আয়কর আইন ২০২৩
প্রথম তফসিল - বিনিয়োগে বিশেষ করহার [ধারা ২৪ দ্রষ্টাব্য]
অংশ ২ - আয়ের স্বপ্রণৌদিত প্রদর্শন
আয়ের স্বপ্রণোদিত প্রদর্শন।-
(১) কোনো ব্যক্তি-
(ক) যাহার পূর্ববর্তী এক বা একাধিক আয়বর্ষের কর নির্ধারণ করা হয় নাই এবং যিনি উক্ত এক বা একাধিক বৎসরের জন্য কোনো রিটার্ন দাখিল করেন নাই, তিনি তাহার রিটার্নে চলতি করবর্ষের আয়ের সহিত তাহার উক্ত আয় খাতওয়ারি প্রদর্শন করিতে পারিবেন; বা
(খ) যাহার পূর্ববর্তী এক বা একাধিক আয়বর্ষের কর নির্ধারণ করা হইয়াছে; তবে এইরূপ আয় নির্ধারণের সময় কোনো আয় বাদ পরিয়াছে অথবা নির্ধারণকৃত আয়ের পরিমাণ প্রকৃত আয় অপেক্ষা কম প্রদর্শিত হইয়াছে, তিনি তাহার রিটার্নে চলতি করবর্ষের আয়ের সহিত উক্ত অপ্রদর্শিত আয় খাতওয়ারি প্রদর্শন করিতে পারিবেন।
(২) উপ-অনুচ্ছেদ (১) এ উল্লিখিত রিটার্ন বৈধ হিসাবে বিবেচিত হইবে, যদি-
(ক) উক্ত ব্যক্তি রিটার্ন দাখিল করিবার পূর্বে –
(অ) এইরুপ আয়সহ মোট আয়ের উপর পরিশোধযোগ্য কর পরিশোধ করেন; এবং
(আ) অপ্রদর্শিত আয়ের সমানুপাতিক করের ১০% (দশ শতাংশ) হারে জরিমানা পরিশোধ করেন;
(খ) ধারা ১৭১ এ উল্লিখিত সময়সীমার মধ্যে আয়ের রিটার্ন দাখিল করা হয়; এবং
(গ) রিটার্নের সহিত নিম্নবর্ণিত বিষয়াদি উল্লেখপূর্বক একটি ঘোষণাপত্র সংযুক্ত করা হয়-
(অ) ঘোষণা প্রদানকারী ব্যক্তির নাম;
(আ) ঘোষিত আয়ের খাত ও পরিমাণ; এবং
(ই) ঘোষিত আয়ের উপর পরিশোধিত কর ও জরিমানা।
(৩) এই অনুচ্ছেদের বিধানাবলি প্রযোজ্য হইবে না, যদি-
(ক) এইরুপ আয়ের রিটার্ন দাখিলের পূর্বে ধারা ২১২ এর অধীন কোনো আয়, পরিসম্পদ বা ব্যয় গোপন করিবার বা কোনো আয় বা তাহার অংশবিশেষের উপর কর ফাঁকি দেওয়ার কারণে কোনো নোটিশ জারি করা হয়;
(খ) এইরূপ আয়ের রিটার্ন দাখিলের পূর্বে ধারা ২০০ এর উপ-ধারা (২) এর অধীন কোনো ব্যাংক কোম্পানির উপর কোনো নোটিশ জারি করা হয়;
(গ) এইরুপ আয়ের রিটার্ন দাখিলের পূর্বে ধারা ৩১১–৩১৩ এর অধীন কোনো কার্যক্রম গ্রহণ করা হয়;
(ঘ) এই অনুচ্ছেদের অধীন ঘোষিত কোনো আয়-
(অ) কোনো বৈধ উৎস হইতে উদ্ভূত না হয়; বা
(আ) আপাতত বলবৎ অন্য কোনো আইনের অধীন অপরাধমূলক কার্যক্রম হইতে উদ্ভূত হয়; বা
(ঙ) এই অনুচ্ছেদের অধীন ঘোষিত কোনো আয় সংশ্লিষ্ট করবর্ষে কর অব্যাহতি প্রাপ্ত হয়।
(৪) এই অনুচ্ছেদের অধীন প্রদর্শিত আয় নিম্নবর্ণিত কার্যক্রমসহ যেকোনো উৎপাদনমূলক কার্যক্রম বা খাতে বিনিয়োগ করা যাইবে, যথা:-
(ক) শিল্লোদ্যোগ ও তাহার সম্প্রসারণ;
(খ) বিদ্যমান কোনো শিল্প-কারখানার প্রমিতকরণ, আধুনিকীকরণ, সংস্কার ও সম্প্রসারণ;
(গ) ইমারত বা অ্যাপার্টমেন্ট বা ভূমি;
(ঘ) বাংলাদেশ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সিকিউরিটিজ; বা
(ঙ) পণ্য ও সেবা উৎপাদনকারী কোনো ব্যবসা, বাণিজ্য বা শিল্পোদ্যোগ।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।