টার্নওভার নির্বিশেষে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর আওতায় নিবন্ধিত হইবার লক্ষ্যে দিক-নির্দেশনা প্রদান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় রাজস্ব বোর্ড
ঢাকা
[ ভ্যাট বিভাগ ]
সাধারণ আদেশ নং ১৭/মূসক/২০১৯
তারিখ: ০২ শ্রাবণ, ১৪২৬ বঙ্গাব্দ। ১৭ জুলাই, ২০১৯ খ্রিস্টাব্দ।
বিষয়ঃ টার্নওভার নির্বিশেষে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর আওতায় নিবন্ধিত হইবার লক্ষ্যে দিক-নির্দেশনা প্রদান।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন), অত:পর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৪ এর উপ-ধারা (২) এর দফা (ঘ) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড, নিম্নবর্ণিত-
(ক) টেবিল-১ এর কলাম (১) এ উল্লিখিত Customs Act, 1969 (Act IV of 1969) এর First Schedule এর শিরোনামা সংখ্যা (Heading No.) এর বিপরীতে কলাম (২) এ বিধৃত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) বিপরীতে কলাম (৩) এ বর্ণিত পণ্যের উৎপাদনকারীকে,
(খ) টেবিল-২ এর কলাম (১) এ উল্লিখিত শিরোনামা সংখ্যার বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সেবার কোড এর আওতাধীন কলাম (৩) এ বর্ণিত সেবা প্রদানকারীকে, এবং
(গ) ১[ অবস্থান নির্বিশেষে সুপারশপ, শপিংমল ও টেবিল-৩ এর কলাম (১) এ উল্লিখিত Customs Act, 1969 (Act IV of 1969) এর First Schedule এর শিরোনামা সংখ্যা (Heading No.) এর বিপরীতে কলাম (২) এ বিধৃত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) বিপরীতে কলাম (৩) এ বর্ণিত পণ্যের ব্যবসায়ী পর্যায়ের সরবরাহের ক্ষেত্রে যে সকল প্রতিষ্ঠান জেলা শহর বা সিটি কর্পোরেশন এর আওতাধীন এলাকায় অবস্থিত তাহাদেরকে, ]
বার্ষিক টার্নওভারের পরিমাণ নির্বিশেষে উক্ত আইনের ধারা ৬ এর আওতায় নিবন্ধিত হইবার এবং কর প্রদানের আদেশ প্রদান করিল, যথা:-
টেবিল ১
শিরোনামা সংখ্যা (Heading No.) | সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) | পণ্য |
---|---|---|
(১) | (২) | (৩) |
০৪.০১-০৪.০৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | মিল্ক পণ্য |
১১.০৮ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | স্টার্চ |
১৩.০১, ১৩.০২ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | গাম |
১৭.০২ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | গ্লুকোজ/ ডেক্সট্রোজ |
১৭.০৩ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | মোলাসেস |
১৭.০৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | লজেন্স, চুইংগাম |
১৮.০৬ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | চকলেট |
১৯.০২ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | নুডলস ও অন্যান্য খাদ্য সামগ্রী |
১৯.০৫ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | বিস্কুট, চানাচুর ও অন্যান্য খাদ্য সামগ্রী |
২০.০৭ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | জ্যাম ও জেলি |
২১.০৩, ২১.০৬ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | আচার, সস |
২৫.০৭ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | চায়না ক্লে |
২৫.২১-২৫.২২ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | লাইম |
২৫.১৫, ৬৮.০২ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | মার্বেল স্টোন |
২৮.২৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | লেড অক্সাইড |
২৮.৩৩, ৩৩.০৭ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | এলাম |
২৮.৩৯ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | সোডিয়াম সিলিকেট |
২৯.০৫ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | গ্লিসারিন |
২৯.১৫ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | এসিটিক এসিড |
