Tax VAT Point

বাংলাদেশের ভ্যাট ফরমসমূহ – ভ্যাট এবং এসডি আইন ২০১২ এর অধীনে ইস্যুকৃত সমস্ত ভ্যাট ফরমসমূহ

বাংলাদেশের ভ্যাট ফরমসমূহ

বাংলাদেশে আইনী প্রক্রিয়ার মধ্যে থেকে ব্যবসা পরিচালনা করার জন্য প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট আইনের নানাবিধ নিয়ম-কানুন অনুসরণ করতে হয়। ভ্যাট আইনের নিয়ম-কানুন মেনে চলা যেকোন ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন কমপ্লায়েন্স এর অংশ।

আপনার প্রতিষ্ঠান যদি একটি ভ্যাট নিবন্ধিত সত্তা হয় এবং পণ্য বা সেবা বিক্রয়ে নিযুক্ত হয় তবে আপনার প্রতিষ্ঠানকে পণ্য বা সেবা বিক্রয়ের সময় একটি ভ্যাট চালান (ভ্যাট.৬.৩) ইস্যু করতে হবে। এই ধরনের ভ্যাট চালান (যা সাধারনত সেল ইনভয়েস নামে পরিচিত) হল বাংলাদেশের ভ্যাট কাঠামোর অন্যতম একটি প্রধান ভ্যাট ফরম। বাংলাদেশে পণ্য বা সেবা বিক্রয়ের সময় যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট ৬.৩ ইস্যু করতে হয় ।

প্রযোজ্য ভ্যাট ফরমগুলি ইস্যু না করার ব্যর্থতা ভ্যাট আইনের অধীন নন-কমপ্লায়েন্স হিসাবে বিবেচিত হবে এবং ভ্যাট কর্তৃপক্ষ উক্ত নন-কমপ্লায়েন্স এর জন্য জরিমানা আরোপ করতে পারে। তাই প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের উচিত মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক (এসডি) আইন ২০১২ এর অধীনে বাধ্যতামূলকভাবে প্রয়োজনীয় ভ্যাট ফরমগুলি জারি করতে বাধ্য থাকা ৷

ভ্যাট আইনের অধীনে মোট কতটি ভ্যাট ফরম আছে?

২০১২ সালের মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক (এসডি) আইনের অধীনে অনেক ভ্যাট ফরম নির্ধারণ করা হয়েছে। কিছু ভ্যাট ফরম ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে আবার কিছু ফরম ভ্যাট কর্তৃপক্ষ ব্যবহার করে। বর্তমানে ভ্যাট আইনের অধীনে সর্বমোট ৭৯ টি ভ্যাট ফরম রয়েছে। এই তালিকা এক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ নয়, কারণ ভ্যাট কর্তৃপক্ষ যেকোনো সময় নতুন ফরম তালিকায় যুক্ত করতে পারে আবার বর্তমানে প্রযোজ্য যেকোনো ফরম বাতিল করতে পারে।

কোন ভ্যাট ফরম ভ্যাট আইনের কোন ধারার অধীনে বা কোন বিধির অধীনে জারি করা হয়?

একজন কমপ্লায়েন্স ভ্যাট অফিসার হিসেবে, আপনার প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য ভ্যাট ফরমগুলো ভ্যাট আইনের কোন ধারার অধীনে ইস্যু হয় তা জানা এবং ঐ নির্দিষ্ট আইনি রেফারেন্সের পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকা আপনার জন্য অপরিহার্য।

এই পোস্টে আমরা প্রতিটি পৃথক ভ্যাট ফরম (বাংলাদেশের ভ্যাট ফরমসমূহ) এর সাথে সম্পর্কিত আইনী রেফারেন্সগুলি নিচের টেবিলে আলোচনা করব যাতে আপনি সহজেই জানতে পারেন কোন ভ্যাট ফরম কোন ধারার অধীনে বা কোন বিধির অধীনে জারি করা হয়।

