Tax VAT Point

প্রজ্ঞাপনের মাধ্যমে মূল্য সংযোজন কর অব্যাহতি

( আয়বর্ষ ২০২২-২০২৩ )

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
ঢাকা।
 
[ মূল্য সংযোজন কর ] 
প্রজ্ঞাপন
তারিখ: ১৮ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ / ০১ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ
 

এস.আর.ও. নং ১৬৩-আইন/২০২২/১৭৬-মূসক।- মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার নিম্নে বিধৃত—

(ক) টেবিল-১ এর কলাম (১) ও (২) এ উল্লিখিত Customs Act, 1969 (Act No. IV of 1969) এর First Schedule এর যথাক্রমে, শিরনামা সংখ্যা (Heading No.) এবং উহাদের সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) এর আওতাধীন কলাম (৩) এ বর্ণিত পণ্যসমূহকে আমদানি পর্যায়ে;

(খ) টেবিল-২ এর কলাম (১) ও (২) এ উল্লিখিত Customs Act, 1969 (Act No. IV of 1969) এর First Schedule এর যথাক্রমে, শিরনামা সংখ্যা (Heading No.) এবং উহাদের সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) এর আওতাধীন কলাম (৩) এ বর্ণিত পণ্যসমূহকে আমদানি ও উৎপাদন পর্যায়ে;

(গ) টেবিল-৩ এর কলাম (১) ও (২) এ উল্লিখিত Customs Act, 1969 (Act No. IV of 1969) এর First Schedule এর যথাক্রমে, শিরনামা সংখ্যা (Heading No.) এবং উহাদের সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) এর আওতাধীন কলাম (৩) এ বর্ণিত পণ্যসমূহকে উৎপাদন পর্যায়ে;

(ঘ) টেবিল-৪ এর কলাম (১) ও (২) এ উল্লিখিত যথাক্রমে, শিরনামা সংখ্যা ও সেবার কোড এর বিপরীতে কলাম (৩) এ বর্ণিত সেবা প্রদানকারী কর্তৃক প্রদত্ত মূল্য সংযোজন কর আরোপযোগ্য সেবাসমূহকে; এবং

(ঙ) টেবিল-৫ এর কলাম (১) ও (২) এ উল্লিখিত Customs Act, 1969 (Act No. IV of 1969) এর First Schedule এর যথাক্রমে, শিরনামা সংখ্যা (Heading No.) এবং উহাদের সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) এর আওতাধীন কলাম (৩) এ বর্ণিত পণ্যসমূহকে ব্যবসায়ী পর্যায়ে

(চ) অনুচ্ছেদ ২ এ বর্ণিত প্রজ্ঞাপনে উল্লিখিত পণ্যসমূহকে উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে

উহাদের উপর আরোপণীয় সমুদয় মূল্য সংযোজন কর (আগাম কর ব্যতীত) হইতে অনুচ্ছেদ ৩ ও ৪ এ বর্ণিত শর্ত পূরণ সাপেক্ষে অব্যাহতি প্রদান করিল, যথা:-

টেবিল-১ (আমদানি পর্যায়)