২৯.৩৩ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | মেলামাইন |
৩১.০১ হইতে ৩০.০৬ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | এন্টিসেপটিক, ডিসইনফেকট্যান্ট ও ঔষধ |
৩২.০৭ হইতে ৩২.১২ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | পিগমেন্টস, ভার্নিসেস ও পলিসেস |
৩২.১৫ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | সকল প্রকার ইঙ্ক |
৩৪.০১ হইতে ৩৪.০২ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | তরল সাবানসহ সকল প্রকার সাবান |
৩৪.০২ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | ডিটারজেন্ট |
৩৬.০৫ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | দিয়াশলাই |
৩৮.০৮ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | মশার কয়েল |
৩৯.২১ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | ফোম |
৩৯.২৩ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | পিভিসি পাইপ/ প্লাস্টিক কন্টেইনার |
৩৯.২৬ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | প্লাস্টিক পণ্য |
৪০.১১-৪০.১৩ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | টায়ার টিউব |
৪০.১৬ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | রাবার প্রোডাক্ট |
৪২.০২, ৬৪.০৩ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | চামড়াজাত পণ্য |
৪৪.০৯-৪৪.২১ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | কাঠের পণ্য |
৪৪.১০ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | পার্টিক্যাল বোর্ড |
৪৮.১০ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | ইনসুলেশন বোর্ড |
৪৪.১১ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | হার্ডবোর্ড |
৪৪.১২ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | প্লাইউড |
৪৭.০৩-৪৭.০৫ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | পাল্প |
৪৮.১৮ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | টয়লেট পেপার/ টিস্যু পেপার/ স্যানিটারি ন্যাপকিন |
৪৮.১৯ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | প্যাকেজিং ম্যাটেরিয়ালস |
৫১.০৫ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | উলেন ফেব্রিক্স |
৫২.০৫ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | কটন ইয়ার্ন |
৫২.০৮ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | কটন ফেব্রিক্স |
৫৪.০৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | সিনথেটিক ফাইবার |
৫৬.০৭ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | নাইলন কর্ড |
৫৬.০৮ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | ফিশিং নেট |
৫৯-৬২ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | নিটেড এন্ড ক্রোচড ফেব্রিক্স/ সকস/ রেডিমেড গার্মেন্টস |
৬৮.০৫ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | সেন্ড পেপার |
৬৮.১১ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | এসবেস্টস |
৬৯.০১ হইতে ৬৯.০৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | সকল প্রকার ইট |
৬৯.০৩ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | কার্বন রড |
৬৯.০৫ হইতে ৬৯.১৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | সকল প্রকার সিরামিক এবং পোরসেলিনের তৈরী পণ্য |
৭০.১৩ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | গ্লাসওয়্যার |
৭২.০৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | স্ক্র্যাপ |
৭২.১০ হইতে ৭৩.২৬ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | সকল প্রকার এম এস প্রোডাক্ট |
৭৩.২০ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | লিফ স্প্রিং |
২ [৭৩.২১ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | Cooking Appliances |
