
Table of Contents
Toggleসূচনা - বাংলাদেশের ভ্যাট ফরমসমূহ
বাংলাদেশে আইনী প্রক্রিয়ার মধ্যে থেকে ব্যবসা পরিচালনা করার জন্য প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট আইনের নানাবিধ নিয়ম-কানুন অনুসরণ করতে হয়। ভ্যাট আইনের নিয়ম-কানুন মেনে চলা যেকোন ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন কমপ্লায়েন্স এর অংশ।
আপনার প্রতিষ্ঠান যদি একটি ভ্যাট নিবন্ধিত সত্তা হয় এবং পণ্য বা সেবা বিক্রয়ে নিযুক্ত হয় তবে আপনার প্রতিষ্ঠানকে পণ্য বা সেবা বিক্রয়ের সময় একটি ভ্যাট চালান (ভ্যাট.৬.৩) ইস্যু করতে হবে। এই ধরনের ভ্যাট চালান (যা সাধারনত সেল ইনভয়েস নামে পরিচিত) হল বাংলাদেশের ভ্যাট কাঠামোর অন্যতম একটি প্রধান ভ্যাট ফরম। বাংলাদেশে পণ্য বা সেবা বিক্রয়ের সময় যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট ৬.৩ ইস্যু করতে হয় ।
প্রযোজ্য ভ্যাট ফরমগুলি ইস্যু না করার ব্যর্থতা ভ্যাট আইনের অধীন নন-কমপ্লায়েন্স হিসাবে বিবেচিত হবে এবং ভ্যাট কর্তৃপক্ষ উক্ত নন-কমপ্লায়েন্স এর জন্য জরিমানা আরোপ করতে পারে। তাই প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের উচিত মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক (এসডি) আইন ২০১২ এর অধীনে বাধ্যতামূলকভাবে প্রয়োজনীয় ভ্যাট ফরমগুলি জারি করতে বাধ্য থাকা ৷
ভ্যাট আইনের অধীনে মোট কতটি ভ্যাট ফরম আছে?
২০১২ সালের মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক (এসডি) আইনের অধীনে অনেক ভ্যাট ফরম নির্ধারণ করা হয়েছে। কিছু ভ্যাট ফরম ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে আবার কিছু ফরম ভ্যাট কর্তৃপক্ষ ব্যবহার করে। বর্তমানে ভ্যাট আইনের অধীনে সর্বমোট ৭৯ টি ভ্যাট ফরম রয়েছে। এই তালিকা এক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ নয়, কারণ ভ্যাট কর্তৃপক্ষ যেকোনো সময় নতুন ফরম তালিকায় যুক্ত করতে পারে আবার বর্তমানে প্রযোজ্য যেকোনো ফরম বাতিল করতে পারে।
কোন ভ্যাট ফরম ভ্যাট আইনের কোন ধারার অধীনে বা কোন বিধির অধীনে জারি করা হয়?
একজন কমপ্লায়েন্স ভ্যাট অফিসার হিসেবে, আপনার প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য ভ্যাট ফরমগুলো ভ্যাট আইনের কোন ধারার অধীনে ইস্যু হয় তা জানা এবং ঐ নির্দিষ্ট আইনি রেফারেন্সের পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকা আপনার জন্য অপরিহার্য।