শিরোনাম সংখ্যা (Heading)সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্যসমূহের বিবরণ (Description of Goods)
(১)(২)(৩)
03.060306.31.10
0306.91.10
Rock lobster and other sea craw fish (Palinurus spp., panulirus spp., jasus spp.) Live Pona
03.060306.32.10
0306.92.10
Lobsters (Homarus spp.) Live Pona
03.060306.33.10
0306.93.10
Crabs Live Pona
03.060306.34.10
0306.94.10
Norway lobsters (Nephrops norvegicus) Live Pona
03.060306.35.10Cold-water shrimps and prawns (Pendalus spp., Crangon crangon) Live Pona
03.060306.36.10
0306.95.10
Other shrimps and prawns, Live Pona
03.060306.39.10
0306.99.10
Other, including flours, meals and pellets of crustaceans, fit for human consumption Live Pona
07.090709.99.90Other: Sweet corn
07.120712.90.10Other vegetables; mixtures of vegetables: Sweet corn
08.010801.31.90Other Cashew nuts in shelled
09.090909.21.90Coriander seed (বীজ হিসাবে রপ্তানিকারক দেশের প্রত্যয়নপত্র প্রদানের শর্তে)
10.051005.10.10Maize Seed (বীজ হিসাবে রপ্তানিকারক দেশের প্রত্যয়নপত্র প্রদানের শর্তে)
10.051005.10.90Other
10.071007.10.10Sorghum Seed (বীজ হিসাবে রপ্তানিকারক দেশের প্রত্যয়নপত্র প্রদানের শর্তে)
10.071007.10.90Other
10.081008.21.10Millet seed (বীজ হিসাবে রপ্তানিকারক দেশের প্রত্যয়নপত্র প্রদানের শর্তে)
12.071207.70.10Melon seed (বীজ হিসাবে রপ্তানিকারক দেশের প্রত্যয়ন পত্র প্রদানের শর্তে)
12.091209.10.00Sugar beet seed of a kind used for sowing
25.032503.00.00রক সালফার
25.102510.20.00রক ফসফেট
25.202520.10.10Gypsum, imported as fertilizer
26.012601.11.00Iron Ore
26.012601.12.00Iron Ore
26.012601.20.00Iron Ore
26.022602.00.00Manganese ores and concentrates, including ferruginous manganese ores and concentrates with a manganese content of 20% or more, calculated on the dry weight.
27.112711.12.00
2711.13.00
এল পি গ্যাস
১ [ ********* ]
28.182818.20.00Aluminium Oxide, other than artificial corundum
28.212821.10.00Iron oxides and hydroxides
28.332833.21.00Magnesium Sulphates (Fertilizer)
28.332833.29.10Zinc Sulphates (Fertilizer)
28.332833.29.90ফেরাস সালফেট
28.402840.19.00Disodium Tetraborates (Fertilizer)
28.402840.20.10Solubor boron
28.432843.90.10Cisplatin BP, Oxaliplatin BP, Carboplatin BP
29.212921.21.10Zinc salts as fertilizer
29.33সংশ্লিষ্ট এইচ,এস,কোড5-Fluorouracil BP, Methotrexate BP, Capecitabine USP
29.332933.91.00Temozolomide INN, Anastrozole USP, Erlotinib HCI INN
29.342934.99.20Gemcitabine HCI USP, Cyclophosphamide BP Ifosfamide BP,
29.372937.12.00Insulin and its salts
29.372937.23.10Desogestrel ethinyloestradiol and lynestrenal
29.382938.90.10Etoposide BP
29.39সংশ্লিষ্ট এইচ,এস,কোডVincristine Sulfate USP
29.41সংশ্লিষ্ট এইচ,এস,কোডDoxorubicin HCL USP
29.42সংশ্লিষ্ট এইচ,এস,কোডPaclitaxel USP, Docetaxel USP
29.422942.00.10Simeprevir sodium, Ledipasvir, Sofosbuvir, Ombitasvir, Partitaprevir, Ritonavir, Dasabuvir
30.01সংশ্লিষ্ট এইচ,এস,কোডGlands and other organs for organotherapeutic uses, dried, whether or not powdered; extracts of glands or other organs or of their secretions for organotherapeutic uses; heprain and its salts; other human or animal substances prepared for therapeutic or prophylactic uses, not elsewhere specified or included.
30.02
30.03
30.04
3002.12.00
3002.13.00
3002.14.00
3002.15.00
3002.90.00
3003.10.00
3003.20.00
3003.31.00
3003.39.10
3003.39.90
3003.41.00
3003.42.00
3003.43.00
3003.49.10
3003.49.90
3003.90.91
3003.90.99
3004.10.00
3004.20.10
3004.20.90
3004.31.00
3004.32.00
3004.39.10
3004.39.90
3004.41.00
২ [ 3004.42.00 ]
২ [ 3004.43.00 ]
3004.49.10
২ [ 3004.49.90 ]
3004.50.00
3004.90.20
ম্যালেরিয়া নিরোধক, যক্ষ্মা নিরোধক, ক্যান্সার নিরোধক, কুষ্ঠরোগ নিরোধক, কোভিড-১৯ নিরোধক ঔষধসমূহ, এন্টিবায়োটিক, ছেরা (sera) টক্সিন ও কার্ডিওভাসকুলার ঔষধসমূহ, এন্টি হেপাটিক, এন্টি হেপাটিক এনসেফালোপ্যাথি (encephalo-pathy); অন্যান্য; হোমিওপ্যাথিক, বায়োকেমিক ও সাইকোট্রপিক ঔষধসমূহ (শুধুমাত্র ফেনাজিন ডেকানোয়েট, ফেনথিকসল ডেকানোয়েট, ক্লোফেনথিকসল ডেকানোয়েট); এনাসথেটিক, সাধারণ ও লোকাল, ইথার এনাসথেটিক বিপি/ইউএসপি, ইথাইল ক্লোরাইড বিপি, সুকসামেথলিয়াস ব্রোমাইড/ ফ্লোরাইড, থাইওপেন্টন সোডিয়াম জাইলোকেইন/ লিডোকেইন/ লিগুওকেইন, এডরেনালিনযুক্ত হউক বা না হউক, প্রোকেইন হাইড্রোক্লোরাইড, এডরেনালিন যুক্ত হউক বা না হউক, কাইটামাইন হাইড্রোক্লোরাইড, কিডনী রোগের ডায়ালিসিস ফ্লুইড, কিডনী সংযোজনের জন্য সাইক্লোসপরিন ঔষধ এবং Erythropoietin
30.043004.90.91ম্যালেরিয়া নিরোধক, যক্ষা নিরোধক, ক্যান্সার নিরোধক, কুষ্ঠরোগ নিরোধক, কার্ডিওভাসকুলার, এন্টিহেপাটিক এনসেফালোপ্যাথিক (encephalopathy) ঔষধ এবং কিডনী ডায়ালিসিস সলিউশন, Drugs for Thalassaemia
30.06সংশ্লিষ্ট এইচ,এস,কোডSterile surgical catgut, surgical suture
32.153215.90.10কম্পিউটার প্রিন্টারে ব্যবহার্য ইংক জেট, রিফিল কিটস্
32.153215.90.20Ink for ball point pen imported by VAT registered ball point pen manufacturing industries
৩ [ 34.023402.42.10Alcohol Ethoxylates (AEO) imported by Industrial IRC holder VAT compliant Sodium Lauryl Ether Sulphate (SLES) manufacturing industries ]
35.073507.90.10Streptokinase
৪ [ 38.173817.00.10Linear Alkyl Benzene (LAB) imported by Industrial IRC holder VAT compliant LABSA manufacturing industries ]
39.073907.69.10Polyethylene terephthalate (imported by VAT registered textile yarn manufacturer)
39.143914.00.00Ion-exchangers based on polymers of 39.01 to 39.13, in primary froms
39.163916.90.20Fibre re-inforced polymer (FRP) sticks and profile shapes
39.173917.29.10Other: hoses for gas cylinder
39.213921.90.10Vulcanised fibre sheet imported in pre punched, cut to size shape for the manufacture of sliver cans; plastic film metalised yarn grade imported by VAT registered metalized yarn (flat or round) manufacturing industry
39.263926.90.92কম্পোজিট এলপিজি গ্যাস সিলিন্ডার
40.114011.70.10Tyre used on agricultural tractors
40.134013.90.10Inner tubes or rubber used on tractors
40.164016.99.20Rubber bearing
44.214421.90.10ম্যাচ স্প্লিন্ট
47.01 হইতে 47.06সংশ্লিষ্ট এইচ,এস,কোডPulp (কেবল ভ্যাট নিবন্ধিত কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য)
47.034703.29.00উডপাল্প (কেবল ভ্যাট নিবন্ধিত থার্মোসেটিং মোল্ডিং কম্পাউন্ড উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য)
47.07সংশ্লিষ্ট এইচ,এস,কোডWaste and scrap paper (নিউজপ্রিন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক আমদানির ক্ষেত্রে)
49.014901.99.20Text books for primary and secondary education
52.025202.99.10Cotton waste
54.035403.31.00Other yarn, single of viscose rayon, untwisted or
with a twist not exceeding 120 turns per meter
55.01সংশ্লিষ্ট এইচ,এস,কোডSynthetic filament tow (acrylic or mod acrylic)
imported by VAT Registerd Synthetic staple fibre
manufacturer.
70.197019.90.20কম্পোজিট এলপিজি গ্যাস সিলিন্ডার
71.027102.21.00Unworked or simply sawn, cleaved or bruted.
71.087108.12.00Gold in unwrought form
71.087108.13.00Gold in semi-menufactured form
71.087108.13.00Gold bullion
72.017201.10.00Non-alloy pig iron containing by weight 0.5% or less of phosphorus
72.017201.20.00Non-alloy pig iron containing by weight more than 0.5% of phosphorus
72.017201.50.00Alloy pig iron; spiegeleisen
72.03সংশ্লিষ্ট এইচ,এস,কোডস্পঞ্জ আয়রন
72.04সংশ্লিষ্ট এইচ,এস,কোডরি-রোলেবল ও মেল্টেবল স্ক্র্যাপ
72.05সংশ্লিষ্ট এইচ,এস,কোডPowder of pig-iron or steel
72.06সংশ্লিষ্ট এইচ,এস,কোডIron and non-alloy steel in ingots or other primary forms
84.078407.10.00Aircraft Engine
84.218421.29.20Haemodialyser (Artificial Kidney)
84.218421.39.30Leucocyte filter
৫ [ 84.288428.10.00Lifts and skip hoists ]
84.308430.61.10Sand/Vibro compaction
84.308430.61.20Jet/Cement grouting
84.308430.61.30Soil anchoring/Grouting apparatus
84.348434.20.00ডেইরী মেশিনারী
84.36সংশ্লিষ্ট এইচ,এস,কোডOther agricultural, horticultural, forestry, poultry-keeping or bee-keeping machinery, including germination plant fitted with mechanical or thermal equipment, poultry incubator and brooders
84.448444.00.00Machines for extruding, drawing, texturing or cutting man-made textile materials
84.45সংশ্লিষ্ট এইচ,এস,কোডMachines for preparing textile fibres; spinning, doubling or twisting machines and other machinery for producing textile yarns, textile reeling or winding (including weft-winding) machines and machines for preparing textile yarns for use on the machines of heading No 84.46, or 84.47.
84.46সংশ্লিষ্ট এইচ,এস,কোডWeaving machines (looms)
84.47সংশ্লিষ্ট এইচ,এস,কোডKnitting machines, stitch-bonding machines and machines for making gimped yarn, tulle, lace, embroidery, trimmings, braid or net and machines for tufting
৬ [ 84.71সংশ্লিষ্ট এইচ,এস,কোড (8471.30.00 ও 8471.60.10 ব্যতীত)কম্পিউটার ও ইহার ইউনিটসমূহ এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি (Portable automatic data processing machines, weighing not more than 10 kg, consisting of at least a central processing unit, a keyboard and a display এবাং Fingerprint scanner/Biometric scanner ব্যতীত)
84.738473.30.00Parts and accessories of the machines of heading No. 84.71 ]
84.818481.40.90Safety or relief valves having inner diameter exceeding 1 inch
85.01সংশ্লিষ্ট এইচ,এস,কোডফটো ভোল্টায়িক জেনারেটর
85.178517.62.30কম্পিউটার মডেম
85.178517.62.40Grandmaster clock; modulator; multiplexer; optical fibre platform
85.278527.12.00টু-ইন-ওয়ান (সম্পূর্ণ তৈরি অবস্থায়) [কেবলমাত্র বিদ্যমান যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা, ২০১৬ এর আওতায় আমদানির ক্ষেত্রে প্রযোজ্য]
85.288528.52.10Computer monitor size not exceeding 22 inch
85.288528.71.10সেট-টপ-বক্স
87.028702.10.50সিকেডি বাস
87.028702.90.11সিএনজি চালিত ডাবল ডেকার
87.028702.90.51সিএনজি চালিত ৪০ বা তদুর্ধ্ব সীটের সিকেডি বাস
87.058705.90.10Truck mounted CPT
87.068706.00.21ডাবল ডেকার এর ইঞ্জিনসহ চেসিস
87.068706.00.22৪০ বা তদূর্ধ্ব সীটের বাস এর ইঞ্জিনসহ চেসিস
87.068706.00.23ড্রাইভারসহ অনূর্ধ্ব ১৫ আসন বিশিষ্ট পাবলিক ক্যারিয়ার এর ইঞ্জিনসহ চেসিস
87.068706.00.24Chassis fitted with engine for the motor vehicles of Heading 87.02 in CKD Condition
87.068706.00.2987.02 হেডিংভুক্ত অন্যান্য বাহনের ইঞ্জিনসহ চেসিস
87.138713.10.00Carriages for disabled persons not mechanically propelled (Wheelchair)
87.138713.90.00Wheelchair
88.02সংশ্লিষ্ট এইচ,এস,কোডসকল পণ্য
88.07সংশ্লিষ্ট এইচ,এস,কোডAircraft Parts
89.08সংশ্লিষ্ট এইচ,এস,কোডশিপ ফর স্ক্র্যাপ
90.149014.80.10Accelerometer
90.159015.80.10Seismometer
90.189018.39.20Insulin pen / Insulin cartridge
90.189018.39.40AV Fistula needle
90.219021.29.00Other
90.219021.31.00Artificial joints
90.219021.39.00Other
90.249024.80.10Shake table/CPT with seismic probe machine
90.329032.81.00Regulator for gas cylinder
91.019101.19.10
9101.29.10
9101.91.10
9101.99.10
Watches specially designed for the use of the blind
91.029102.11.10
9102.19.10
9102.21.10
9102.29.10
9102.91.10
9102.99.10
Watches specially designed for the use of the blind
96.089608.99.10Ball points for ball point pen
98.01সংশ্লিষ্ট এইচ,এস,কোডযাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা, ২০১৬ এর আওতায় আনীত পণ্যসমূহ