৭৩.২৩ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | Kitchen Appliances ] |
৭৩.২৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | সেনিটারি ওয়্যার |
৭২.১৮ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | স্টীল ইনগট |
৭২.২৫ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | স্টেইনলেস স্টীল |
৭৩.১৭, ৭৪.১৫, ৭৬.১৬, ৭৯.০৭ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | নেইলস |
৭৪.০৮-৭৬.০৫ ৮৫.৪৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | কপার এন্ড এ্যালুমিনিয়াম ওয়্যার |
৭৬.০৪-৭৬.০৬ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | এ্যালুমিনিয়াম ফিটিংস |
৭৬.০৭ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | এ্যালুমিনিয়াম ফয়েল |
৭৮.০১ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | লেড ইনগট |
৮২.০৮ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | ব্লেড |
৮৩.১১ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | ওয়েল্ডিং ইলেক্ট্রোড |
৮৪.১৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | বৈদ্যুতিক পাখা ও উহার যন্ত্রাংশ |
৮৪.১৬ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | গ্যাস বার্নার |
৮৫.০৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | ইলেক্ট্রিক ট্রান্সফর্মার |
৮৫.০৬, ৮৫.০৭ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | ড্রাইসেল ব্যাটারি ও স্টোরেজ ব্যাটারি |
৮৫.০৭ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | ব্যাটারি সেপারেটর |
৮৫.২৮ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | টেলিভিশন |
৮৫.৩৯ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | বৈদ্যুতিক বাল্ব |
৮৭.১৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | বাইসাইকেল পার্টস |
টেবিল ২
শিরনামা সংখ্যা | সেবার কোড | সেবা প্রদানকারী |
---|---|---|
(১) | (২) | (৩) |
S০০১ | S০০১.১০ | হোটেল (প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতির ক্ষেত্র ব্যতীত) |
S০০১ | S০০১.২০ | রেস্তোরাঁ (প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতির ক্ষেত্র ব্যতীত) |
S০০২ | S০০২.০০ | ডেকোরেটরস ও ক্যাটারার্স |
S০০৩ | S০০৩.১০ | মোটর গাড়ীর গ্যারেজ এবং ওয়ার্কসপ |
S০০৩ | S০০৩.২০ | ডক ইয়ার্ড |
S০০৪ | S০০৪.০০ | নির্মাণ সংস্থা |
S০০৫ | S০০৫.১০ | পণ্যাগার |
S০০৫ | S০০৫.২০ | বন্দর |
S০০৭ | S০০৭.০০ | বিজ্ঞাপনী সংস্থা |
S০০৮ | S০০৮.১০ | ছাপাখানা |
S০০৯ | S০০৯.০০ | নিলামকারী সংস্থা |
S০১০ | S০১০.১০ | ভূমি উন্নয়ন সংস্থা |
S০১০ | S০১০.২০ | ভবন নির্মাণ সংস্থা |
S০১২ | S০১২.১০ | টেলিফোন |
S০১২ | S০১২.১১ | টেলিপ্রিন্টার |
S০১২ | S০১২.১২ | টেলেক্স |
S০১২ | S০১২.১৩ | ফ্যাক্স |
S০১২ | S০১২.১৪ | ইন্টারনেট সংস্থা |
S০১২ | S০১২.২০ | ৩[ সিম কার্ড বা e-SIM সরবরাহকারী ] |
S০১৩ | S০১৩.০০ | যান্ত্রিক লন্ড্রি |
S০১৪ | S০১৪.০০ | ইন্ডেনটিং সংস্থা |
S০১৫ | S০১৫.১০ | ফ্রেইট ফরোয়ার্ডার্স |
S০১৫ | S০১৫.২০ | ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং সংস্থা |
S০১৭ | S০১৭.০০ | কম্যুনিটি সেন্টার |
S০১৮ | S০১৮.০০ | চলচ্চিত্র স্টুডিও |
S০২০ | S০২০.০০ | জরিপ সংস্থা |
S০২১ | S০২১.০০ | প্ল্যান্ট বা মূলধনী যন্ত্রপাতি ভাড়া প্রদানকারী সংস্থা |
S০২২ | S০২২.০০ | মিষ্টান্ন ভান্ডার |
S০২৩ | S০২৩.১০ | চলচ্চিত্র প্রদর্শক (প্রেক্ষাগৃহ) |
S০২৩ | S০২৩.২০ | চলচ্চিত্র পরিবেশক |
S০২৪ | S০২৪.১০ | আসবাবপত্রের উৎপাদক |
S০২৪ | S০২৪.২০ | আসবাবপত্রের বিপণন কেন্দ্ৰ |
S০২৬ | S০২৬.০০ | স্বর্ণকার ও রৌপ্যকার এবং স্বর্ণের ও রৌপ্যের দোকানদার এবং স্বর্ণ পাকাকারী |
S০২৭ | S০২৭.০০ | বীমা কোম্পানি (প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতির ক্ষেত্র ব্যতীত) |