বর্তমানে প্রযোজ্য সবগুলো ভ্যাট ফরমের তালিকা - বাংলাদেশের ভ্যাট ফরমসমূহ

ক্রমিক নংফরমবিষয়ধারাবিধি
মূসক – ২.১VAT/Turnover Tax Registration Formধারা ৬ এবং ১০বিধি ৪(১)
মূসক – ২.২VAT Registration Form for Non-Residentধারা ৬বিধি ৪(১)
মূসক – ২.৩মূল্য সংযোজন কর নিবন্ধন সনদপত্র/ টার্নওভার কর তালিকাভুক্তি সনদপত্রধারা ৬ এবং ১০বিধি ৪(৪) এবং বিধি ৫(৪)
মূসক – ২.৪মূল্য সংযোজন কর নিবন্ধন/ টার্নওভার কর তালিকাভুক্তি সাময়িক স্থগিত বা বাতিল এর আবেদনপত্রধারা ৯ এবং ১১বিধি ৮(১) এবং বিধি ৯(১)
মূসক – ২.৫নিবন্ধন/ তালিকাভুক্তি পরবর্তী তথ্যের পরিবর্তন বা নূতন তথ্য সংযোজন অবহিতকরণধারা ১৪বিধি ১২(২)
মূসক – ৩.১মূসক এজেন্ট সনদপত্রের জন্য আবেদনপত্ৰধারা ১৯বিধি ১৬(৩) এবং (৫)
মূসক – ৩.২মূল্য সংযোজন কর এজেন্ট সনদপত্রধারা ১৯বিধি ১৬(৪) এবং (৫)
মূসক – ৩.৩অনাবাসিক ব্যক্তি কর্তৃক মূসক এজেন্টকে ক্ষমতা অর্পণ ও তা রহিতকরণধারা ১৯বিলুপ্ত
মূসক – ৪.১আমদানি পর্যায়ে পরিশোধিত আগাম কর ফেরত প্রাপ্তির আবেদনধারা ৩১(৪)বিধি ১৯(৩)(খ)
১০মূসক – ৪.২চলমান ব্যবসায় ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে দায়-দেনা হস্তান্তরের যৌথ আবেদনধারা ৩৬বিধি ২২(১)
১১মূসক – ৪.৩উপকরণ-উৎপাদ সহগ (Input-Output Coefficient) ঘোষণাধারা ৩২(৫)বিধি ২১
১২মূসক – ৪.৪অব্যবহৃত বা ব্যবহার অনুপযোগী উপকরণ নিষ্পত্তির আবেদনপত্রধারা ৪৮বিধি ২৪ক(১)
১৩মূসক – ৪.৫দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ বা ধ্বংসপ্রাপ্ত পণ্য নিষ্পত্তির আবেদনপত্রধারা ৪৮বিধি ২৪খ(১)
১৪মূসক – ৪.৬বর্জ্য (ওয়েস্ট) বা উপজাত (বাই- প্রোডাক্ট) পণ্যের সরবরাহ ও নিষ্পত্তির আবেদনপত্রধারা ৪৮বিধি ২৪গ(১)
১৫মূসক – ৬.১ক্রয় হিসাব পুস্তকধারা ৫১বিধি ৪০(১)(ক) এবং বিধি ৪১(ক)
১৬মূসক – ৬.২বিক্রয় হিসাব পুস্তকধারা ৫১বিধি ৪০(১)(খ) এবং বিধি ৪১(ক)
১৭মূসক – ৬.২.১ক্রয়-বিক্রয় হিসাবধারা ৫১বিধি ৪০(১)(খখ) এবং বিধি ৪১(ক)
১৮মূসক – ৬.২.১কক্রয়-বিক্রয় হিসাব (পাইকারি ব্যবসায়ী)ধারা ৫১সাধারণ আদেশ নং-০৩/মূসক/২০২২