টেবিল-২ (আমদানি ও উৎপাদন পর্যায়)

শিরোনাম সংখ্যা (Heading)সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্যসমূহের বিবরণ (Description of Goods)
(১)(২)(৩)
07.010701.10.10আলু বীজ (বীজ হিসাবে রপ্তানিকারক দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র প্রদানের শর্তে)
09.040904.21.90শুকনা মরিচ
10.011001.11.10
1001.91.10
গম বীজ (বীজ হিসাবে রপ্তানিকারক দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র প্রদানের শর্তে)
10.061006.10.10
1006.10.90
1006.20.00
1006.30.99
1006.40.00
সকল প্রকার চাউল, সকল প্রকার ধান বীজ (বীজ হিসাবে রপ্তানিকারক দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র দাখিল করার শর্তে, প্যাকেটজাত হউক বা না হউক)
11.011101.00.10গম এর ময়দা বা আটা (২.৫ কেজি পর্যন্ত)
11.011101.00.90গম এর ময়দা বা আটা (২.৫ কেজির উর্ধ্বে বাল্কে)
11.02সংশ্লিষ্ট এইচ,এস,কোডগম বা মেসলিন ব্যতীত অন্যান্য পণ্যের ময়দা বা আটা
12.081208.10.00Full fat soyabean
23.012301.10.10
2301.10.90
মাংস বা মাংসের বর্জ্যের গুঁড়া, ক্ষুদ্র দানাকৃত খাবার, গলিত চর্বি, গাদ
23.012301.20.10
2301.20.90
Animal feed হিসাবে ব্যবহার্য কঠিন খোলসযুক্ত জলজ প্রাণীর (যেমন, কাঁকড়া) বা অন্যান্য জলজ অমেরুদন্ডী প্রাণীর গুঁড়া খাবার ও পেলেটস
23.02সংশ্লিষ্ট এইচ,এস,কোডদানাদার হওয়া বা না হওয়া নির্বিশেষে চালুনি, পেষা বা অন্য কোন ভাবে প্রাপ্ত ভুট্টা, গম, অন্যান্য সিরিয়াল ও তৈল জাতীয় উদ্ভিদের ভূষি, তুষ, বা অন্য কোন অবশিষ্টাংশ
23.032303.10.00শ্বেতসার বা সমজাতীয় উৎপাদনের অবশিষ্ট
23.042304.00.00দানাদার বা গুঁড়া হওয়া বা না হওয়া নির্বিশেষে সয়াবিন হইতে তৈল নিষ্কাশনের সময় প্রাপ্ত খৈল বা অন্যান্য কঠিন অবশিষ্ট
23.052305.00.00দানাদার বা গুঁড়া হওয়া বা না হওয়া নির্বিশেষে চীনা বাদাম হইতে তৈল নিষ্কাশনের সময় প্রাপ্ত খৈল বা অন্যান্য কঠিন অবশিষ্ট
23.062306.10.00দানাদার বা গুঁড়া হওয়া বা না হওয়া নির্বিশেষে তুলা বীজ হইতে তৈল নিষ্কাশনের সময় প্রাপ্ত খৈল বা অন্যান্য কঠিন অবশিষ্ট (হেডিং ২৩.০৪ ও ২৩.০৫ এর আওতাভুক্ত একই জাতীয় পণ্য ব্যতীত)
23.062306.20.00দানাদার বা গুঁড়া হওয়া বা না হওয়া নির্বিশেষে তিষী বীজ হইতে তৈল নিষ্কাশনের সময় প্রাপ্ত খৈল বা অন্যান্য কঠিন অবশিষ্ট (হেডিং ২৩.০৪ ও ২৩.০৫ এর আওতাভুক্ত একই জাতীয় পণ্য ব্যতীত)
23.062306.30.00দানাদার বা গুঁড়া হওয়া বা না হওয়া নির্বিশেষে সূর্যমুখীর বীজ হইতে তৈল নিষ্কাশনের সময় প্রাপ্ত খৈল বা অন্যান্য কঠিন অবশিষ্ট (হেডিং ২৩.০৪ ও ২৩.০৫ এর আওতাভুক্ত একই জাতীয় পণ্য ব্যতীত)
23.062306.41.00
2306.49.00
দানাদার বা গুঁড়া হওয়া বা না হওয়া নির্বিশেষে সরিষা বা কোলজা বীজ হইতে তৈল নিষ্কাশনের সময় প্রাপ্ত খৈল বা অন্যান্য কঠিন অবশিষ্ট (হেডিং ২৩.০৪ ও ২৩.০৫ এর আওতাভুক্ত একই জাতীয় পণ্য ব্যতীত)
23.062306.60.00পাম নাট বা কার্ণেল এর খৈল ও অন্যান্য অবশিষ্ট
23.062306.90.00দানাদার বা গুঁড়া হওয়া বা না হওয়া নির্বিশেষে অন্যান্য বীজ হইতে তৈল নিষ্কাশনের সময় প্রাপ্ত খৈল বা অন্যান্য কঠিন অবশিষ্ট (হেডিং ২৩.০৪ ও ২৩.০৫ এর আওতাভুক্ত একই জাতীয় পণ্য & Maize (corn) germ ব্যতীত) )
23.082308.00.00Vegetable materials and vegetable waste, vegetable residues and by-products, whether or not in the form of pellets, of a kind used in animal feeding, not elsewhere specified or included
23.092309.90.11Vitamin or mineral or amino acid or their combination (feed grade)
23.092309.90.12Vitamin premix or mineral premix or amino acid premix or their combination (feed grade)
23.092309.90.13Probiotics or Prebiotics or their combination (feed grade)
23.092309.90.14Essential oil or combination of essential oils (feed grade)
23.092309.90.19Other
23.092309.90.21Vitamin or mineral or amino acid or their combination (feed grade)
23.092309.90.22Vitamin premix or mineral premix or amino acid premix or their combination (feed grade)
23.092309.90.23Probiotics or Prebiotics or their combination (feed grade)
23.092309.90.24Essential oil or combination of essential oils (feed grade)
23.092309.90.29Other
23.092309.90.90অন্যান্য
28.212821.10.00Iron oxides and hydroxides
29.222922.41.00লাইসিন এবং ইহার এস্টারসমূহ; ইহার লবণসমূহ
29.232923.10.00কোলিন (Choline) এবং ইহার লবণসমূহ
29.302930.40.00মিথিওনাইন (Methionine)
30.023002.41.00ভ্যাকসিন্স ফর হিউম্যান মেডিসিন (আমদানি নীতি আদেশের শর্ত পরিপালন সাপেক্ষে)
30.023002.42.00ভ্যাকসিন্স ফর ভেটেরিনারি মেডিসিন (আমদানি নীতি আদেশের শর্ত পরিপালন সাপেক্ষে)
30.02সংশ্লিষ্ট এইচ,এস,কোডসকল প্রকার জন্ম নিরোধক ও Insulin (ইনসুলিন)
30.03সংশ্লিষ্ট এইচ,এস,কোডসকল প্রকার জন্ম নিরোধক ও Insulin (ইনসুলিন)
30.04সংশ্লিষ্ট এইচ,এস,কোডসকল প্রকার জন্ম নিরোধক ও Insulin (ইনসুলিন)
30.06সংশ্লিষ্ট এইচ,এস,কোডসকল প্রকার জন্ম নিরোধক ও Insulin (ইনসুলিন)
31.01 হইতে 31.05সংশ্লিষ্ট এইচ,এস,কোডসকল প্রকার সার
38.08সংশ্লিষ্ট এইচ,এস,কোডকৃষিকার্যে ব্যবহার্য ইনসেকটিসাইড, ফাংগিসাইডস, হারবিসাইডস, এনিটস্প্রাউটিং প্রোডাক্টস, প্লান্ট গ্রোথ রেগুলেটর, ডিসইনফেকট্যান্টস এবং কৃষিকাজে ব্যবহারযোগ্য অনুরূপ অন্যান্য পণ্যাদি ও কাঁচামাল
40.144014.10.00Sheath Contraceptives (কনডম)
41.04 হইতে 41.07সংশ্লিষ্ট এইচ,এস,কোডপিকল্ড ও ওয়েট ব্লু চামড়া
44.04সংশ্লিষ্ট এইচ,এস,কোডসকল প্রকার চেরাই কাঠ
44.06সংশ্লিষ্ট এইচ,এস,কোডসকল প্রকার চেরাই কাঠ
44.07সংশ্লিষ্ট এইচ,এস,কোডসকল প্রকার চেরাই কাঠ
49.01সংশ্লিষ্ট এইচ,এস,কোডপুস্তক, পুস্তিকা, সংবাদপত্র, পত্রিকা, সাময়িকী
49.02সংশ্লিষ্ট এইচ,এস,কোডপুস্তক, পুস্তিকা, সংবাদপত্র, পত্রিকা, সাময়িকী
49.03সংশ্লিষ্ট এইচ,এস,কোডপুস্তক, পুস্তিকা, সংবাদপত্র, পত্রিকা, সাময়িকী
55.035503.11.00
5503.19.00
5503.20.00
5503.30.00
পলিস্টার স্ট্যাপল ফাইবার, নাইলন স্ট্যাপল ফাইবার, এক্রিলিক স্ট্যাপল ফাইবার, মডাক্রিলিক স্ট্যাপল ফাইবার
55.065506.10.00
5506.20.00
5506.30.00
পলিস্টার স্ট্যাপল ফাইবার, নাইলন স্ট্যাপল ফাইবার, এক্রিলিক স্ট্যাপল ফাইবার, মডাক্রিলিক স্ট্যাপল ফাইবার
73.217321.12.00কেরোসিন চুলা
84.248424.10.00Fire Extinguisher
84.248424.41.10
8424.41.90
8424.49.00
কৃষি কার্যে ব্যবহার্য সকল প্রকার স্প্রেয়ার
84.328432.80.00Power Tiller
84.79সংশ্লিষ্ট এইচ,এস,কোডAerator used in pisiculture
85.418541.42.00Photovoltaic cells not assembled in modules or made up into panels
85.418541.43.00Photovoltaic cells assembled in modules or made up into panels
87.01সংশ্লিষ্ট এইচ,এস,কোডTractor (prime mover ব্যতীত)
90.189018.32.00Tubular metal needles and needles for sutures.
90.189018.90.30Angiographic catheter, guide catheter, guide wire, introducer sheath, PTCA dilatation catheter, balloons, stents.
90.189018.90.90Other
90.199019.20.10Oxygen therapy and artificial respiration apparatus, including heart/lung resuscitation units
90.219021.40.00Hearing aids, excluding parts and accessories
90.219021.50.00Pacemaker for stimulating heart muscles
90.219021.90.10হার্ট ভাল্ব
94.029402.90.10হাসপাতাল শয্যা।
94.059405.49.10Shadow less operation lamps
94.059405.50.10হারিকেন বাতি
96.099609.10.00কাঠ পেন্সিল
96.129612.10.10কম্পিউটার প্রিন্টার রিবন।