S০২৮ | S০২৮.০০ | কুরিয়ার (courier) ও এক্সপ্রেস মেইল সার্ভিস |
S০৩০ | S০৩০.০০ | বিউটি পার্লার |
S০৩২ | S০৩২.০০ | কনসালটেন্সী ফার্ম ও সুপারভাইজরী ফার্ম |
S০৩৩ | S০৩৩.০০ | ইজারাদার |
S০৩৪ | S০৩৪.০০ | অডিট এন্ড এ্যাকাউন্টিং ফার্ম |
S০৩৫ | S০৩৫.০০ | শিপিং এজেন্ট |
S০৩৬ | S০৩৬.১০ | শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকূল বাস সার্ভিস |
S০৩৬ | S০৩৬.২০ | ৪ [ শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকূল নৌযান সার্ভিস ] |
S০৩৬ | S০৩৬.৩০ | শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল রেলওয়ে সার্ভিস |
S০৩৭ | S০৩৭.০০ | যোগানদার (Procurement Provider) |
S০৩৮ | S০৩৮.০০ | বিদেশি শিল্পী সহযোগে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক |
S০৩৯ | S০৩৯.১০ | স্যাটেলাইট ক্যাবল অপারেটর |
S০৩৯ | S০৩৯.২০ | স্যাটেলাইট চ্যানেল ডিস্ট্রিবিউটর |
S০৪০ | S০৪০.০০ | সিকিউরিটি সার্ভিস |
S০৪৩ | S০৪৩.০০ | টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী |
S০৪৬ | S০৪৬.০০ | হেলথ্ ক্লাব ও ফিটনেস সেন্টার |
S০৪৭ | S০৪৭.০০ | খেলাধুলা আয়োজক |
S০৪৮ | S০৪৮.০০ | পরিবহন ঠিকাদার |
S০৪৯ | S০৪৯.০০ | যানবাহন ভাড়া প্রদানকারী |
S০৫০ | S০৫০.১০ | আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার বা ইন্টেরিয়র ডেকোরেটর |
S০৫০ | S০৫০.২০ | গ্রাফিক ডিজাইনার |
S০৫১ | S০৫১.০০ | ইঞ্জিনিয়ারিং ফার্ম |
S০৫২ | S০৫২.০০ | শব্দ ও আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী |
S০৫৩ | S০৫৩.০০ | বোর্ড সভায় যোগদানকারী |
S০৫৪ | S০৫৪.০০ | উপগ্রহ চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারকারী |
S০৫৬ | S০৫৬.০০ | ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী |
S০৫৭ | S০৫৭.০০ | বিদ্যুৎ বিতরণকারী |
S০৫৮ | S০৫৮.০০ | চার্টার্ড বিমান বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী সংস্থা |
S০৫৯ | S০৫৯.০০ | গ্লাসশীট প্রলেপকারী প্রতিষ্ঠান |
S০৬০ | S০৬০.০০ | নিলামকৃত পণ্যের ক্রেতা |
S০৬১ | S০৬১.০০ | ক্রেডিট কার্ড প্রদানকারী প্রতিষ্ঠান |
S০৬২ | S০৬২.০০ | অর্থ বিনিময়কারী (মানি চেঞ্জার) প্রতিষ্ঠান |
S০৬৩ | S০৬৩.০০ | টেইলারিং সপ ও টেইলার্স |
S০৬৪ | S০৬৪.১০ | এ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক |
S০৬৪ | S০৬৪.২০ | পিকনিক স্পট, শ্যুটিং স্পট ও পর্যটন স্থান বা স্থাপনা |
S০৬৫ | S০৬৫.০০ | ভবন, মেঝে ও অংগন পরিস্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা |
S০৬৬ | S০৬৬.০০ | লটারীর টিকিট বিক্রয়কারী |
S০৬৭ | S০৬৭.০০ | ইমিগ্রেশন উপদেষ্টা |
S০৬৮ | S০৬৮.০০ | কোচিং সেন্টার |
S০৭১ | S০৭১.০০ | অনুষ্ঠান আয়োজক |
S০৭২ | S০৭২.০০ | মানব সম্পদ সরবরাহ বা ব্যবস্থাপনা প্ৰতিষ্ঠান |
৫ [*** | *** | *** ] |
S০৭৬ | S০৭৬.০০ | সামাজিক ও খেলাধুলা বিষয়ক ক্লাব |
S০৭৮ | S০৭৮.০০ | তৈরি পোশাক বিপণন |
S০৭৯ | S০৮০.০০ | রাইড শেয়ারিং |
S০৯৯ | S০৯৯.১০ | তথ্য-প্রযুক্তি নির্ভর সেবা (Information Technology Enabled Services) |
S০৯৯ | S০৯৯.৩০ | স্পন্সরশীপ সেবা (Sponsorship Services) |
S০৯৯ | S০৯৯.৫০ | ক্রেডিট রেটিং এজেন্সি |
S০৯৯ | S০৯৯.৬০ | অনলাইনে পণ্য বিক্রয় |
টেবিল ৩
শিরোনামা সংখ্যা (Heading No.) | সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) | পণ্য |
---|---|---|
(১) | (২) | (৩) |
২৫.২৩ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | সিমেন্ট |
৬৯.০৫ হইতে ৬৯.১৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | সকল প্রকার সিরামিক এবং পোরসেলিনের তৈরি পণ্য |
৭০.১০ হইতে ৭০.১২ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | জিপি শীট/ সিআই শীট |
৭২.১৩ হইতে ৭২.১৬ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | এমএস প্রোডাক্ট |