১৯মূসক – ৬.৩কর চালানপত্রধারা ৫১বিধি ৪০(১)(গ) এবং (চ)
২০মূসক – ৬.৩ককর চালানপত্র (পাইকারি ব্যবসায়ী)ধারা ৫১সাধারণ আদেশ নং-০৩/মূসক/২০২২
২১মূসক – ৬.৪চুক্তিভিত্তিক উৎপাদনের চালানপত্রধারা ৫১বিধি ৪০(১)(ঘ)
২২মূসক – ৬.৫কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানের পণ্য স্থানান্তর চালানপত্রধারা ৫১বিধি ৪০(১)(ঙ)
২৩মূসক – ৬.৬উৎসে কর কর্তন সনদপত্রধারা ৫৩বিধি ৪০(১)(চ)
২৪মূসক – ৬.৭ক্রেডিট নোটধারা ৫২বিধি ৪০(১)(ছ)
২৫মূসক – ৬.৮ডেবিট নোটধারা ৫২বিধি ৪০(১)(ছ)
২৬মূসক – ৬.৯টার্নওভার কর চালানপত্ৰধারা ৫১বিধি ৪১(খ)
২৭মূসক – ৬.১০২ (দুই) লক্ষ টাকার অধিক মূল্যমানের ক্রয়-বিক্রয় চালানপত্রের তথ্যধারা ৫১বিধি ৪২(১)
২৮মূসক – ৭.১সম্পূরক শুল্ক সমন্বয়ের আবেদনপত্রধারা ৬২বিধি ৪৫(১)
২৯মূসক – ৯.১মূল্য সংযোজন কর দাখিলপত্রধারা ৬৪বিধি ৪৭(১)
৩০মূসক – ৯.২টার্নওভার কর দাখিলপত্রধারা ৬৪বিধি ৪৭(১)
৩১মূসক – ৯.৩বিলম্বে দাখিলপত্র পেশের আবেদনধারা ৬৫বিধি ৪৮(১)
৩২মূসক – ৯.৪সংশোধিত দাখিলপত্র পেশের আবেদনধারা ৬৬বিধি ৪৯(২)
৩৩মূসক – ১০.১কূটনৈতিক বা আন্তর্জাতিক সংস্থার কর ফেরত আবেদনধারা ৭১বিধি ৫৫(১)
৩৪মূসক – ১০.২বৈদেশিক পর্যটকের মূল্য সংযোজন কর ফেরত প্রদানের সনদধারা ৭১বিধি ৫৬(৫)
৩৫মূসক – ১০.৩বৈদেশিক পর্যটকের মূল্য সংযোজন কর ফেরত সনদ ইস্যুর অনুমোদন প্রাপ্তির আবেদনধারা ৭১বিধি ৫৭(২)
৩৬মূসক – ১১.১বিলম্বিত দাখিলপত্র পেশ করিবার জন্য নোটিশধারা ৬৫বিধি ৫৭ক(১)
৩৭মূসক – ১১.২কর নির্ধারণের নোটিশধারা ৭৩বিধি ৫৭ক
৩৮মূসক – ১২.১প্রবেশ, তল্লাশি, আটক ও জব্দকরণের ক্ষমতা অর্পণধারা ৮১বিধি ৬০(১)
৩৯মূসক – ১২.২আবাসস্থলে প্রবেশ, তল্লাশি, আটক ও জব্দকরণের নোটিশধারা ৮৩বিধি ৬০(২)
৪০মূসক – ১২.৩ক্রোকি বা জব্দ তালিকা (Seizure List)ধারা ৮৪বিধি ৬০(৩) এবং বিধি ৮৪
৪১মূসক – ১২.৪জব্দকরণের প্রাথমিক প্রতিবেদনধারা ৮৪বিধি ৬১(৫)
৪২মূসক – ১২.৫জব্দকরণের চূড়ান্ত প্রতিবেদনধারা ৮৪বিধি ৬১(৫)
