মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২
ধারা ৯ - মূসক নিবন্ধন বাতিল
(১) যদি কোন নিবন্ধিত ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা হইতে বিরত থাকেন, তাহা হইলে তিনি, নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, মূসক নিবন্ধন বাতিলের জন্য ১[সংশ্লিষ্ট কর্মকর্তার] নিকট আবেদন করিতে পারিবেন।
(২) কোন নিবন্ধিত ব্যক্তি যাহার আর নিবন্ধিত থাকিবার প্রয়োজন নাই, তাহার করযোগ্য সরবরাহ প্রদান অব্যাহত থাকিলে, তিনি নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে ১[সংশ্লিষ্ট কর্মকর্তার] নিকট নিবন্ধন বাতিলের জন্য আবেদন করিতে পারিবেন ২[ । ]
৩[***]
(৩) ৪[সংশ্লিষ্ট কর্মকর্তা], নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, মূসক নিবন্ধন বাতিল করিতে পারিবেন।
(৪) যদি কোন নিবন্ধিত ব্যক্তি মূসক নিবন্ধন বাতিলের জন্য উপ-ধারা (১) এর অধীন আবেদন দাখিল না করেন এবং যথাযথ অনুসন্ধানের পর যদি ১[সংশ্লিষ্ট কর্মকর্তার] নিকট প্রতীয়মান হয় যে, উক্ত ব্যক্তির মূসক নিবন্ধন বাতিলযোগ্য, তাহা হইলে তিনি উক্ত ব্যক্তিকে মূসক নিবন্ধন বাতিলের আবেদনপত্র দাখিল করিবার নির্দেশ প্রদান করিবেন এবং উক্ত নির্দেশ অনুযায়ী আবেদন করা না হইলে ৪[সংশ্লিষ্ট কর্মকর্তা] স্ব-উদ্যোগে তাহার মূসক নিবন্ধন বাতিল করিতে পারিবেন।
(৫) কোন নিবন্ধিত ব্যক্তির মূসক নিবন্ধন বাতিলের পর যদি দেখা যায় যে, তিনি তালিকাভুক্তিযোগ্য তাহা হইলে ৪[সংশ্লিষ্ট কর্মকর্তা] আবেদনের ভিত্তিতে বা স্ব-উদ্যোগে তাহাকে টার্নওভার করদাতা হিসাবে তালিকাভুক্ত করিতে পারিবেন।
(৬) কোন নিবন্ধিত ব্যক্তির মূসক নিবন্ধন বাতিল করা হইলে, তিনি―
(ক) অনতিবিলম্বে কর চালানপত্র, ৫[***] উৎসে কর কর্তন সনদপত্র, রশিদ, ক্রেডিট নোট, ডেবিট নোট, ইত্যাদি ব্যবহার বা ইস্যু করা হইতে বিরত থাকিবেন; এবং
(খ) নির্ধারিত সময়ের মধ্যে মূসক নিবন্ধন সনদপত্র এবং উহার সকল প্রত্যায়িত অনুলিপি ১[সংশ্লিষ্ট কর্মকর্তার] নিকট ফেরত প্রদান এবং বকেয়া কর পরিশোধ ও চূড়ান্ত মূসক দাখিলপত্র দাখিল করিবেন।
৬ [(৭) কোন ব্যক্তি অনলাইনে নিবন্ধন গ্রহণ করিবার পর সংশ্লিষ্ট কর্মকর্তা-
(ক) নিবন্ধনের আবেদনে উল্লিখিত ব্যক্তির ঠিকানা, অস্তিত্ব ও কার্যক্রম সরেজমিনে পরিদর্শনপূর্বক অন্যান্য তথ্যাদি যাচাই করিবেন;
(খ) যাচাইয়ান্তে ব্যক্তির ঠিকানা বা অস্তিত্ব পাওয়া না গেলে কিংবা গুরুত্বপূর্ণ তথ্যাদি অসত্য প্রমাণিত হইলে সংশ্লিষ্ট কর্মকর্তা উক্ত ব্যক্তির নিবন্ধন বাতিলের জন্য ৭[নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন।]
৮[***] ]
১ অর্থ আইন, ২০২১ এর ৩৭(ক) ধারাবলে “কমিশনারের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
২ অর্থ আইন, ২০১৯ এর ৫৮(ক) ধারাবলে “ : ” চিহ্নের পরিবর্তে “। ” চিহ্ন প্রতিস্থাপিত।
৩ অর্থ আইন, ২০১৯ এর ৫৮(ক) ধারাবলে উপ-ধারা (২) এর নিম্নরূপ শর্তাংশ বিলুপ্ত।
[তবে শর্ত থাকে যে, ধারা ৮ এর অধীন স্বেচ্ছায় নিবন্ধিত কোন ব্যক্তিকে কমপক্ষে এক বৎসর নিবন্ধিত থাকিতে হইবে ]
৪ অর্থ আইন, ২০১৯ এর ৩৭(খ) ধারাবলে “কমিশনার” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
৫ অর্থ আইন, ২০২১ এর ৩৭(গ) ধারাবলে “সমন্বিত কর চালানপত্র এবং” শব্দগুলি বিলুপ্ত।
৬ অর্থ আইন, ২০১৯ এর ৫৮(খ) ধারাবলে নূতন উপ-ধারা (৭) সংযোজিত।
৭ অর্থ আইন, ২০২১ এর ৩৭(ঘ)(অ) ধারাবলে “কমিশনারের নিকট সুপারিশ করিবেন; এবং” শব্দগুলি এবং চিহ্নের পরিবর্তে প্রতিস্থাপিত।
৮ অর্থ আইন, ২০২১ এর ৩৭(ঘ)(আ) ধারাবলে নিম্নরূপ দফা (গ) বিলুপ্ত।
[(গ) কমিশনার এইরূপ সুপারিশ প্রাপ্তি সাপেক্ষে উক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করিয়া, প্রযোজ্য ক্ষেত্রে, বকেয়া কর আদায়পূর্বক নিবন্ধন বাতিল ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। ]
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।