এই পোস্টে আমরা প্রতিটি পৃথক ভ্যাট ফরম (বাংলাদেশের ভ্যাট ফরমসমূহ) এর সাথে সম্পর্কিত আইনী রেফারেন্সগুলি নিচের টেবিলে আলোচনা করব যাতে আপনি সহজেই জানতে পারেন কোন ভ্যাট ফরম কোন ধারার অধীনে বা কোন বিধির অধীনে জারি করা হয়।
বর্তমানে প্রযোজ্য সবগুলো ভ্যাট ফরমের তালিকা - বাংলাদেশের ভ্যাট ফরমসমূহ
ক্রমিক নং | ফরম | বিষয় | ধারা | বিধি |
১ | মূসক – ২.১ | VAT/Turnover Tax Registration Form | ধারা ৬ এবং ১০ | বিধি ৪(১) |
২ | মূসক – ২.২ | VAT Registration Form for Non-Resident | ধারা ৬ | বিধি ৪(১) |
৩ | মূসক – ২.৩ | মূল্য সংযোজন কর নিবন্ধন সনদপত্র/ টার্নওভার কর তালিকাভুক্তি সনদপত্র | ধারা ৬ এবং ১০ | বিধি ৪(৪) এবং বিধি ৫(৪) |
৪ | মূসক – ২.৪ | মূল্য সংযোজন কর নিবন্ধন/ টার্নওভার কর তালিকাভুক্তি সাময়িক স্থগিত বা বাতিল এর আবেদনপত্র | ধারা ৯ এবং ১১ | বিধি ৮(১) এবং বিধি ৯(১) |
৫ | মূসক – ২.৫ | নিবন্ধন/ তালিকাভুক্তি পরবর্তী তথ্যের পরিবর্তন বা নূতন তথ্য সংযোজন অবহিতকরণ | ধারা ১৪ | বিধি ১২(২) |
৬ | মূসক – ৩.১ | মূসক এজেন্ট সনদপত্রের জন্য আবেদনপত্ৰ | ধারা ১৯ | বিধি ১৬(৩) এবং (৫) |
৭ | মূসক – ৩.২ | মূল্য সংযোজন কর এজেন্ট সনদপত্র | ধারা ১৯ | বিধি ১৬(৪) এবং (৫) |
৮ | মূসক – ৩.৩ | অনাবাসিক ব্যক্তি কর্তৃক মূসক এজেন্টকে ক্ষমতা অর্পণ ও তা রহিতকরণ | ধারা ১৯ | বিলুপ্ত |
৯ | মূসক – ৪.১ | আমদানি পর্যায়ে পরিশোধিত আগাম কর ফেরত প্রাপ্তির আবেদন | ধারা ৩১(৪) | বিধি ১৯(৩)(খ) |
১০ | মূসক – ৪.২ | চলমান ব্যবসায় ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে দায়-দেনা হস্তান্তরের যৌথ আবেদন | ধারা ৩৬ | বিধি ২২(১) |
১১ | মূসক – ৪.৩ | উপকরণ-উৎপাদ সহগ (Input-Output Coefficient) ঘোষণা | ধারা ৩২(৫) | বিধি ২১ |
১২ | মূসক – ৪.৪ | অব্যবহৃত বা ব্যবহার অনুপযোগী উপকরণ নিষ্পত্তির আবেদনপত্র | ধারা ৪৮ | বিধি ২৪ক(১) |
১৩ | মূসক – ৪.৫ | দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ বা ধ্বংসপ্রাপ্ত পণ্য নিষ্পত্তির আবেদনপত্র | ধারা ৪৮ | বিধি ২৪খ(১) |
১৪ | মূসক – ৪.৬ | বর্জ্য (ওয়েস্ট) বা উপজাত (বাই- প্রোডাক্ট) পণ্যের সরবরাহ ও নিষ্পত্তির আবেদনপত্র | ধারা ৪৮ | বিধি ২৪গ(১) |
১৫ | মূসক – ৬.১ | ক্রয় হিসাব পুস্তক | ধারা ৫১ | বিধি ৪০(১)(ক) এবং বিধি ৪১(ক) |
১৬ | মূসক – ৬.২ | বিক্রয় হিসাব পুস্তক | ধারা ৫১ | বিধি ৪০(১)(খ) এবং বিধি ৪১(ক) |
