Tax VAT Point

আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা ২০২৩

আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ

আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ – আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৪ অনুযায়ী বিভিন্ন সেবা, পণ্য ক্রয়সহ নানাবিধ ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।  এখানে উল্লেখ্য যে যেসকল ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে সেসকল ক্ষেত্রে যদি কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হন বা দাখিলকৃত আয়কর রিটার্ন দাখিলের প্রমাণাদির সত্যতা যাচাইয়ে ব্যর্থ হন তাহা হইলে উক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে উপকর কমিশনার অনধিক ১০ লক্ষ টাকার জরিমানা আরোপ করতে পারবেন।

আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ (PSR) কী এবং এটি কার্যকর করার আইনি দায়িত্ব সম্পন্ন ব্যক্তিগণ কারা?

আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৪(২) অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ (Proof of Submission of Return or PSR) বলতে নিম্নবর্ণিত দলিলাদিকে বুঝাবে, যথা:

(ক) রিটার্ন দাখিলের প্রত্যয়ন বা প্রাপ্তি স্বীকার পত্র;

(খ) করদাতার নাম, টিআইএন এবং করবর্ষ সংবলিত সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট; বা

(গ) করদাতার নাম, টিআইএন এবং করবর্ষ সংবলিত উপকর কমিশনার কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়ন

আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ (Proof of Submission of Return or PSR) দাখিলের ক্ষেত্রসমূহ

আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৪(২) অনুযায়ী নিম্নবর্ণিত সারণীতে উল্লেখিত ক্ষেত্রসমূহ আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে, যথা:

ক্রমিক নংPSR দাখিলের ক্ষেত্ৰসমূহবাস্তবায়নকারীকখন PSR দাখিল করতে হবে?
১।করারোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে, ২০ (বিশ) লক্ষাধিক টাকার ঋণ গ্রহণে;১। বাংলাদেশ ব্যাংক;
২। সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
ঋণের জন্য আবেদনকালে
২।কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হইতে হইলে;১। RJSC
২।সংশ্লিষ্ট কোম্পানি
পরিচালক হিসেবে অন্তর্ভূক্তিকালে
৩।আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তি ও বহাল রাখিতে;আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তর১। সনদ প্রদান ও নবায়নকালে
২। প্রতিবছরের একটি নির্দিষ্ট সময়ে সর্বশেষ করবর্ষের PSR নিতে হবে
৪।সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করিতে;১। সিটি কর্পোরেশন
২। পৌরসভা
ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়নকালে
৫।সমবায় সমিতির নিবন্ধন পাইতে;সমবায় অধিদপ্তরনিবন্ধনকালে
৬।সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার হইতে এবং লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করিতে;বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ১। তালিকাভুক্তির সময়;
২। লাইসেন্স প্রাপ্তি ও রেজিস্ট্রেশনের সময়
৭।সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় ১০ (দশ) লক্ষাধিক টাকার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করিতে;রেজিস্ট্রেশনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারেজিস্ট্রেশনের সময়
৮।ক্রেডিট কার্ড প্রাপ্তি ও বহাল রাখিতে;ব্যাংক১। ক্রেডিট কার্ড প্রাপ্তিতে
২। প্রতিবছরের একটি নির্দিষ্ট সময়ে সর্বশেষ করবর্ষের PSR নিতে হবে
৯।চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসাবে বা সমজাতীয় পেশাজীবী হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখিতে;১। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল
২। আইসিএবি, বাংলাদেশ
৩। আইসিএমএবি, বাংলাদেশ
৪। দ্যা ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ারস্
৫। বাংলাদেশ বার কাউন্সিল
৬। অন্যান্য পেশাজীবী সংগঠন
১। সনদ প্রাপ্তির আবেদনের সময়
২। প্রতিবছরের একটি নির্দিষ্ট সময়ে সর্বশেষ করবর্ষের PSR নিতে হবে
১০।Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 (Act No. LII of 1974) এর অধীন নিকাহ্‌ রেজিস্ট্রার, হিন্দু বিবাহ নিবন্ধন আইন, ২০১২ (২০১২ সনের ৪০ নং আইন) এর অধীন হিন্দু বিবাহ নিবন্ধক ও Special Marriage Act, 1872 (Act No. III of 1872) এর অধীন রেজিস্ট্রার হিসাবে লাইসেন্স প্রাপ্তি বা, ক্ষেত্রমত, নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে বহাল রাখিতে;নিবন্ধন অধিদপ্তর১। লাইসেন্স প্রাপ্তির আবেদনের সময়
২। প্রতিবছরের একটি নির্দিষ্ট সময়ে সর্বশেষ করবর্ষের PSR নিতে হবে
১১।ট্রেডবডি বা পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখিতে;সংশ্লিষ্ট সকল ট্রেডবডি বা পেশাজীবী সংস্থা১। সদস্যপদ প্রাপ্তির আবেদনের সময়
২। প্রতিবছরের একটি নির্দিষ্ট সময়ে সর্বশেষ করবর্ষের PSR নিতে হবে
১২।ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র প্রাপ্তি ও নবায়নে;ঔষধ প্রশাসন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, বিএসটিআইলাইসেন্স প্ৰাপ্তি ও নবায়নের সময়
১৩।যেকোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখিতে এবং সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি এবং বহাল রাখিতে;সংশ্লিষ্ট সকল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি১। সংযোগ প্রাপ্তির আবেদনের সময়
২। সংযোগ বহাল রাখতে প্রতিবছরের একটি নির্দিষ্ট সময়ে সর্বশেষ করবর্ষের PSR নিতে হবে
১৪।লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, কার্গো ও ডাম্ব বার্জসহ যেকোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি ও বহাল রাখিতে;নৌপরিবহন অধিদপ্তর১। সার্ভে সার্টিফিকেট প্রাপ্তির আবেদনের সময়
২। সার্টিফিকেট বহাল রাখতে প্রতিবছরের একটি নির্দিষ্ট সময়ে সর্বশেষ করবর্ষের PSR নিতে হবে
১৫।পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হইতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও নবায়নে;১। জেলা প্রশাসকের কার্যালয়
২। পরিবেশ অধিদপ্তর
ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও লাইসেন্স নবায়নের সময়
