উৎসে কর বিধিমালা ২০২৪
বিধি ৫ - অনিবাসীদের আয় হইতে কর কর্তন বা সংগ্রহ
(১) আইনের ধারা ১১৯ এর অধীন যেইক্ষেত্রে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দায়িত্বপ্রাপ্ত অন্য যেকোনো ব্যক্তি কোনো অনিবাসীকে এইরূপ কোনো অর্থ পরিশোধ করেন যাহা এই আইনের অধীন উক্ত অনিবাসীর জন্য করযোগ্য, সেইক্ষেত্রে উক্ত অর্থ পরিশোধের সময় উক্ত অর্থ প্রদানকারী, যদি না তিনি নিজেই এজেন্ট হিসাবে কর পরিশোধের জন্য দায়বদ্ধ থাকেন, নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে কর কর্তন বা সংগ্রহ করিবেন, যথা :
১[ সারণী
| ক্রমিক নং | পরিশোধের বর্ণনা | হার | |
| (১) | (২) | (৩) | |
| ১। | উপদেষ্টা বা পরামর্শক | স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে | ২০% |
| স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে | ১০% | ||
| ২। | প্রি-শিপমেন্ট পরিদর্শন | ২০% | |
| ৩। | পেশাদার সেবা (professional service) | স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে | ২০% |
| স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে | ১০% | ||
| ৪। | কারিগরি সেবা ফি বা কারিগরি সহায়তা ফি (Technical services, technical know-how or technical assistance) | ২০% | |
| ৫। | আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইন বা ল্যান্ডস্কেপ ডিজাইন, ফ্যাশন ডিজাইন বা প্রসেস ডিজাইন | ২০% | |
| ৬। | সার্টিফিকেশন, রেটিং ইত্যাদি | ২০% | |
| ৭। | স্যাটেলাইট, এয়ারটাইম বা ফ্রিকোয়েন্সি ব্যবহার বাবদ ভাড়া বা অন্য কোনো ব্যয়/ চ্যানেল সম্প্রচার বাবদ ভাড়া | ২০% | |
| ৮। | আইনি সেবা | ২০% | |
| ৯। | ইভেন্ট ম্যানেজমেন্টসহ ব্যবস্থাপনা সেবা | ২০% | |
| ১০। | কমিশন | ২০% | |
| ১১। | রয়্যালটি, লাইসেন্স ফি বা স্পর্শাতীত সম্পত্তির জন্য পরিশোধিত অর্থ | ২০% | |
| ১২। | সুদ | ২০% | |
| ১৩। | বিজ্ঞাপন সম্প্রচার | ২০% | |
| ১৪। | বিজ্ঞাপন নির্মাণ ও ডিজিটাল মার্কেটিং | ১৫% | |
| ১৫। | ধারা ২৫৯ এবং ধারা ২৬০ এ উল্লিখিত ক্ষেত্রসমূহ ব্যতীত নৌ পরিবহন বা বিমান পরিবহন | ৭.৫% | |
| ১৬। | কন্ট্রাক্টর, সাব-কন্ট্রাক্টর ও সাব-সাব-কন্ট্রাক্টর কর্তৃক ম্যানুফ্যাকচারিং, প্রসেস বা কনভারশন, পূর্ত কাজ, নির্মাণ, প্রকৌশল বা সমজাতীয় অন্য কোনো কাজের ক্ষেত্রে | ৭.৫% | |
| ১৭। | পণ্য সরবরাহ | ৭.৫% | |
| ১৮। | মূলধনি মুনাফা | ১৫% | |
| ১৯। | বীমা প্রিমিয়াম | ১০% | |
| ২০। | যন্ত্রপাতি, সরঞ্জাম ইত্যাদি ভাড়া | ১৫% | |
| ২১। | লভ্যাংশ | (১) কোম্পানি, তহবিল বা ট্রাস্ট কর্তৃক গৃহীত হইলে | ২০% |
| (২) কোম্পানি, তহবিল বা ট্রাস্ট ব্যতীত অন্যান্য ব্যক্তি কর্তৃক গৃহীত হইলে | ৩০% | ||