৭৩.২৪ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | সেনিটারিওয়্যার |
৭৬.০৪-৭৬.০৬ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | এ্যালুমিনিয়াম ফিটিংস |
৮৪.১৫, ৮৪.১৬ ৮৫.০৯, ৮৫.১৬ ৮৫.২৮, ৮৫.২৯ | প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড | এয়ারকন্ডিশনার, রেফ্রিজারেটর, টেলিভিশন সহ সকল প্রকার ইলেকট্রিক ও ইলেক্ট্রনিক্স ইলেকট্রনিক্স পণ্য সামগ্ৰী |
ব্যাখ্যাঃ
(১) “সুপারশপ” অর্থ শীতাতপ নিয়ন্ত্রিত হউক বা না হউক, আয়তন নির্বিশেষে কোন স্বতন্ত্র ও পরিপূর্ণ দোকান, যেখানে আধুনিক বিজ্ঞানসম্মত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসম্মত, জীবানুমুক্ত ও প্রিজারভেটিভবিহীন মাছ- মাংস, চাল-ডাল, শাক-সবজী, ফল-মূলসহ দৈনন্দিন ব্যবহার্য গৃহস্থালি ও মনোহারী পণ্য বিক্রয় করা হইয়া থাকে এমন দোকান।
(২) “শপিংমল” অর্থ একই বিল্ডিং বা স্থাপনা বা সীমানার মধ্যে অবস্থিত একাধিক দোকান বা রেস্তোরাঁ বা সুপারশপ বা বিনোদনের সুবিধা সম্বলিত স্থান যেইখানে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার সুযোগ রহিয়াছে।
২। এই আদেশ ১৭ আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ মোতাবেক ০১ জুলাই, ২০১৯ খ্রিস্টাব্দ তারিখ হইতে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।
১ সাধারণ আদেশ নং-০২/মূসক/২০২৩ তারিখ: ২১ মে ২০২৩ দ্বারা দফা (গ) এ উল্লিখিত “অবস্থান নির্বিশেষে সুপারশপ, শপিংমল ও টেবিল-৩ এর কলাম (১) এ উল্লিখিত Customs Act, 1969 (Act IV of 1969) এর First Schedule এর শিরোনামা সংখ্যা (Heading No.) এর বিপরীতে কলাম (২) এ বিধৃত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) বিপরীতে কলাম (৩) এ বর্ণিত পণ্যের ব্যবসায়ী পর্যায়ের সরবরাহসহ যে সকল করযোগ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবসাস্থল জেলা শহর ও সিটি কর্পোরেশন এর আওতাধীন এলাকায় অবস্থিত তাহাদেরকে,” এন্ট্রিসমূহের পরিবর্তে “অবস্থান নির্বিশেষে সুপারশপ, শপিংমল ও টেবিল-৩ এর কলাম (১) এ উল্লিখিত Customs Act, 1969 (Act IV of 1969) এর First Schedule এর শিরোনামা সংখ্যা (Heading No.) এর বিপরীতে কলাম (২) এ বিধৃত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) বিপরীতে কলাম (৩) এ বর্ণিত পণ্যের ব্যবসায়ী পর্যায়ের সরবরাহের ক্ষেত্রে যে সকল প্রতিষ্ঠান জেলা শহর বা সিটি কর্পোরেশন এর আওতাধীন এলাকায় অবস্থিত তাহাদেরকে,” এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত, যাহা ১ জুন, ২০২৩ হইতে কার্যকর।
২ সাধারণ আদেশ নং-০২/মূসক/২০২৩ তারিখ: ২১ মে ২০২৩ দ্বারা নূতন এন্ট্রিসমূহ সন্নিবেশিত, যাহা ১ জুন, ২০২৩ হইতে কার্যকর।
৩ সাধারণ আদেশ নং-০৬/মূসক/২০২২ তারিখ: ০১ জুন ২০২২ দ্বারা “সিম কার্ড সরবরাহকারী” শব্দগুলির পরিবর্তে “সিম কার্ড বা e-SIM সরবরাহকারী” শব্দগুলি প্রতিস্থাপিত, যাহা ০৯ জুন, ২০২২ হইতে কার্যকর।
৪ সাধারণ আদেশ নং-০৬/মূসক/২০২২ তারিখ: ০১ জুন ২০২২ দ্বারা “শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল লঞ্চ সার্ভিস” শব্দগুলির পরিবর্তে “শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকূল নৌযান সার্ভিস” শব্দগুলি প্রতিস্থাপিত, যাহা ০৯ জুন, ২০২২ হইতে কার্যকর।
৫ সাধারণ আদেশ নং-০৬/মূসক/২০২২ তারিখ: ০১ জুন ২০২২ দ্বারা শিরনামা সংখ্যা S০৭৪ ও সেবার কোড S০৭৪.০০ এবং উহাদের বিপরীতে কলাম (৩) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত, যাহা ০৯ জুন, ২০২২ হইতে কার্যকর।
শিরনামা সংখ্যা | সেবার কোড | সেবা প্রদানকারী |
S০৭৪ | S০৭৪.০০ | স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী |
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।
Mandatory VAT Registration – Reference/ Source:
- National Board of Revenue (NBR);
- Bangladesh Gazette;