১৬।সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে;সকল ইংরেজি মাধ্যম স্কুলস্কুলে শিশু বা পোষ্য ভর্তির সময়
১৭।সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি বা বহাল রাখিতে;বিদ্যুৎ সরবরাহকারী সকল প্রতিষ্ঠান১। সংযোগ প্রাপ্তির আবেদনের সময়
২। সংযোগ বহাল রাখতে প্রতিবছরের একটি নির্দিষ্ট সময়ে সর্বশেষ করবর্ষের PSR নিতে হবে
১৮।কোম্পানির এজেন্সী বা ডিস্ট্রিবিউটরশিপ প্রাপ্তি ও বহাল রাখিতে;এজেন্সী বা ডিস্ট্রিবিউটরশিপ প্রদানকারী সকল কোম্পানি১। এজেন্সী বা ডিস্ট্রিবিউটরশিপ প্রদানের সময়
২। এজেন্সী বা ডিস্ট্রিবিউটরশিপ বহাল রাখতে প্রতিবছরের একটি নির্দিষ্ট সময়ে সর্বশেষ করবর্ষের PSR নিতে হবে
১৯।আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখিতে;জেলা প্রশাসকের কাৰ্যালয়১। লাইসেন্স প্রাপ্তির সময়
২। লাইসেন্স বহাল রাখতে প্রতিবছরের একটি নির্দিষ্ট সময়ে সর্বশেষ করবর্ষের PSR নিতে হবে
২০।আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায়;ব্যাংকআমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলার সময়
২১।৫ (পাঁচ) লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলায়;ডাক বিভাগপাঁচ লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলার সময়
২২।১০ (দশ) লক্ষাধিক টাকার মেয়াদী আমানত খোলায় ও বহাল রাখিতে;সকল ব্যাংক১। দশ লক্ষাধিক টাকার ক্রেডিট ব্যালেন্স সম্পন্ন ব্যাংক হিসাব খোলার সময় বা হিসাবে ব্যালেন্স দশ লক্ষ টাকা হলে।
২। হিসাব বহাল রাখতে প্রতিবছরের একটি নির্দিষ্ট সময়ে সর্বশেষ করবর্ষের PSR নিতে হবে
২৩।৫ (পাঁচ) লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ে;জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরপাঁচ লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ের সময়
২৪।পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে;১। নির্বাচন কমিশন
২। জেলা প্রশাসন
৩। উপজেলা প্রশাসন
মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাইকালে
২৫।মোটরযান, স্পেস বা স্থান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ারড ইকোনমিক এক্টিভিটিজে অংশগ্রহণ করিতে;শেয়ারড ইকোনমিক অ্যাক্টিভিটিজের প্ল্যাটফর্মস্ বা পি-টু-পি প্ল্যাটফর্মস্মোটরযান, স্পেস/ স্থান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের সময়
২৬।ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন-ভাতাদি প্রাপ্তিতে;নিয়োগকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানবেতনাদি পরিশোধকালে
২৭।গণকর্মচারীর বেতন-ভাতাদি প্রাপ্তিতে;১। সংশ্লিষ্ট সকল ডিডিও
2। iBAS++
বেতনাদি পরিশোধকালে
২৮।মোবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে;১। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী প্রতিষ্ঠান
২। টেলিকম কোম্পানিসমূহ
মোবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে কমিশন, ফি বা সমজাতীয় অন্যকোনো অর্থ পরিশোধকালে
২৯।অ্যাডভাইজরি বা কন্সান্টেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ, নিরাপত্তা সরবরাহ সেবা বাবদ নিবাসী কর্তৃক কোনো কোম্পানি হইতে কোনো অর্থ প্রাপ্তিতে;সংশ্লিষ্ট সকল সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানসেবা গ্রহণ বাবদ অর্থ পরিশোধকালে
৩০।Monthly Payment Order বা এমপিও ভুক্তির মাধ্যমে সরকারের নিকট হইতে মাসিক ১৬ (ষোল) হাজার টাকার ঊর্ধ্বে কোনো অর্থপ্রাপ্তিতে;১। দায়িত্বপ্রাপ্ত ব্যাংক
২। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান
বেতনাদি পরিশোধকালে
৩১।বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন বা নবায়নে;বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষএজেন্সি সার্টিফিকেট নিবন্ধন বা নবায়নকালে
৩২।দ্বি-চক্র বা ত্রি-চক্র মোটরযান ব্যতীত অনান্য মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে;বিআরটিসিমোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে
৩৩।এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত এনজিও বা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি হইতে লাইসেন্সপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকূলে বিদেশি অনুদানের অর্থ ছাড় করিতে;১। এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো
২। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি
বিদেশি অনুদান ছাড়ের সময়