১৭ | মূসক – ৬.২.১ | ক্রয়-বিক্রয় হিসাব | ধারা ৫১ | বিধি ৪০(১)(খখ) এবং বিধি ৪১(ক) |
১৮ | মূসক – ৬.২.১ক | ক্রয়-বিক্রয় হিসাব (পাইকারি ব্যবসায়ী) | ধারা ৫১ | সাধারণ আদেশ নং-০৩/মূসক/২০২২ |
১৯ | মূসক – ৬.৩ | কর চালানপত্র | ধারা ৫১ | বিধি ৪০(১)(গ) এবং (চ) |
২০ | মূসক – ৬.৩ক | কর চালানপত্র (পাইকারি ব্যবসায়ী) | ধারা ৫১ | সাধারণ আদেশ নং-০৩/মূসক/২০২২ |
২১ | মূসক – ৬.৪ | চুক্তিভিত্তিক উৎপাদনের চালানপত্র | ধারা ৫১ | বিধি ৪০(১)(ঘ) |
২২ | মূসক – ৬.৫ | কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানের পণ্য স্থানান্তর চালানপত্র | ধারা ৫১ | বিধি ৪০(১)(ঙ) |
২৩ | মূসক – ৬.৬ | উৎসে কর কর্তন সনদপত্র | ধারা ৫৩ | বিধি ৪০(১)(চ) |
২৪ | মূসক – ৬.৭ | ক্রেডিট নোট | ধারা ৫২ | বিধি ৪০(১)(ছ) |
২৫ | মূসক – ৬.৮ | ডেবিট নোট | ধারা ৫২ | বিধি ৪০(১)(ছ) |
২৬ | মূসক – ৬.৯ | টার্নওভার কর চালানপত্ৰ | ধারা ৫১ | বিধি ৪১(খ) |
২৭ | মূসক – ৬.১০ | ২ (দুই) লক্ষ টাকার অধিক মূল্যমানের ক্রয়-বিক্রয় চালানপত্রের তথ্য | ধারা ৫১ | বিধি ৪২(১) |
২৮ | মূসক – ৭.১ | সম্পূরক শুল্ক সমন্বয়ের আবেদনপত্র | ধারা ৬২ | বিধি ৪৫(১) |
২৯ | মূসক – ৯.১ | মূল্য সংযোজন কর দাখিলপত্র | ধারা ৬৪ | বিধি ৪৭(১) |
৩০ | মূসক – ৯.২ | টার্নওভার কর দাখিলপত্র | ধারা ৬৪ | বিধি ৪৭(১) |
৩১ | মূসক – ৯.৩ | বিলম্বে দাখিলপত্র পেশের আবেদন | ধারা ৬৫ | বিধি ৪৮(১) |
৩২ | মূসক – ৯.৪ | সংশোধিত দাখিলপত্র পেশের আবেদন | ধারা ৬৬ | বিধি ৪৯(২) |
৩৩ | মূসক – ১০.১ | কূটনৈতিক বা আন্তর্জাতিক সংস্থার কর ফেরত আবেদন | ধারা ৭১ | বিধি ৫৫(১) |
৩৪ | মূসক – ১০.২ | বৈদেশিক পর্যটকের মূল্য সংযোজন কর ফেরত প্রদানের সনদ | ধারা ৭১ | বিধি ৫৬(৫) |
৩৫ | মূসক – ১০.৩ | বৈদেশিক পর্যটকের মূল্য সংযোজন কর ফেরত সনদ ইস্যুর অনুমোদন প্রাপ্তির আবেদন | ধারা ৭১ | বিধি ৫৭(২) |
৩৬ | মূসক – ১১.১ | বিলম্বিত দাখিলপত্র পেশ করিবার জন্য নোটিশ | ধারা ৬৫ | বিধি ৫৭ক(১) |
৩৭ | মূসক – ১১.২ | কর নির্ধারণের নোটিশ | ধারা ৭৩ | বিধি ৫৭ক |
৩৮ | মূসক – ১২.১ | প্রবেশ, তল্লাশি, আটক ও জব্দকরণের ক্ষমতা অর্পণ | ধারা ৮১ | বিধি ৬০(১) |
৩৯ | মূসক – ১২.২ | আবাসস্থলে প্রবেশ, তল্লাশি, আটক ও জব্দকরণের নোটিশ | ধারা ৮৩ | বিধি ৬০(২) |
৪০ | মূসক – ১২.৩ | ক্রোকি বা জব্দ তালিকা (Seizure List) | ধারা ৮৪ | বিধি ৬০(৩) এবং বিধি ৮৪ |