| ২২। | শিল্পী, গায়ক বা খেলোয়াড় কর্তৃক গৃহীত অর্থ | ৩০% | |
| ২৩। | বেতন বা পারিশ্রমিক | ৩০% | |
| ২৪। | পেট্রোলিয়াম অপারেশনের অনুসন্ধান বা ড্রিলিং | ৫.২৫% | |
| ২৫। | কয়লা, তেল বা গ্যাস অনুসন্ধানের জন্য সমীক্ষা | ২০% | |
| ২৬। | জেনারেল ইন্সু্যুরেন্স কোম্পানির সার্ভেয়ার ফি ইত্যাদি | ৫.২৫% | |
| ২৭। | তেল বা গ্যাসক্ষেত্র এবং এর রপ্তানি পয়েন্টের মধ্যে সংযোগ স্থাপনের জন্য যেকোনো সেবা | ৫.২৫% | |
| ২৮। | ব্যান্ডউইদ বাবদ পরিশোধ | ১০% | |
| ২৯। | কুরিয়ার সার্ভিস | ১৫% | |
| ৩০। | অন্য কোনো পরিশোধ | ২০% ] | |
তবে শর্ত থাকে যে, যখন কোনো কোম্পানির শেয়ার হস্তান্তর হইতে কোনো মূলধনি আয় উদ্ভূত হয়, তবে, ক্ষেত্রমোতাবেক, উক্ত হস্তান্তর বাস্তবায়নের জন্য দায়ী ব্যক্তি বা কর্তৃপক্ষ উক্তরূপ হস্তান্তর কার্যকর করিবেন না যদি না উক্তরূপ হস্তান্তরের ফলে উদ্ভূত মূলধনি আয়ের উপর কর পরিশোধ করা না হয়।
(২) যেইক্ষেত্রে বোর্ড, এতদুদ্দেশ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রাপ্ত আবেদনের ভিত্তিতে সন্তুষ্ট হইয়া আবেদন প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে এই মর্মে সনদ প্রদান করে যে, কোনো অনিবাসীকে কর চুক্তি বা অন্য কোনো কারণে বাংলাদেশে কোনো কর প্রদান করিতে হইবে না বা হ্রাসকৃত হারে কর প্রদান করিতে হইবে, সেইক্ষেত্রে উপ-বিধি (১) এ উল্লিখিত পরিশোধ কর কর্তন ব্যতিরেকে বা হ্রাসকৃত হারে কর কর্তনপূর্বক করা যাইবে।
২[ (৩) নিম্নবর্ণিত অতিরাষ্ট্রিক ব্যয় বা পরিশোধের ক্ষেত্রে বিধি (৫) এর অধীন কর কর্তন প্রযোজ্য হইবে না, যথা:–
(ক) বৈদেশিক কোনো রাষ্ট্রের কোনো সরকারি কর্তৃপক্ষ বরাবরে কোনো পরিশোধ;
(খ) আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো প্রফেশনাল বডির সাবস্ক্রিপশন ফি বাবদ পরিশোধিত অর্থ;
(গ) লিয়াজোঁ অফিস বা শাখা অফিস ব্যয়;
(ঘ) বাংলাদেশ ব্যাংকের Guidelines for Foreign Exchange Transactions অনুযায়ী এবং Authorized Dealer (AD) কর্তৃক যাচাইকৃত টিউশন ফি ;
(ঙ) আন্তর্জাতিক বিপণন ব্যয় ও পণ্য উন্নয়ন ব্যয়;
(চ) যেকোনো প্রকারের নিরাপত্তা জামানত;
(ছ) আরবিট্রেশন ফি;
(জ) হজ্ব বাবদ প্রেরিত অৰ্থ ;
(ঝ) প্রায়োরিটি পাস বাবদ অর্থ। ]
১ এস.আর.ও. নং-১৫৭-আইন/আয়কর-১২/২০২৫, তারিখ: ২৬ মে, ২০২৫ দ্বারা উপ-বিধি (১) এ উল্লিখিত নিম্নরূপ সারণীর পরিবর্তে প্রতিস্থাপিত, যাহা ০১ জুলাই ২০২৫ হইতে কার্যকর।
[ সারণী
| ক্রমিক নং | পরিশোধের বর্ণনা | হার |
| ১। | উপদেষ্টা বা পরামর্শ | ২০% |
| ২। | প্রি-শিপমেন্ট পরিদর্শন | ২০% |
| ৩। | পেশাদার সেবা, কারিগরি সেবা ফি, বা কারিগরি সহায়তা ফি (Professional service, technical services, technical know-how or technical assistance) | ২০% |