৪৩মূসক – ১২.৬অনিয়ম/ কর ফাঁকি মামলাধারা ৮৫বিধি ৬১(৬)
৪৪মূসক – ১২.৭জব্দকৃত যানবাহন ছাড়করণের আবেদনপত্রধারা ৯১(৩)বিধি ৬৩(৩)(ক)
৪৫মূসক – ১২.৮জব্দকৃত যানবাহন অন্তর্বর্তীকালীন ছাড়ের জন্য ব্যক্তিগত মুচলেকাধারা ৯১(৩)বিধি ৬৩(৩)(খ)
৪৬মূসক – ১২.৯সরকারি রাজস্ব আদায়ের উদ্দেশ্যে ব্যাংক একাউন্ট অপরিচালনযোগ্য (Freeze) করিবার পরোয়ানাধারা ৯৫(৫)বিধি ৬৪(২)
৪৭মূসক – ১২.১০ব্যাংক একাউন্ট অপরিচালনযোগ্য (Freeze) করিবার পরোয়ানা প্রতিপালন প্রতিবেদনধারা ৯৫(৫)বিধি ৬৪(৩)
৪৮মূসক – ১২.১১অপরিচালনকৃত (Freezed) ব্যাংক একাউন্ট পরিচালনযোগ্য করিবার আদেশধারা ৯১(৩)বিধি ৬৪(৪)
৪৯মূসক – ১২.১২কারণ দর্শানো নোটিশধারা ৮৭বিধি ৬৫
৫০মূসক – ১২.১৩কর নির্ধারণ ও জরিমানা আরোপের চূড়ান্ত আদেশধারা ৭৩বিধি ৬৫
৫১মূসক – ১৩.১তত্ত্বাবধানাধীন সরবরাহ শুরুর পূর্ববর্তী প্রারম্ভিক প্রতিবেদনধারা ৯২বিধি ৬৬(৩)
৫২মূসক – ১৩.২তত্ত্বাবধানাধীন সরবরাহের দৈনিক প্রতিবেদনধারা ৯২বিধি ৬৬(৪)
৫৩মূসক – ১৩.৩তত্ত্বাবধানাধীন সরবরাহের চূড়ান্ত প্রতিবেদনধারা ৯২বিধি ৬৬(৪)
৫৪মূসক – ১৪.১বকেয়া কর আদায় সাটিফিকেটধারা ৯৫বিধি ৬৮(২)
৫৫মূসক – ১৪.২রাষ্ট্রীয় পাওনা আদায়ের নোটিশধারা ৯৫বিধি ৬৯(১)
৫৬মূসক – ১৪.৩রাষ্ট্রীয় পাওনা আদায়ের নোটিশ এর প্রতিপালন প্রতিবেদনধারা ৯৫বিধি ৬৯(২)
৫৭মূসক – ১৪.৪খেলাপি করদাতার ব্যবসায় অঙ্গন তালাবদ্ধকরণের নোটিশধারা ৯৫(৫)বিধি ৭২(১)
৫৮মূসক – ১৪.৫ব্যবসায় অঙ্গন তালাবদ্ধকরণের নোটিশ এর প্রতিপালন প্রতিবেদনধারা ৯৫(৫)বিধি ৭২(২)
৫৯মূসক – ১৪.৬খেলাপি করদাতার ব্যবসায় অঙ্গন তালাবদ্ধকরণের নোটিশধারা ৯৫(৫)বিধি ৭২(৩)
৬০মূসক – ১৪.৭খেলাপি করদাতার তালাবদ্ধ ব্যবসায় অঙ্গনে সেবা সরবরাহ বন্ধকরণধারা ৮২বিধি ৭২(৪)
৬১মূসক – ১৪.৮তালাবদ্ধ ব্যবসায় অঙ্গনের তালা খুলিয়া দেওয়ার প্রেক্ষিতে সেবা সরবরাহ পুনঃচালুকরণধারা ৮২বিধি ৭২(৫)
৬২মূসক – ১৪.৯বকেয়া আদায় কার্যক্রমধারা ৯৫বিধি ৭২(৬)
৬৩মূসক – ১৪.১০অস্থাবর সম্পত্তি জব্দকরণ আদেশধারা ১০০বিধি ৭৩(১)