৩৪।বাংলাদেশে অবস্থিত ভোক্তাদের নিকট ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করিয়া পণ্য বা সেবা বিক্রয়ে;১। বিটিআরসি
২। বাংলাদেশ ব্যাংক
ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবা বিক্রয় অনুমোদনে; বা বিদেশ কোন প্রতিষ্ঠানের বরাবরে অর্থ প্রেরণকালে
৩৫।কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এবং Societies Registration Act, 1860 (Act No। XXI of 1860) এর অধীন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ লাভের আবেদনের ক্ষেত্রে;সংশ্লিষ্ট ক্লাবসদস্যপদ লাভের আবেদনের সময়
৩৬।পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দ্যেশে নিবাসী কর্তৃক টেন্ডার ডকুমেন্টস্‌ দাখিলকালে;১। সিপিটিইউ
২। অন্যান্য সকল কোম্পানি বা প্ৰতিষ্ঠান
টেন্ডার ডকুমেন্টস্ দাখিলকালে
৩৭।কোনো কোম্পানি বা ফার্ম কর্তৃক কোনো প্রকার পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে;১। আয়কর আইন, ২০২৩ এ কোম্পানি হিসেবে সংজ্ঞায়িত সকল ব্যক্তি
২। সকল ফার্ম
যেকোনো প্রকার পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে;
৩৮।পণ্য আমদানি বা রপ্তানির উদ্দ্যেশে বিল অব এন্ট্রি দাখিলকালে;ব্যাংকবিল অব এন্ট্রি দাখিলকালে
৩৯।ভবন নির্মাণের নকশা অনুমোদনে;১। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক),
২। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ),
৩। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ),
৪। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ),
৫। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ,
৬। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা,
৭। সময় সময়, সরকার কর্তৃক গঠিত অনুরূপ কর্তৃপক্ষ অথবা
৮। সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
অনুমোদনের নিমিত্ত ভবন নির্মাণের নকশা দাখিলকালে।
৪০।স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসাবে নিবন্ধন, লাইসেন্স বা তালিকাভুক্তি করতে এবং বহাল রাখিতে;স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডরের ক্ষেত্রে জেলা প্রশাসক ও দলিল লেখক হিসাবে নিবন্ধন, লাইসেন্স বা তালিকাভুক্তির ক্ষেত্রে জেলা রেজিস্টারনিবন্ধন, লাইসেন্স বা তালিকাভুক্তি করা কালে অথবা বহাল রাখিতে
৪১।ট্রাস্ট, তহবিল, ফাউন্ডেশন, এনজিও, মাইক্রোক্রডিট অরগানাইজেশন, সোসাইটি এবং সমবায় সমিতির ব্যাংক হিসাব খুলতে এবং চালু রাখিতে;সকল ব্যাংকঅ্যাকাউন্ট খুলতে এবং চালু রাখতে
৪২।কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকালে বাড়ির মালিকের;(ক) কোনো কোম্পানি, ফার্ম, ব্যক্তিসংঘ, ট্রাস্ট বা তহবিল,
(খ) পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ,
(গ) কোনো বিদেশি ঠিকাদার, বিদেশি এন্টারপ্রাইজ বা বাংলাদেশের বাহিরে প্রতিষ্ঠিত কোনো সংঘ বা সংস্থা,
(ঘ) কোনো হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার,
(ঙ) বার্ষিক এক কোটি টাকার অধিক টার্নওভার বিশিষ্ট কোনো ই-কমার্স প্লাটফর্ম, যাহা অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি নহে, যে নামেই অভিহিত হউক না কেন,
(চ) বার্ষিক (এক) কোটি টাকার অধিক টার্নওভার বিশিষ্ট হোটেল, কমিউনিটি সেন্টার, ট্রান্সপোর্ট এজেন্সি,
(ছ) কৃষক নহেন এইরূপ কোনো ব্যক্তি যিনি তামাক পাতা, সিগারেট, বিড়ি, জর্দা, গুল ও অন্যান্য তামাক জাতীয় পণ্য উৎপাদন এবং সরবরাহে জড়িত;
বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকালে
৪৩।কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে সরবরাহকারীর বা সেবা প্রদানকারীর।(ক) কোনো কোম্পানি, ফার্ম, ব্যক্তিসংঘ, ট্রাস্ট বা তহবিল,
(খ) পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ,
(গ) কোনো বিদেশি ঠিকাদার, বিদেশি এন্টারপ্রাইজ বা বাংলাদেশের বাহিরে প্রতিষ্ঠিত কোনো সংঘ বা সংস্থা,
(ঘ) কোনো হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার,
(ঙ) বার্ষিক এক কোটি টাকার অধিক টার্নওভার বিশিষ্ট কোনো ই-কমার্স প্লাটফর্ম, যাহা অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি নহে, যে নামেই অভিহিত হউক না কেন,
(চ) বার্ষিক (এক) কোটি টাকার অধিক টার্নওভার বিশিষ্ট হোটেল, কমিউনিটি সেন্টার, ট্রান্সপোর্ট এজেন্সি,
(ছ) কৃষক নহেন এইরূপ কোনো ব্যক্তি যিনি তামাক পাতা, সিগারেট, বিড়ি, জর্দা, গুল ও অন্যান্য তামাক জাতীয় পণ্য উৎপাদন এবং সরবরাহে জড়িত;
পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে

আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ বা PSR সংক্রান্ত অন্যান্য প্রণিধানযোগ্য বিধানাবলি:

(ক) বোর্ড, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, কোনো ব্যক্তিকে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করা হইতে অব্যাহতি দিতে পারবে।

(খ) যেসকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল বাধ্যতামূলক সেসকল ক্ষেত্রে কোনো নমিনেশন, মনোনয়ন বা আবেদন যাচাই-বাচাই, কোনো লাইসেন্স অনুমোদন, সার্টিফিকেট, সদস্যপদ, অনুমতি, ভর্তি, এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপের অনুমোদন, ঋণ অনুমোদন, ক্রেডিট কার্ড ইস্যু, সংযোগ বা অপারেশন অনুমোদন, নিবন্ধন সম্পাদন বা পেমেন্টের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল ব্যতীত কোনো প্রকার যাচাই-বাচাই, অনুমোদন, অনুমতি, মঞ্জুর, ইস্যু, ছাড়, সম্পাদন বা পেমেন্ট প্রদান হতে বিরত থাকবেন।

(গ) যে ব্যক্তির নিকট রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করা হইবে, সেই ব্যক্তি বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে দাখিলকৃত রিটার্ন দাখিলের প্রমাণাদির সঠিকতা যাচাই করিবেন।

(ঘ) যেসকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল বাধ্যতামূলক সেসকল ক্ষেত্রে কোনো নমিনেশন, মনোনয়ন বা আবেদন যাচাই-বাচাই, কোনো লাইসেন্স অনুমোদন, সার্টিফিকেট, সদস্যপদ, অনুমতি, ভর্তি, এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপের অনুমোদন, ঋণ অনুমোদন, ক্রেডিট কার্ড ইস্যু, সংযোগ বা অপারেশন অনুমোদন, নিবন্ধন সম্পাদন বা পেমেন্টের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল নিশ্চিত করবেন এবং দাখিলকৃত রিটার্ন দাখিলের প্রমাণাদির সত্যতা যাচাইয়ে ব্যর্থ হলে উক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে উপকর কমিশনার অনধিক ১০ লক্ষ টাকার জরিমানা আরোপ করতে পারবেন।

(ঙ) যুক্তিসঙ্গত শুনানির সুযোগ প্রদান ব্যতিরেকে ধারা ২৬৩ এর অধীন জরিমানা আরোপ করা যাবে না।

(চ) স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্য যেকোনো ব্যক্তি যিনি কোনো আইন বা আইনি ক্ষমতা রয়েছে এরূপ কোনো দলিলের অধীন নিগমিত, নিবন্ধিত বা গঠিত তিনি নিম্নবর্ণিত বৎসরসমূহে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের পরিবর্তে নাম ও টিআইএন সংবলিত প্রত্যয়নপত্র দাখিল করবেন-

(অ) নিগমন, নিবন্ধন বা গঠনের বৎসর; এবং

(আ) নিগমন, নিবন্ধন বা গঠনের বৎসরের পরের বৎসর।

আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ প্রদর্শন

আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৫ অনুযায়ী এ আইনের অধীন রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে এরূপ করদাতা যার ব্যবসা হইতে আয় রয়েছে তিনি রিটার্ন দাখিলের প্রমাণ তার ব্যবসার স্থানে সহজে দৃষ্টিগোচর হয় এরূপ কোনো স্থানে প্রদর্শন করবেন।।

কোনো করদাতা উল্লেখিত বিধান পরিপালনে ব্যর্থ হলে,অন্যূন ৫ হাজার টাকা এবং অনধিক ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা পরিশোধ করতে হতে পারে।

উপসংহার - আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ

করদাতার সংখ্যা বাড়ানোর পাশাপাশি করদাতা শনাক্তকরণ নম্বরধারীদের (টিআইএন) আয়কর রিটার্ন দাখিলে বাধ্য করতে সরকার উপরে উল্লেখিত ৪৩ ধরনের সেবার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা আয়কর আইন ২০২৩ এ রেখেছে।

আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ - Source/ Reference:

Share on – 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top