| ৪। | আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইন বা ল্যান্ডস্কেপ ডিজাইন, ফ্যাশন ডিজাইন বা প্রসেস ডিজাইন | ২০% |
| ৫। | সার্টিফিকেশন, রেটিং ইত্যাদি | ২০% |
| ৬। | স্যাটেলাইট, এয়ারটাইম বা ফ্রিকোয়েন্সি ব্যবহার বাবদ ভাড়া বা অন্য কোনো ব্যয়/ চ্যানেল সম্প্রচার বাবদ ভাড়া | ২০% |
| ৭। | আইনি সেবা | ২০% |
| ৮। | ইভেন্ট ম্যানেজমেন্টসহ ব্যবস্থাপনা সেবা | ২০% |
| ৯। | কমিশন | ২০% |
| ১০। | রয়্যালটি, লাইসেন্স ফি বা স্পর্শাতীত সম্পত্তির জন্য পরিশোধিত অর্থ | ২০% |
| ১১। | সুদ | ২০% |
| ১২। | বিজ্ঞাপন সম্প্রচার | ২০% |
| ১৩। | বিজ্ঞাপন নির্মাণ ও ডিজিটাল মার্কেটিং | ১৫% |
| ১৪। | ধারা ২৫৯ এবং ধারা ২৬০ এ উল্লিখিত ক্ষেত্রসমূহ ব্যতীত নৌ পরিবহন বা বিমান পরিবহন | ৭.৫০% |
| ১৫। | কন্ট্রাক্টর, সাব-কন্ট্রাক্টর ও সাব-সাব-কন্ট্রাক্টর কর্তৃক ম্যানুফ্যাকচারিং, প্রসেস বা কনভারশন, পূর্ত কাজ, নির্মাণ, প্রকৌশল বা সমজাতীয় অন্য কোনো কাজের জন্য সম্পাদিত চুক্তির বিপরীতে সেবা সরবরাহের ক্ষেত্রে | ৭.৫০% |
| ১৬। | পণ্য সরবরাহ | ৭.৫০% |
| ১৭। | মূলধনি মুনাফা | ১৫% |
| ১৮। | বীমা প্রিমিয়াম | ১০% |
| ১৯। | যন্ত্রপাতি, সরঞ্জাম ইত্যাদি ভাড়া | ১৫% |
| ২০। | লভ্যাংশ (২) কোম্পানি, তহবিল বা ট্রাস্ট ব্যতীত অন্যান্য ব্যক্তি কর্তৃক গৃহীত হইলে | ২০% ৩০% |
| ২১। | শিল্পী, গায়ক বা খেলোয়াড় কর্তৃক গৃহীত অর্থ | ৩০% |
| ২২। | বেতন বা পারিশ্রমিক | ৩০% |
| ২৩। | পেট্রোলিয়াম অপারেশনের অনুসন্ধান বা ড্রিলিং | ৫.২৫% |
| ২৪। | কয়লা, তেল বা গ্যাস অনুসন্ধানের জন্য সমীক্ষা | ২০% |
| ২৫। | জেনারেল ইন্সু্যুরেন্স কোম্পানির সার্ভেয়ার ফি ইত্যাদি | ৫.২৫% |
| ২৬। | তেল বা গ্যাসক্ষেত্র এবং এর রপ্তানি পয়েন্টের মধ্যে সংযোগ স্থাপনের জন্য যেকোনো সেবা | ৫.২৫% |
| ২৭। | ব্যান্ডউইদ বাবদ পরিশোধ | ১০% |
| ২৮। | কুরিয়ার সার্ভিস | ১৫% |
| ২৯। | অন্য কোনো পরিশোধ | ২০% ] |
২ এস.আর.ও. নং-১৫৭-আইন/আয়কর-১২/২০২৫, তারিখ: ২৬ মে, ২০২৫ দ্বারা নিম্নরূপ উপ-বিধি (৩) এর পরিবর্তে প্রতিস্থাপিত, যাহা ০১ জুলাই ২০২৫ হইতে কার্যকর।
[ (৩) নিম্নবর্ণিত অতিরাষ্ট্রিক ব্যয় বা পরিশোধের ক্ষেত্রে বিধি (৫) এর অধীন কর কর্তন প্রযোজ্য হইবে না, যথা:
(ক) বৈদেশিক কোনো রাষ্ট্রের কোনো কর্তৃপক্ষ বরাবরে কোনো পরিশোধ;
(খ) কোনো প্রফেশনাল বডির সাবস্ক্রিপশন ফি বাবদ পরিশোধিত অর্থ;
(গ) লিয়াজোঁ অফিস ব্যয়;
(ঘ) আন্তর্জাতিক বিপণন ব্যয় ও পণ্য উন্নয়ন ব্যয়;
(ঙ) টিউশন ফি;
(চ) যেকোনো প্রকারের নিরাপত্তা জামানত। ]
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।