৪১ | মূসক – ১২.৪ | জব্দকরণের প্রাথমিক প্রতিবেদন | ধারা ৮৪ | বিধি ৬১(৫) |
৪২ | মূসক – ১২.৫ | জব্দকরণের চূড়ান্ত প্রতিবেদন | ধারা ৮৪ | বিধি ৬১(৫) |
৪৩ | মূসক – ১২.৬ | অনিয়ম/ কর ফাঁকি মামলা | ধারা ৮৫ | বিধি ৬১(৬) |
৪৪ | মূসক – ১২.৭ | জব্দকৃত যানবাহন ছাড়করণের আবেদনপত্র | ধারা ৯১(৩) | বিধি ৬৩(৩)(ক) |
৪৫ | মূসক – ১২.৮ | জব্দকৃত যানবাহন অন্তর্বর্তীকালীন ছাড়ের জন্য ব্যক্তিগত মুচলেকা | ধারা ৯১(৩) | বিধি ৬৩(৩)(খ) |
৪৬ | মূসক – ১২.৯ | সরকারি রাজস্ব আদায়ের উদ্দেশ্যে ব্যাংক একাউন্ট অপরিচালনযোগ্য (Freeze) করিবার পরোয়ানা | ধারা ৯৫(৫) | বিধি ৬৪(২) |
৪৭ | মূসক – ১২.১০ | ব্যাংক একাউন্ট অপরিচালনযোগ্য (Freeze) করিবার পরোয়ানা প্রতিপালন প্রতিবেদন | ধারা ৯৫(৫) | বিধি ৬৪(৩) |
৪৮ | মূসক – ১২.১১ | অপরিচালনকৃত (Freezed) ব্যাংক একাউন্ট পরিচালনযোগ্য করিবার আদেশ | ধারা ৯১(৩) | বিধি ৬৪(৪) |
৪৯ | মূসক – ১২.১২ | কারণ দর্শানো নোটিশ | ধারা ৮৭ | বিধি ৬৫ |
৫০ | মূসক – ১২.১৩ | কর নির্ধারণ ও জরিমানা আরোপের চূড়ান্ত আদেশ | ধারা ৭৩ | বিধি ৬৫ |
৫১ | মূসক – ১৩.১ | তত্ত্বাবধানাধীন সরবরাহ শুরুর পূর্ববর্তী প্রারম্ভিক প্রতিবেদন | ধারা ৯২ | বিধি ৬৬(৩) |
৫২ | মূসক – ১৩.২ | তত্ত্বাবধানাধীন সরবরাহের দৈনিক প্রতিবেদন | ধারা ৯২ | বিধি ৬৬(৪) |
৫৩ | মূসক – ১৩.৩ | তত্ত্বাবধানাধীন সরবরাহের চূড়ান্ত প্রতিবেদন | ধারা ৯২ | বিধি ৬৬(৪) |
৫৪ | মূসক – ১৪.১ | বকেয়া কর আদায় সাটিফিকেট | ধারা ৯৫ | বিধি ৬৮(২) |
৫৫ | মূসক – ১৪.২ | রাষ্ট্রীয় পাওনা আদায়ের নোটিশ | ধারা ৯৫ | বিধি ৬৯(১) |
৫৬ | মূসক – ১৪.৩ | রাষ্ট্রীয় পাওনা আদায়ের নোটিশ এর প্রতিপালন প্রতিবেদন | ধারা ৯৫ | বিধি ৬৯(২) |
৫৭ | মূসক – ১৪.৪ | খেলাপি করদাতার ব্যবসায় অঙ্গন তালাবদ্ধকরণের নোটিশ | ধারা ৯৫(৫) | বিধি ৭২(১) |
৫৮ | মূসক – ১৪.৫ | ব্যবসায় অঙ্গন তালাবদ্ধকরণের নোটিশ এর প্রতিপালন প্রতিবেদন | ধারা ৯৫(৫) | বিধি ৭২(২) |
৫৯ | মূসক – ১৪.৬ | খেলাপি করদাতার ব্যবসায় অঙ্গন তালাবদ্ধকরণের নোটিশ | ধারা ৯৫(৫) | বিধি ৭২(৩) |
৬০ | মূসক – ১৪.৭ | খেলাপি করদাতার তালাবদ্ধ ব্যবসায় অঙ্গনে সেবা সরবরাহ বন্ধকরণ | ধারা ৮২ | বিধি ৭২(৪) |
৬১ | মূসক – ১৪.৮ | তালাবদ্ধ ব্যবসায় অঙ্গনের তালা খুলিয়া দেওয়ার প্রেক্ষিতে সেবা সরবরাহ পুনঃচালুকরণ | ধারা ৮২ | বিধি ৭২(৫) |