টেবিল-৩ (উৎপাদন পর্যায়)

শিরোনাম সংখ্যা (Heading)সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্যসমূহের বিবরণ (Description of Goods)
(১)(২)(৩)
02.01 হইতে 02.10 পর্যন্তসংশ্লিষ্ট এইচ,এস,কোডদেশে উৎপাদিত সকল প্রকার ভোজ্য কাঁচা মাংস (প্যাকেটকৃত হউক বা না হউক)
02.070207.11.90
0207.12.90
০১.০৫ এর শ্রেণীভুক্ত হাঁস মুরগীর মাংস এবং ভোজ্য নাড়িভূড়ি, তাজা, ঠান্ডা অথবা হিমায়িত (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত) )
02.070207.13.90Fresh or chilled Cuts and Offal of fowls in bulk
02.070207.14.90Frozen Cuts and Offal of fowls in bulk
03.01 হইতে 03.07 পর্যন্তসংশ্লিষ্ট এইচ,এস,কোডদেশে উৎপাদিত সকল প্রকার ভোজ্য কাঁচা মাছ (প্যাকেটকৃত হউক বা না হউক)
04.01সংশ্লিষ্ট এইচ,এস,কোডপ্যাকেটকৃত তরল দুধ, পনির, মাঠা
04.03সংশ্লিষ্ট এইচ,এস,কোডপ্যাকেটকৃত তরল দুধ, পনির, মাঠা
04.04সংশ্লিষ্ট এইচ,এস,কোডপ্যাকেটকৃত তরল দুধ, পনির, মাঠা
04.06সংশ্লিষ্ট এইচ,এস,কোডপ্যাকেটকৃত তরল দুধ, পনির, মাঠা
04.090409.00.90প্রাকৃতিক মধু (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত) )
06.03সংশ্লিষ্ট এইচ,এস,কোডফুলের তোড়া তৈরি বা অলংকরণের উপযোগী ফুল এবং ফুলের কলি, তাজা, শুকনা, রং করা, ব্লিচ, পরিপূর্ণ বা অন্যভাবে প্রস্তুতকৃত
06.04সংশ্লিষ্ট এইচ,এস,কোডফুলের তোড়া তৈরি বা অলংকরণের উপযোগী, তাজা, শুকনা, রং করা, ব্লিচ, পরিপূর্ণ বা অন্যভাবে প্রস্তুতকৃত পাতা, শাখা এবং উদ্ভিদের অন্যান্য অংশ, ফুল অথবা ফুলের কলি এবং ঘাস, শ্যাওলা এবং শৈবাল ছত্রাক ব্যতীত
07.01 হইতে 07.14 পর্যন্তসংশ্লিষ্ট এইচ,এস,কোডদেশে উৎপাদিত সকল প্রকার পিঁয়াজ, রসুন, শাকসব্জি কোন আকৃতি, প্রকৃতি ও গুনগত পরিবর্তন ব্যতিত (প্যাকেটকৃত হউক বা না হউক)
07.060706.10.90গাজর ও শালগম তাজা অথবা ঠান্ডা (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত)
08.010801.11.90
0801.12.90
0801.19.90
0801.21.90
0801.22.90
0801.31.90
0801.32.90
নারিকেল, ব্রাজিল বাদাম এবং কাজু বাদাম, তাজা অথবা শুকনো, খোলস বা আবরণ ছাড়ানো হউক বা না হউক (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত)
08.020802.11.90
0802.12.90
0802.21.90
0802.22.90
0802.31.90
0802.32.90
0802.41.90
0802.42.90
0802.51.90
0802.52.90
0802.61.90
0802.62.90
0802.70.90
0802.80.90
0802.99.19
0802.99.99
অন্যান্য বাদাম, সুপারী, তাজা অথবা শুকনো, খোলস বা আবরণ ছাড়ানো হউক বা না হউক (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত)
08.030803.10.90
0803.90.90
সকল প্রকার কলা, তাজা বা শুকনো (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত)
08.040804.10.19
0804.10.29
খেজুর, তাজা বা শুকনো (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত)
08.040804.20.19
0804.20.29
0804.30.90
0804.40.90
0804.50.19
0804.50.29
0804.50.39
ডুমুর, আনারস, অ্যাভোক্যাডোস, পেয়ারা, আম এবং গাব, তাজা বা শুকনো (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত)
08.050805.10.90
0805.20.90
0805.40.90
0805.50.90
0805.90.19
0805.90.29
লেবুজাত ফল, তাজা অথবা শুকনো (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত)
08.060806.10.90
0806.20.90
আঙ্গুর, তাজা অথবা শুকনো (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত)
08.070807.11.90
0807.19.90
0807.20.90
তরমুজ জাতীয় ফল (তরমুজসহ) এবং পেঁপে, তাজা (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত)
08.080808.10.90
0808.30.90
0808.40.90
আপেল, নাশপাতি এবং কোইন্স (Quinces), তাজা (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত)
08.090809.10.90
0809.21.90
0809.29.90
0809.30.90
0809.40.90
এপ্রিকট, চেরী, পীচ (ন্যাক্টারিনস সহ), প্লাম এবং পোস, তাজা (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত)
08.100810.10.90
0810.20.90
0810.30.90
0810.40.90
0810.50.90
0810.60.90
0810.70.90
0810.90.90
অন্যান্য ফল, তাজা (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত)
09.04সংশ্লিষ্ট এইচ,এস,কোডদেশে উৎপাদিত সকল প্রকার মরিচ, আদা, ধনিয়া, হলুদ (প্যাকেটকৃত হউক বা না হউক)
09.09সংশ্লিষ্ট এইচ,এস,কোডদেশে উৎপাদিত সকল প্রকার মরিচ, আদা, ধনিয়া, হলুদ (প্যাকেটকৃত হউক বা না হউক)
09.10সংশ্লিষ্ট এইচ,এস,কোডদেশে উৎপাদিত সকল প্রকার মরিচ, আদা, ধনিয়া, হলুদ (প্যাকেটকৃত হউক বা না হউক)
10.01 হইতে 10.08 পর্যন্তসংশ্লিষ্ট এইচ,এস,কোডদেশে উৎপাদিত সকল প্রকার চাউল, গম, ভুট্টা, (প্যাকেটকৃত হউক বা না হউক)
11.03সংশ্লিষ্ট এইচ,এস,কোডচাল, গম ও ভুট্টার তৈরি সুজি
15.121512.11.00
1512.19.00
Sunflower seeds oil (Crude and refined)
15.141514.11.00
1514.19.00
সরিষার তৈল
15.151515.90.00চালের কুড়ার তেল (Rice Bran Oil)
17.01সংশ্লিষ্ট এইচ,এস,কোডচিনি ও আঁখের গুড়
19.041904.10.00মুড়ি
19.051905.10.00
1905.20.00
১৫০ (একশত পঞ্চাশ) টাকা মূল্যমান পর্যন্ত পাউরুটি ও বনরুটি
19.051905.31.00২০০ (দুইশত) টাকা পর্যন্ত (প্রতি কেজি) মূল্যমানের হাতে তৈরি বিস্কুট; এবং
19.051905.90.00৩০০ (তিনশত) টাকা পর্যন্ত (প্রতি কেজি) মূল্যমানের কেক (পার্টিকেক ব্যতীত)
23.032303.20.00বিটের মন্ড, চিনি উৎপাদন হইতে প্রাপ্ত আখের ছোবড়া বা অন্যান্য বর্জ্য
23.032303.30.00চোলাই বা পাতন হইতে প্রাপ্ত তলানী ও বর্জ্য
24.01সংশ্লিষ্ট এইচ,এস,কোডঅপ্রক্রিয়াজাত তামাক
25.012501.00.10লবন, সকল ধরনের
25.202520.10.10জিপসাম (সার হিসাবে ব্যবহৃত)
৭ [ 27.112711.12.00
2711.13.00
এলপি গ্যাস (বোতল বা সিলিন্ডারজাতকারীর নিকট বাল্কে বিক্রয়ের ক্ষেত্রে এবং বাল্ক এলপিজি পুনঃবিক্রয়ের লক্ষ্যে প্রথম পর্যায়ের বাল্ক বিক্রয়ের ক্ষেত্রে) ]
27.162716.00.00বিদ্যুৎ
28.332833.21.00Magnesium Sulphates (Fertilizer)
28.332833.29.10Zinc Sulphates (Fertilizer)
28.332833.29.90ফেরাস সালফেট
28.402840.19.00Disodium Tetra borates (Fertilizer)
29.36সংশ্লিষ্ট এইচ,এস,কোডপ্রোভিটামিনস ও ভিটামিন