৬৪মূসক – ১৪.১১স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশধারা ১০০বিধি ৭৪(১)
৬৫মূসক – ১৪.১২মাননীয় আদালতের ডিক্রি স্থগিতের অনুরোধধারা ৯৫(৫)বিধি ৭৯(১)
৬৬মূসক – ১৪.১৩ক্ৰোকি বা জব্দকৃত সম্পত্তি বিক্ৰয় সনদধারা ১০০বিধি ৯০(৩)
৬৭মূসক – ১৪.১৪স্থাবর সম্পত্তি ক্রোকের/ অস্থাবর সম্পত্তি জব্দের আদেশ প্রত্যাহারধারা ১০০বিধি ৯১
৬৮মূসক – ১৬.১স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য নোটিশধারা ১১৪বিধি ৯৬(৩)
৬৯মূসক – ১৬.২স্বীকারোক্তিমূলক জবানবন্দিধারা ১১৪বিধি ৯৬(৪)
৭০মূসক – ১৭.১বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিতে মামলা নিষ্পত্তির আবেদনধারা ১২৫বিধি ৯৯(১)
৭১মূসক – ১৭.২বিকল্প বিরোধ নিষ্পত্তির আওতায় প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ/প্রাপ্তি ও নিষ্পত্তি তথ্য সংরক্ষণধারা ১২৫বিধি ৯৯(৩)
৭২মূসক – ১৭.৩মতৈক্যের শর্তসমূহধারা ১২৫বিধি ১০২(৪) এবং (৫)
৭৩মূসক – ১৮.১মূসক পরামর্শক লাইসেন্সের জন্য আবেদনপত্রধারা ১৩০বিধি ১০৯(১)
৭৪মূসক – ১৮.১কমূসক পরামর্শক লাইসেন্সধারা ১৩০বিধি ১০৯(৬)
৭৫মূসক – ১৮.২দলিলপত্রের প্রত্যায়িত অনুলিপি প্রাপ্তির আবেদনপত্রধারা ১৩২বিধি ১১৫(১)
৭৬মূসক – ১৮.৩মূসক ছাড়পত্র প্রাপ্তির আবেদনপত্রধারা ১৩৩বিধি ১১৬(১)
৭৭মূসক – ১৮.৪মূসক ছাড়পত্রধারা ১৩৩বিধি ১১৬(২)
৭৮মূসক – ১৮.৫মূসক সম্মাননাপত্র  
৭৯মূসক – ১৮.৬মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর আওতায় চলতি হিসাবে জমাকৃত অর্থ সমন্বয়ের লক্ষ্যে জারিকৃত সনদধারা ১৩৮বিধি ১১৮(৫)

উপসংহার - বাংলাদেশের ভ্যাট ফরমসমূহ

দয়া করে মনে রাখবেন যে উপরে উল্লিখিত ভ্যাট ফরমগুলো (বাংলাদেশের ভ্যাট ফরমসমূহ) বর্তমানে প্রযোজ্য। তবে ভ্যাট কর্তৃপক্ষ যেকোনো সময় নতুন ফরম যুক্ত করতে পারে আবার বর্তমানে প্রযোজ্য যেকোনো ফরম বাতিল করতে পারে। তাই আপনাকে এ বিষয়ে সব সময় নিজেকে আপডেট রাখতে হবে।

বাংলাদেশের ভ্যাট ফরমসমূহ: রেফারেন্স/ উৎস

Share on – 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top