্তি ক্রোক বা জব্দকরণ
৮৪সম্পত্তি ক্রোক বা জব্দকরণের পূর্বে উহার তালিকা প্রস্তুতকরণ
৮৫সম্পত্তি ক্রোক বা জব্দকরণের সময়
৮৬সম্পত্তি ক্রোক বা জব্দকরণের সীমা
৮৭সম্পত্তি ক্রোক বা জব্দকরণের জন্য উহাতে প্রবেশের ক্ষমতা
৮৮সম্পত্তি ক্রোক বা জব্দকরণের জন্য পুলিশসহ সরকারি-বেসরকারি কর্মকর্তার সহায়তা
৮৯স্থাবর সম্পত্তি ক্রোক বা অস্থাবর সম্পত্তি জব্দের ক্ষেত্রে বকেয়া আদায় কর্মকর্তার কার্যপদ্ধতি
৯০কোনো খেলাপি করদাতার ক্রোকি স্থাবর সম্পত্তি বা জব্দকৃত অস্থাবর সম্পত্তি বিক্রয় পদ্ধতি
৯১কোনো খেলাপি করদাতার ক্রোকি স্থাবর সম্পত্তি বা জব্দকৃত অস্থাবর সম্পত্তি জব্দকরণের সার্টিফিকেট প্রত্যাহার
৯২খেলাপি করদাতার কোনো জিম্মাদারের নিকট হইতে জামানত গ্রহণ
৯৬দেওয়ানী কার্যবিধির অধীন মূসক কর্মকর্তার ক্ষমতা       –                         –  
৯৭বকেয়া কর আদায়ের ক্ষেত্রে অধিক্ষেত্রের পরিবর্তন       –                         –  
৯৮আদায়কৃত অর্থ বা জামানতের বিলিবন্টন       –                         –  
৯৯খেলাপি করদাতার স্থাবর সম্পত্তির উপর সরকারের পূর্বস্বত্ব (lien) ও উহার ক্রোক৭৪কোনো খেলাপি করদাতার স্থাবর সম্পত্তি ক্রোক (attachment) পদ্ধতি
৭৫কোনো খেলাপি করদতার অস্থাবর সম্পত্তি জব্দকরণ (seizure) বা স্থাবর সম্পত্তি ক্রোকের (attachment) আদেশ জারি
৭৬খেলাপি করদাতার ব্যবসা অঙ্গন তালাবদ্ধকরণ, অস্থাবর সম্পত্তি জব্দকরণ বা স্থাবর সম্পত্তি ক্রোককরণে অসহযোগিতা বা বাধা প্রদান
৭৮যে সম্পত্তি ক্রোক বা জব্দ করা যাইবে না
১০০পণ্য জব্দকরণ, উহার বিক্রয় ও বিক্রয়লব্ধ অর্থের বিলিবন্টন৭৫কোনো খেলাপি করদতার অস্থাবর সম্পত্তি জব্দকরণ (seizure) বা স্থাবর সম্পত্তি ক্রোকের (attachment) আদেশ জারি
৭৬খেলাপি করদাতার ব্যবসা অঙ্গন তালাবদ্ধকরণ, অস্থাবর সম্পত্তি জব্দকরণ বা স্থাবর সম্পত্তি ক্রোককরণে অসহযোগিতা বা বাধা প্রদান
১০১প্রতিনিধির দায়দায়িত্ব এবং বাধ্যবাধকতা       –                         –  
১০২রিসিভারের দায়িত্ব৯৩রিসিভার কর্তৃক কর পরিশোধের পদ্ধতি
১০৩কোম্পানী বা ব্যক্তি সংঘ বা সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগের পরিচালক বা উদ্যোক্তার দায়       –                         –  
১০৪অংশীদারি কারবার বা অনিগমিত সংঘের ধারাবাহিকতা       –                         –  
১০৫করদাতার মৃত্যু বা দেউলিয়াত্ব ঘোষণা       –                         –  
১০৬বকেয়া কর কিস্তিতে পরিশোধ৯৪বকেয়া কর কিস্তিতে পরিশোধের পদ্ধতি
১০৭রেকর্ডপত্র এবং হিসাব সংরক্ষণ৯৫রেকর্ড এবং হিসাব সংরক্ষণ
১০৮ফরম, নোটিশ এবং দলিলাদির সত্যায়ন       –                         –  
১০৯নোটিশ জারি       –                         –  
১১০দলিলপত্রের বৈধতা       –                         –  
১১১মূসক নিবন্ধন বা টার্নওভার কর সনদপত্র ও কর দলিল সংক্রান্ত অপরাধ ও দণ্ড       –                         –  
১১২মিথ্যা বা বিভ্রান্তিকর বিবৃতি বা বিবরণ প্রদানের অপরাধ ও দণ্ড       –                         –  
১১৩প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধ ও দণ্ড       –                         –  
১১৪অপরাধের তদন্ত, বিচার ও আপীল৯৬অপরাধের তদন্ত পদ্ধতি
১১৫জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত ক্ষমতা       –                         –  
১১৬কোম্পানী, ব্যক্তি সংঘ বা সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগ কর্তৃক অপরাধ সংঘটন       –                         –  
১১৭অপরাধে সহায়তাকারী       –                         –  
১১৮মামলা দায়েরের পূর্বানুমোদন       –                         –  
১১৯অপরাধের আপোষরফা৯৭অপরাধের আপোষরফার পদ্ধতি
১২০অর্থদণ্ড প্রদেয় করের অতিরিক্ত       –                         –  
১২১কমিশনার (আপীল) এর নিকট আপীল৯৮কমিশনার (আপিল) এর নিকট আপিল ও উহার নিষ্পত্তির পদ্ধতি
১২২আপীলাত ট্রাইব্যুনালে আপীল       –                         –  
১২৩কার্যধারায় সাক্ষ্য প্রমাণের দায়       –                         –  
১২৪হাইকোর্ট বিভাগে [আপিল]       –                         –  
১২৫বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তি৯৯বিকল্প বিরোধ নিষ্পত্তির পদ্ধতি
১০০সহায়তাকারীর (Facilitator) বিরুদ্ধে আপত্তি
১০১সহায়তাকারীর যোগ্যতা, নিয়োগ এবং তালিকা
১০২সহায়তাকারীর দায়িত্ব ও কর্তব্য
১০৩সহায়তাকারীর আচরণ-বিধি
১০৪স্বার্থের দ্বন্দ্ব (Conflict of Interest)
১০৫বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আবেদনকারীর অধিকার ও দায়িত্ব
১০৬মূল্য সংযোজন কর বিভাগের জন্য বিভাগীয় সহায়তাকারী মনোনয়ন
১০৭সহায়তাকারীর সম্মানী
১০৮অধিকার সংরক্ষণ
১২৬অব্যাহতি       –                         –  
১২৬কপুরস্কার ও কর্মদক্ষতা প্রণোদনা প্রদান       –                         –  
১২৭প্রদেয় করের উপর সুদ আরোপ       –                         –  
১২৭কসরকারি পাওনা অবলোপনের ক্ষমতা       –                         –  
১২৭খকতিপয় পণ্য বা সেবার ক্ষেত্রে কর পরিশোধের সময় ও পদ্ধতি নির্ধারণ       –                         –  
১২৮অনলাইনে কার্যসম্পাদন, দাখিলপত্র পেশকরণ এবং কর পরিশোধ, ইত্যাদি       –                         –  
১২৯আদালতে মামলা দায়েরের ক্ষেত্রে প্রতিবন্ধকতা       –                         –  
১২৯কসরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ       –                         –  
১৩০মূসক পরামর্শক নিয়োগ১০৯মুসক পরামর্শক লাইসেন্স প্রদান পদ্ধতি
১১০মূসক পরামর্শক লাইসেন্সের জন্য আবেদনকারীর যোগ্যতা ও অযোগ্যতা
১১১আবেদনের জন্য প্রয়োজনীয় দলিলাদি
১১৩মূসক পরামর্শকের দায়িত্ব
১১৪মূসক পরামর্শকের অপরাধ ও দন্ড
১৩১করণিক ত্রুটি, ইত্যাদির সংশোধন       –                         –  
১৩২দলিলপত্রের প্রত্যায়িত অনুলিপি১১৫দলিলপত্রের প্রত্যায়িত অনুলিপি
১৩৩মূসক ছাড়পত্র প্রদান১১৬মূসক ছাড়পত্র ও সম্মাননাপত্র প্রদানের পদ্ধতি
১১৭মুসক ছাড়পত্র ও সম্মাননাপত্রের ব্যবহার
  ১১৮মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর অধীন চলতি হিসাব (মূসক-১৮) এ স্থিত সমাপনী জের সমন্বয় 
১৩৪ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে কার্যক্রম সম্পাদন       –                         –  
১৩৫বিধি প্রণয়নের ক্ষমতা১১৮কআদেশ, বিজ্ঞপ্তি, ব্যাখ্যা, পরিপত্র, স্পষ্টিকরণ ইত্যাদি জারির ক্ষমতা
১৩৫কমূসক কর্মকর্তা ও কর্মচারীদের ইউনিফর্ম এবং ভাতা নির্ধারণ       –                         –  
      –                                 –  ১১৮খসরবরাহ প্রদান হইতে সাময়িক বিরতির ঘোষণা
      –                                 –  ১১৮গস্থানীয় পর্যায়ে মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদনে সুবিধা
১৩৬ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ       –                         –  
১৩৭রহিতকরণ ও হেফাজত১১৯রহিতকরণ ও হেফাজত
১৩৮ক্রান্তিকালীন কর হিসাব       –                         –  
১৩৯এই আইন প্রবর্তনের পর আবদ্ধ চুক্তি       –                         –  