29.372937.12.00Insulin and its salts
30.02
30.03
30.04
সংশ্লিষ্ট এইচ,এস,কোডম্যালেরিয়া নিরোধক, যক্ষা নিরোধক, ক্যান্সার নিরোধক ঔষধ ও কিডনী ডায়ালাইসিস সলিউশন, লিভার সিরোসিস/ হেপাটাইটিস সি/ কোভিড-১৯ নিরোধক ঔষধ, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, ইউনানী ও ভেষজ ঔষধ সামগ্ৰী
30.063006.50.00First-aid boxes and kits
35.073507.90.10Streptokinase
38.08সংশ্লিষ্ট এইচ,এস,কোডইঁদুর মারার বিষ
38.24সংশ্লিষ্ট এইচ,এস,কোডজিপসাম ড্রাই হাইড্রেট (সার হিসেবে ব্যবহারের জন্য)
39.02সংশ্লিষ্ট এইচ,এস,কোডপ্লাস্টিক দানা (প্লাস্টিক বর্জ্য থেকে রি-সাইক্লিং এর মাধ্যমে প্লাস্টিক দানা উৎপাদনের ক্ষেত্রে
39.073907.69.10Textile Grade Pet Chips (৩০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত)
39.24সংশ্লিষ্ট এইচ,এস,কোডপ্লাস্টিকের তৈরি টিফিন বক্স ও পানির বোতল
40.01সংশ্লিষ্ট এইচ,এস,কোডলেটেক্স (Latex) (প্রাথমিক তরল অবস্থায়)
48.014801.00.00নিউজপ্রিন্ট (রোল অথবা শীট আকারে) (তথ্য ও প্রকাশনা অধিদপ্তর প্রদত্ত প্রাপ্যতার ভিত্তিতে সংবাদপত্র শিল্প কর্তৃক ক্রয়ের ক্ষেত্রে)
50.045004.00.00রেশম সুতা
52.025202.99.10Cotton waste
52.08 হইতে 52.12 পর্যন্তসকল এইচ.এস.কোডকটন গ্রে ফেব্রিকস, সকল ধরনের
53.03সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
53.07সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
53.10সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
56.01সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
56.02সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
56.06সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
56.07সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
56.08সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
57.01সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
57.02সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
57.03সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
57.04সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
57.05সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
58.01সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
58.02সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
58.03সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
63.05সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
54.01 হইতে 55.16 পর্যন্তসংশ্লিষ্ট এইচ,এস,কোডহস্তচালিত লুমে (পাওয়ার লুম ব্যতীত) কৃত্রিম আঁশ ও সুতার তৈরি ফেব্রিক্স
64.026402.20.00প্লাস্টিক ও রাবারের হাওয়াই চপ্পল এবং প্লাস্টিকের পাদুকা প্রতি জোড়া ১৫০ (একশত পঞ্চাশ) টাকা মূল্যসীমা পর্যন্ত (অনপনীয় কালিতে মুদ্রিত/খোদাইকৃত থাকার শর্তে)
68.02সংশ্লিষ্ট এইচ,এস,কোডকঠিন শিলা (মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প হতে উত্তোলনের ক্ষেত্রে)
68.10সংশ্লিষ্ট এইচ,এস,কোডHollow concrete block, Autoclaved aerated concrete Block
73.237323.91.00ফাউন্ড্রী এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে উৎপাদিত কড়াই, তাওয়া
73.267326.90.90ফাউন্ড্রী এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে উৎপাদিত জালের কাঠি
82.018201.10.00ফাউন্ড্রী এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে উৎপাদিত কোদাল এবং বেলচা
84.09সংশ্লিষ্ট এইচ,এস,কোডসেচ পাম্প ইঞ্জিনের যন্ত্রাংশ এবং ফিশিং ট্রলার ইঞ্জিনের যন্ত্রাংশ
84.13সংশ্লিষ্ট এইচ,এস,কোডফাউন্ড্রী এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে উৎপাদিত সেচ পাম্প ও উহার যন্ত্রাংশ
84.148414.20.00
8414.90.90
ফাউন্ড্রী এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে উৎপাদিত হস্তচালিত টিউব ওয়েল ও উহার যন্ত্রাংশ
84.218421.29.20Haemodialyzer (Artificial Kidney)
84.348434.20.00ডেইরী মেশিনারী
84.238423.90.00ফাউন্ড্রী এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে উৎপাদিত বাটখারা
84.32 ও 84.33সংশ্লিষ্ট এইচ,এস,কোডThresher machine, পাওয়ার রিপার, পাওয়ার টিলার, পাওয়ার টিলার অপারেটেড সিডার, কম্বাইন্ড হারভেস্টর, লো-লিফট পাম্প, রোটারী টিলার, উইডার (নিড়ানী) ও উইনোয়ার (ঝাড়াইকল)
84.368439.99.00U.S.G. Applicator
84.378437.80.10
8437.80.90
ফাউন্ড্রী এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে উৎপাদিত রাইস হলার এবং হুইট ক্রাশার
84.378437.90.10
8437.90.90
ফাউন্ড্রী এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে উৎপাদিত রাইস হলারের জালী, ব্লেড ও বাটম এবং হুইট ক্রাশারের যন্ত্রাংশ
84.48সংশ্লিষ্ট এইচ,এস,কোডটেক্সটাইল ও জুট মিলের খুচরা যন্ত্রাংশ
84.69সংশ্লিষ্ট এইচ,এস,কোডবাংলা, বাংলা-ইংরেজি দোভাষিক টাইপ রাইটার মেশিন
84.80সংশ্লিষ্ট এইচ,এস,কোডইন্ডাস্ট্রিয়াল মোল্ড
84.878487.90.00Jute Fiber Separator
85.02সংশ্লিষ্ট এইচ,এস,কোডবৈদ্যুতিক জেনারেটর
85.07সংশ্লিষ্ট এইচ,এস,কোডSolar Battery (60 ampere) [ IDCOL নিবন্ধিত সোলার প্যানেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ও IDCOL এর Partner Organization সমূহ কর্তৃক ব্যাটারী ক্রয়ের ক্ষেত্রে ]
87.068706.00.22৪০ (চল্লিশ) বা ততোধিক যাত্রীর আসন বিশিষ্ট বাস (Buses for having seating capacity of 40 or more)
87.138713.10.00Carriages for disabled persons not mechanically propelled (Wheelchair)
87.168716.39.00পণ্য পরিবহনকারী ট্রেইলার
87.168706.00.29অন্যান্য (Others)
90.189018.39.20Insulin pen / Insulin cartridge
90.219021.31.00Artificial joint
91.019101.19.10
9101.29.10
9101.91.10
9101.99.10
Watches specially designed for the use of the blind
91.029102.11.10
9102.19.10
9102.21.10
9102.29.10
9102.91.10
9102.99.10
Watches specially designed for the use of the blind
94.059405.91.00হ্যারিকেন বাতিতে ব্যবহার্য চিমনী
96.199619.00.00স্যানিটারি ন্যাপকিন

