Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬

বিধি ২ দফা (থথথ) - স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়

[ “স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়” অর্থ রাজস্ব কর্মকর্তা, মূল্য সংযোজন কর এর কার্যালয়, মূল্য সংযোজন কর বৃহৎ করদাতা ইউনিট-এর আওতাধীন রাজস্ব কর্মকর্তা এর অধীনে ন্যস্ত যে কোনো শাখা এবং বোর্ড কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত অন্য কোনো কার্যালয়; ]

   এস.আর.ও. নং-২২৬-আইন/২০১৯/৬২-মূসক, তারিখ: ৩০ জুন ২০১৯ দ্বারা নূতন দফা (থথথ) সন্নিবেশিত।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top