৬২ | মূসক – ১৪.৯ | বকেয়া আদায় কার্যক্রম | ধারা ৯৫ | বিধি ৭২(৬) |
৬৩ | মূসক – ১৪.১০ | অস্থাবর সম্পত্তি জব্দকরণ আদেশ | ধারা ১০০ | বিধি ৭৩(১) |
৬৪ | মূসক – ১৪.১১ | স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ | ধারা ১০০ | বিধি ৭৪(১) |
৬৫ | মূসক – ১৪.১২ | মাননীয় আদালতের ডিক্রি স্থগিতের অনুরোধ | ধারা ৯৫(৫) | বিধি ৭৯(১) |
৬৬ | মূসক – ১৪.১৩ | ক্ৰোকি বা জব্দকৃত সম্পত্তি বিক্ৰয় সনদ | ধারা ১০০ | বিধি ৯০(৩) |
৬৭ | মূসক – ১৪.১৪ | স্থাবর সম্পত্তি ক্রোকের/ অস্থাবর সম্পত্তি জব্দের আদেশ প্রত্যাহার | ধারা ১০০ | বিধি ৯১ |
৬৮ | মূসক – ১৬.১ | স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য নোটিশ | ধারা ১১৪ | বিধি ৯৬(৩) |
৬৯ | মূসক – ১৬.২ | স্বীকারোক্তিমূলক জবানবন্দি | ধারা ১১৪ | বিধি ৯৬(৪) |
৭০ | মূসক – ১৭.১ | বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিতে মামলা নিষ্পত্তির আবেদন | ধারা ১২৫ | বিধি ৯৯(১) |
৭১ | মূসক – ১৭.২ | বিকল্প বিরোধ নিষ্পত্তির আওতায় প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ/প্রাপ্তি ও নিষ্পত্তি তথ্য সংরক্ষণ | ধারা ১২৫ | বিধি ৯৯(৩) |
৭২ | মূসক – ১৭.৩ | মতৈক্যের শর্তসমূহ | ধারা ১২৫ | বিধি ১০২(৪) এবং (৫) |
৭৩ | মূসক – ১৮.১ | মূসক পরামর্শক লাইসেন্সের জন্য আবেদনপত্র | ধারা ১৩০ | বিধি ১০৯(১) |
৭৪ | মূসক – ১৮.১ক | মূসক পরামর্শক লাইসেন্স | ধারা ১৩০ | বিধি ১০৯(৬) |
৭৫ | মূসক – ১৮.২ | দলিলপত্রের প্রত্যায়িত অনুলিপি প্রাপ্তির আবেদনপত্র | ধারা ১৩২ | বিধি ১১৫(১) |
৭৬ | মূসক – ১৮.৩ | মূসক ছাড়পত্র প্রাপ্তির আবেদনপত্র | ধারা ১৩৩ | বিধি ১১৬(১) |
৭৭ | মূসক – ১৮.৪ | মূসক ছাড়পত্র | ধারা ১৩৩ | বিধি ১১৬(২) |
৭৮ | মূসক – ১৮.৫ | মূসক সম্মাননাপত্র | ||
৭৯ | মূসক – ১৮.৬ | মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর আওতায় চলতি হিসাবে জমাকৃত অর্থ সমন্বয়ের লক্ষ্যে জারিকৃত সনদ | ধারা ১৩৮ | বিধি ১১৮(৫) |
উপসংহার - বাংলাদেশের ভ্যাট ফরমসমূহ
দয়া করে মনে রাখবেন যে উপরে উল্লিখিত ভ্যাট ফরমগুলো (বাংলাদেশের ভ্যাট ফরমসমূহ) বর্তমানে প্রযোজ্য। তবে ভ্যাট কর্তৃপক্ষ যেকোনো সময় নতুন ফরম যুক্ত করতে পারে আবার বর্তমানে প্রযোজ্য যেকোনো ফরম বাতিল করতে পারে। তাই আপনাকে এ বিষয়ে সব সময় নিজেকে আপডেট রাখতে হবে।
বাংলাদেশের ভ্যাট ফরমসমূহ: রেফারেন্স/ উৎস
Share on –