উপসংহার - ভ্যাট আইন ২০১২ ও ভ্যাট বিধিমালা ২০১৬

ভ্যাট সম্পর্কে জানতে হলে আপনাকে ভ্যাট আইন এর পাশাপাশি ভ্যাট বিধিমালা সম্পর্কেও জানতে হবে। ভ্যাট আইনের প্রতিটি ধারার সাথে ভ্যাট বিধিমালা মিলিয়ে যদি আপনি পড়তে পারেন বা জানতে পারেন তাহলে আপনি অবশ্যই আপনি ভ্যাট ভালোভাবে শিখতে পারবেন। আমরা আশা করি,  ভ্যাট আইন ২০১২ ও ভ্যাট বিধিমালা ২০১৬ এর যে সমন্বয় আমরা এখানে দেখিয়েছি সেটা আপনাকে ভ্যাট আরো ভালোভাবে জানতে সহযোগিতা করবে।

ভ্যাট আইন ২০১২ ও ভ্যাট বিধিমালা ২০১৬ - রেফারেন্স/ উৎস

Share on – 

1 thought on “ভ্যাট আইন ২০১২ ও ভ্যাট বিধিমালা ২০১৬”

  1. Firoj Ahmed

    অসাধারণ একটি পাঠ্যছক। অনেক কৃতজ্ঞতা জানাই TAX VAY POINT কে।

    জাজাকাল্লাহ খাইরান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top