টেবিল-৪ (সেবা পর্যায়)

শিরোনাম সংখ্যাসেবার কোডসেবা
(১)(২)(৩)
S০০১S০০১.১০হোটেল ও রেস্তোরাঁ:
S০০১S০০১.২০বাংলাদেশের অভ্যন্তরে সকল অস্থায়ী হোটেল ও রেস্তোরাঁ (অস্থায়ী বলিতে বেষ্টনী বিহীন, বিদ্যুৎ ফ্যান বিহীন ও অনধিক দুইটি বৈদ্যুতিক বাতিযুক্ত হোটেল ও রেস্তোরাঁকে বুঝাইবে ।
S০০৪S০০৪.০০নির্মাণ সংস্থা :

(ক) ৩০ শে জুন, ১৯৯১ পর্যন্ত স্বাক্ষরিত সকল চুক্তির আওতাধীন নির্মাণ সংক্রান্ত কার্যক্রম এবং

(খ) ৩০ শে জুন, ১৯৯১ পর্যন্ত জারীকৃত টেন্ডার সমূহের ভিত্তিতে ৩০ শে জুন, ১৯৯৩ পর্যন্ত স্বাক্ষরিত সকল চুক্তির আওতাধীন নির্মাণ সংক্রান্ত কার্যক্রম
S০০৬S০০৬.০০হিমাগার
S০০৭S০০৭.০০বিজ্ঞাপনী সংস্থা: পত্রিকায় প্রকাশিত মৃত্যু সংবাদ
S০০৮S০০৮.১০ছাপাখানা: পুস্তক, সাময়িকী ও ছাত্র-ছাত্রীদের শিক্ষামূলক দ্রব্যাদি মুদ্রণের চার্জের উপর
S০০৮S০০৮.২০বাঁধাই সংস্থা: সকল প্রকার বাঁধাইয়ের চার্জের উপর
S০১২S০১২.১৪ইন্টারনেট সংস্থা: শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানকে সেবা প্রদানের ক্ষেত্রে
S০১৬S০১৬.০০ট্রাভেল এজেন্সি
S০১৯S০১৯.০০ফটো নিৰ্মাতা
S০২৭S০২৭.০০বীমা কোম্পানী:

(ক) বাংলাদেশে সমুদ্রগামী জাহাজের হাল বীমার প্রিমিয়াম;
(খ) Private Sector Power Generation Company কর্তৃক প্রদত্ত বীমা প্রিমিয়াম;
(গ) এভিয়েশন বীমার পুনঃ বীমার (Re-insurance) ক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় পরিশোধিত প্রিমিয়াম; এবং
(ঘ) বীমা এজেন্ট কমিশন;
এর উপর প্রদেয় মূল্য সংযোজন কর
S০৩৭S০৩৭.০০যোগানদার:

(ক) স্কুলের টিফিন সরবরাহ
(খ) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রদত্ত কার্যাদেশ
এর বিপরীতে মুদ্রিত প্রাথমিক ও মাধ্যমিক স্তর এবং সমমান পর্যায়ের পাঠ্যপুস্তক সরবরাহ
(গ) তুলা সরবরাহ
(ঘ) ওয়েস্ট এন্ড স্ক্র্যাপ পেপার সরবরাহ
(ঙ) ভাঙ্গা কাঁচের টুকরা (cullet) সরবরাহ
(চ) প্লাস্টিক বর্জ্য সরবরাহ
(ছ) জিলেটিন ক্যাপসুলের উপকরণ হিসাবে ব্যবহৃত গরু ও মহিষের হাড়
(জ) স্টিল মিল ও ফাউন্ড্রি শিল্পে স্থানীয়ভাবে সংগৃহীত স্ক্র্যাপ/ভাঙ্গারী সরবরাহ
(ঝ) পাটজাত পণ্য সরবরাহ
(ঞ) পুরাতন ব্যাটারী সরবরাহ
S০৪৮S০৪৮.০০“পরিবহন ঠিকাদার” শীর্ষক সেবা প্রদানকারী কর্তৃক প্রদত্ত শুধুমাত্র খাদ্যশস্য পরিবহণের সেবা
S০৫৫S০৫৫.০০ভূমি বিক্রয়কারী
S০৫৭S০৫৭.০০সেচ কাজে এবং হিমাগার সেবায় ব্যবহৃত বিদ্যুৎ
S০৬৩S০৬৩.০০টেইলারিং সপ ও টেইলার্স (শীতাতপ নিয়ন্ত্রিত টেইলারিং সপ ও টেইলার্স ব্যতীত)
S০৬৪S০৬৪.২০পর্যটন স্থান বা স্থাপনা (ঐতিহাসিক স্থানসহ)
S০৭০S০৭০.১০বেসরকারি বিশ্ববিদ্যালয়
S০৭০S০৭০.২০বেসরকারি মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ
S০৭৩S০৭৩.০০জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান
S০৭৪S০৭৪.০০স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী:

(ক) নিবন্ধিত বা তালিকাভুক্ত প্রস্তুতকারক বা উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক কারখানা ভাড়া;
(খ) সম্পূর্ণ আবাসিক কাজে ব্যবহারের জন্য প্রদত্ত সুবিধা এবং বাণিজ্যিক উদ্দ্যেশ্যে ব্যবহৃত অনধিক ১৫০ (একশত পঞ্চাশ) বর্গফুট আয়তনের কোন স্থাপনা;
(গ) তথ্য প্রযুক্তি নির্ভর সেবা অর্থাৎ সেবার কোড S০৯৯.১০ এর আওতায় নিবন্ধিত প্রতিষ্ঠান কর্তৃক কোন স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণের ক্ষেত্রে; এবং
(ঘ) নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসার শো-রুমের ভাড়া
S০৭৫S০৭৫.০০স্টক ও সিকিউরিটি ব্রোকার
S০৭৭S০৭৭.০০ট্যুর অপারেটর
S০৯৯S০৯৯.২০অন্যান্য বিবিধ সেবা: শুধুমাত্র গ্রে-ফেব্রিক্স এর ডাইং, প্রিন্টিং, ফিনিশিং ও ক্যালেন্ডারিং সংক্রান্ত সেবা কার্যক্রম

টেবিল-৫ (ব্যবসায়ী পর্যায়)

শিরোনাম সংখ্যা (Heading)সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্যসমূহের বিবরণ (Description of Goods)
(১)(২)(৩)
02.070207.11.90
0207.12.90
০১.০৫ এর শ্রেণীভুক্ত হাঁস মুরগীর মাংস এবং ভোজ্য নাড়িভূড়ি, তাজা, ঠান্ডা অথবা হিমায়িত (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত)
02.070207.13.90Fresh or chilled Cuts and Offal of fowls in bulk
02.070207.14.90Frozen Cuts and Offal of fowls in bulk
04.090409.00.90প্রাকৃতিক মধু (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত)
07.060706.10.90গাজর ও শালগম তাজা অথবা ঠান্ডা (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত)
08.03 হইতে 08.10 পর্যন্তসংশ্লিষ্ট এইচ,এস,কোডতাজা ফল
10.051005.10.10ভূট্টা বীজ শুধুমাত্র মোড়কজাত অবস্থায়)
10.061006.10.90
1006.20.00
1006.30.11
1006.30.19
1006.30.91
1006.30.99
1006.40.00
সকল প্রকার চাউল (প্যাকেটজাত হউক বা না হউক)
17.01সংশ্লিষ্ট এইচ,এস,কোডচিনি
19.041904.10.00মুড়ি
23.092309.90.11Vitamin or mineral or amino acid or their combination (feed grade)
23.092309.90.12Vitamin premix or mineral premix or amino acid premix or their combination (feed grade)
23.092309.90.13Probiotics or Prebiotics or their combination (feed grade)
23.092309.90.14Essential oil or combination of essential oils (feed grade)
23.092309.90.19Other
23.092309.90.21Vitamin or mineral or amino acid or their combination (feed grade)
23.092309.90.22Vitamin premix or mineral premix or amino acid premix or their combination (feed grade)
23.092309.90.23Probiotics or Prebiotics or their combination (feed grade)
23.092309.90.24Essential oil or combination of essential oils (feed grade)
23.092309.90.29Other
23.092309.90.90অন্যান্য
25.202520.10.10জিপসাম (সার হিসাবে ব্যবহৃত)
27.01সংশ্লিষ্ট এইচ,এস,কোডবড়পুকুরিয়া কোল মাইনিং কোং লি: এর মাধ্যমে উত্তোলিত কয়লা
27.112711.21.00প্রাকৃতিক গ্যাস (গ্যাসীয় অবস্থায়)
28.212821.10.00Iron oxides and hydroxides
29.222922.41.00লাইসিন এবং ইহার এস্টারসমূহ; ইহার লবণসমূহ
29.232923.10.00কোলিন (Choline) এবং ইহার লবণসমূহ
29.302930.40.00মিথিওনাইন (Methionine)
30.02
30.03
30.04
30.06
সংশ্লিষ্ট এইচ,এস,কোডসকল প্রকার জন্ম নিরোধক, Insulin (ইনসুলিন), ভ্যাকসিন্স ফর হিউম্যান মেডিসিন, লিভার সিরোসিস/ হেপাটাইটিস সি নিরাময়কারী ঔষধ ভ্যাকসিন্স ফর ভেটেরিনারি মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, ইউনানী ও ভেষজ ঔষধ সামগ্ৰী, কিডনী ডায়ালাইসিস সলিউশন, ক্যান্সার নিরোধক, কোভিড-১৯ নিরোধক ঔষধ
31.01 হইতে 31.05 পর্যন্তসংশ্লিষ্ট এইচ,এস,কোডসকল প্রকার সার
35.073507.90.10Streptokinase
38.08সংশ্লিষ্ট এইচ,এস,কোডকৃষিকার্যে ব্যবহার্য ইনসেকটিসাইড, ফাংগিসাইডস, পেস্টিসাইডস, এন্টিস্প্রাউটিং প্রোডাক্টস, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ও ডিসইনফেকট্যান্টস
40.144014.10.00Sheath Contraceptives (কনডম)
53.03সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
53.07সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
53.10সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
56.01সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
56.02সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
56.06সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
56.07সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
56.08সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
57.01সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
57.02সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
57.03সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
57.04সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
57.05সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
58.01সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
58.02সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
58.03সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
63.05সংশ্লিষ্ট এইচ,এস,কোডপাটজাত পণ্য
84.32 ও 84.33সংশ্লিষ্ট এইচ,এস,কোডThresher machine, পাওয়ার রিপার, পাওয়ার টিলার, পাওয়ার টিলার অপারেটেড সিডার, কম্বাইন্ড হারভেস্টর, লো-লিফট পাম্প, রোটারী টিলার, উইডার (নিড়ানী) ও উইনোয়ার (ঝাড়াইকল)
84.438443.32.10কম্পিউটার প্রিন্টার
84.438443.99.10টোনার কার্টিজ/ইন্কজেট কার্টিজ
84.438443.99.20কম্পিউটার প্রিন্টারের যন্ত্রাংশ
84.71সংশ্লিষ্ট এইচ,এস,কোড (8471.60.10 ব্যতীত)কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ
84.738473.30.00কম্পিউটারের যন্ত্রাংশ
85.178517.62.30মডেম, ইথারনেট ইন্টারফেস কার্ড, নেটওয়ার্ক সুইচ, হাব, রাউটার
85.238523.29.12
8523.29.90
8523.41.00
8523.49.21
8523.51.10
8523.59.10
অপারেটিং সিস্টেম, ডেভেলপমেন্ট টুলস সফটওয়্যার ইন ম্যাগনেটিক মিডিয়া আনরেকর্ডেড অপটিকেল মিডিয়া অপারেটিং সিস্টেম, ডেভেলপমেন্ট টুলস ফ্লাশ মেমরি কার্ড বা সমজাতীয় মিডিয়া প্রক্সিমেটিক কার্ড এন্ড ট্যাগস
85.288528.42.00Capable of directly connecting to and designed for use with an automatic data processing machine of heading 84.71
85.288528.52.10Computer monitor size not exceeding 22 inch
90.18৮ [ 9018.32.00 ]Tubular metal needles and needles for suture
90.189018.39.20Insulin pen/Insulin cartridge
96.129612.10.10কম্পিউটার প্রিন্টার রিবন।

