মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২
১[ ধারা ২ দফা ৩৮ - কোম্পানি
“কোম্পানি” অর্থ বাংলাদেশ বা অন্য কোন দেশের বিদ্যমান কোন আইনের অধীন কোম্পানি হিসাবে নিগমিত কোন প্রতিষ্ঠান; ]
১ অর্থ আইন, ২০১৯ এর ৫৩(১০) ধারাবলে নিম্নরূপ দফা (৩৮) এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ “কোম্পানী” অর্থ কোন আইনের অধীন কোম্পানী হিসাবে নিগমিত কোন প্রতিষ্ঠান;]
১.১ অর্থ আইন, ২০২০ এর ৫৪(৫) ধারাবলে, পরবর্তীতে অর্থ আইন ২০১৯ দ্বারা প্রতিস্থাপিত নিম্নরূপ দফা (৩৮) এর পরিবর্তে পুনরায় প্রতিস্থাপিত।
[ “কোম্পানী” অর্থ কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর অধীন কোম্পানী হিসাবে নিগমিত কোন প্রতিষ্ঠান; ]
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।