২। ১৩ জুন, ২০২০ খ্রিষ্টাব্দ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১২৮-আইন/ ২০২০/৭৯/কাস্টমস এর মাধ্যমে রেয়াতি সুবিধা ভোগকারী প্রতিষ্ঠানসমূহ কর্তৃক উক্ত প্রজ্ঞাপনের শর্ত পরিপালন সাপেক্ষে উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের সরবরাহের ক্ষেত্রে মূসক অব্যাহতি প্রাপ্ত হইবে।

৩। এই প্রজ্ঞাপনের উদ্দেশ্য পূরণকল্পে, সংশ্লিষ্ট আমদানিকারক, উৎপাদনকারী বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৫১, ৫৩, ৫৪, ৬৪১০৭ এ উল্লিখিত মূল্য সংযোজন কর সংক্রান্ত হিসাবরক্ষণসহ কর চালানপত্র ও দাখিলপত্রের যাবতীয় আনুষ্ঠানিকতা প্রতিপালন করিতে হইবে।

8। অব্যাহতি প্রাপ্ত পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে আইনের ধারা ৫১, ৫৩, ৫৪, ৬৪১০৭ এ উল্লিখিত বিধান পরিপালন করিবার ব্যর্থতা বা অনিয়মের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৮৫ এর উপ-ধারা (১) অনুযায়ী জরিমানা আরোপযোগ্য হইবে ।

৫ ৷ ৩ জুন, ২০২১ খ্রিষ্টাব্দ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৪১-আইন/ ২০২১/১৩৮-মূসক এতদ্বারা রহিত করা হইল।

৬। এই প্রজ্ঞাপন ০৯ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর হইবে।

  এস,আর,ও নং-২২৫-আইন/২০২২/১৯৭-মূসক, তারিখ: ২৮ জুন, ২০২২ দ্বারা টেবিল-১ (আমদানি পর্যায়) এর কলাম (১) এ উল্লিখিত শিরনামা সংখ্যা (Heading No.) 27.13 এবং উহাদের বিপরীতে কলাম (২) ও (৩) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত, যাহা ২৯ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর

শিরোনাম সংখ্যা (Heading)সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্যসমূহের বিবরণ (Description of Goods)
(১)(২)(৩)
27.132713.20.10Petroleum Bitumen In Drum
27.132713.20.90Petroleum Bitumen In Bulk

  এস,আর,ও নং-২২৫-আইন/২০২২/১৯৭-মূসক, তারিখ: ২৮ জুন, ২০২২ দ্বারা শিরোনামা সংখ্যা 30.04 এর বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) “3003.42.00”, “3003.43.00”, ও “3003.49.90” এর পরিবর্তে যথাক্রমে, H. S. Code “3004.42.00”, “3004.43.00”, 3 “3004.49.90” প্রতিস্থাপিত, যাহা ২৯ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর

  এস,আর,ও নং-২২৫-আইন/২০২২/১৯৭-মূসক, তারিখ: ২৮ জুন, ২০২২ দ্বারা টেবিল-১ (আমদানি পর্যায়) এর কলাম (১) এ উল্লিখিত শিরনামা সংখ্যা 32.15 এবং উহার বিপরীতে কলাম (২) ও (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পর নূতন শিরনামা সংখ্যা (Heading No.) এবং এন্ট্রিসমূহ সন্নিবেশিত, যাহা ২৯ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর।

  এস,আর,ও নং-২২৫-আইন/২০২২/১৯৭-মূসক, তারিখ: ২৮ জুন, ২০২২ দ্বারা টেবিল-১ (আমদানি পর্যায়) এর কলাম (১) এ উল্লিখিত শিরনামা সংখ্যা 35.07 এবং উহার বিপরীতে কলাম (২) ও (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পর নূতন শিরনামা সংখ্যা (Heading No.) এবং এন্ট্রিসমূহ সন্নিবেশিত, যাহা ২৯ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর।

  এস,আর,ও নং-২২৫-আইন/২০২২/১৯৭-মূসক, তারিখ: ২৮ জুন, ২০২২ দ্বারা টেবিল-১ (আমদানি পর্যায়) এর কলাম (১) এ উল্লিখিত শিরনামা সংখ্যা 84.21 এবং উহার বিপরীতে কলাম (২) ও (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পর নূতন শিরনামা সংখ্যা (Heading No.) এবং এন্ট্রিসমূহ সন্নিবেশিত, যাহা ২৯ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর।

  এস,আর,ও নং-২২৫-আইন/২০২২/১৯৭-মূসক, তারিখ: ২৮ জুন, ২০২২ দ্বারা টেবিল-১ (আমদানি পর্যায়) এর কলাম (১) এ উল্লিখিত শিরনামা সংখ্যা 84.71 ও 84.73 এবং উহাদের বিপরীতে কলাম (২) ও (৩) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহের পরিবর্তে প্রতিস্থাপিত, যাহা ২৯ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর।

শিরোনাম সংখ্যা (Heading)সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্যসমূহের বিবরণ (Description of Goods)
(১)(২)(৩)
84.71সংশ্লিষ্ট এইচ,এস,কোড (8471.30.00 ও 8471.60.10 ব্যতীত)কম্পিউটার ও ইহার ইউনিটসমূহ এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি ( Fingerprint scanner/Biometric scanner ব্যতীত)
84.738473.30.00কম্পিউটার ও ইহার ইউনিটসমূহ এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি

  এস,আর,ও নং-২২৫-আইন/২০২২/১৯৭-মূসক, তারিখ: ২৮ জুন, ২০২২ দ্বারা টেবিল-৩ (উৎপাদন পর্যায়) এর কলাম (১) এ উল্লিখিত শিরনামা সংখ্যা 27.11 এবং উহাদের বিপরীতে কলাম (২) ও (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের প্রতিস্থাপিত, যাহা ২৯ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর।

  এস,আর,ও নং-২২৫-আইন/২০২২/১৯৭-মূসক, তারিখ: ২৮ জুন, ২০২২ দ্বারা টেবিল-৫ (ব্যবসায়ী পর্যায়) এর কলাম (১) এ উল্লিখিত শিরনামা সংখ্যা (Heading No.) 90.18 এবং উহার বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) “9018.32.10” এর পরিবর্তে H.S. Code “9018.32.00” প্রতিস্থাপিত, যাহা ২৯ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর।

Reference / Source:

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top