
Table of Contents
Toggleসূচনা - ভ্যাট জরিমানা
ভ্যাট জরিমানা বলতে বোঝায় মূল্য সংযোজন কর আইনের বিধান লঙ্ঘনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ভ্যাট আইন অনুসারে আরোপিত আর্থিক দণ্ড।
“ভ্যাট জরিমানা” বলতে বোঝায় যে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক নিম্নবর্ণিত যেকোনো কারণে সংঘটিত অপরাধের জন্য প্রদেয় জরিমানা – যেমন
- ভ্যাট আইন অনুসারে নির্ধারিত কর প্রদান করতে না পারা; বা
- ভ্যাট কর্তৃপক্ষকে মিথ্যা তথ্য সরবরাহ করা; বা
- ভ্যাট সংশ্লিষ্ট নিয়ম-নীতি অনুসরণ না করে ব্যবসা কার্যক্রম পরিচালনা করা; বা
- ভ্যাট সংশ্লিষ্ট হিসাব পত্রে অসত্য তথ্য প্রদান করা, ইত্যাদি
অপরাধের ভিন্নতাভেদে ভ্যাট আইন অনুসারে বিভিন্ন ধরনের জরিমানা আরোপ করা হয়।
আইন অনুসারে ভ্যাট জরিমানা
ভ্যাট আইনের ধারা ৮৫ অনুসারে ভ্যাট সংক্রান্ত জরিমানা আরোপ করা হয়। ধারা ৮৫ অনুসারে ভ্যাট জরিমানা সংক্রান্ত বিধানসমূহ হল নিম্নরূপঃ
ক্রমিক নং | ব্যর্থতা বা অনিয়ম | জরিমানার পরিমাণ |
(ক) | নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন বা তালিকাভুক্তির জন্য আবেদন না করিবার ব্যর্থতা বা অনিয়ম | ১০ (দশ) হাজার টাকা মাত্র |
(খ) | নিবন্ধন বা টার্নওভার কর সনদপত্র যথাস্থানে প্রদর্শন না করিবার ব্যর্থতা বা অনিয়ম; | ১০ (দশ) হাজার টাকা মাত্র |
(গ) | নির্ধারিত সময়সীমার মধ্যে অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কিত তথ্যের পরিবর্তন সম্পর্কে কমিশনারকে অবহিত না করিবার ব্যর্থতা বা অনিয়ম; | ১০ (দশ) হাজার টাকা মাত্র |
(ঘ) | নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন বা তালিকাভুক্তি বাতিলের আবেদন না করিবার ব্যর্থতা বা অনিয়ম; | ১০ (দশ) হাজার টাকা মাত্র |
(ঙ) | ধারা ৯(৫) এর বিধান পরিপালন না করিবার ব্যর্থতা বা অনিয়ম; | ১০ (দশ) হাজার টাকা মাত্র |
(চ) | নির্ধারিত তারিখের মধ্যে মূসক বা টার্নওভার কর দাখিলপত্র পেশ না করিবার ব্যর্থতা বা অনিয়ম; | ৫ (পাঁচ) হাজার টাকা মাত্র |
(ছ) | দাখিলপত্রে উৎপাদ করের কোন পরিমাণ অন্তর্ভুক্ত না করিবার ব্যর্থতা বা অনিয়ম; | অনুল্লেখিত উৎপাদ করের অন্যূন অর্ধেক এবং অনূর্ধ্ব সমপরিমাণ; |
(জ) | দাখিলপত্রে প্রাপ্য উপকরণ করের রেয়াত অধিক গ্রহণ করিবার অনিয়ম; | অনিয়মিতভাবে গৃহীত উপকরণ করের অন্যূন অর্ধেক এবং অনূর্ধ্ব সমপরিমাণ; |
(ঝ) | দাখিলপত্রে হ্রাসকারী সমন্বয়ের পরিমাণ বৃদ্ধি করিবার বা বৃদ্ধিকারী সমন্বয়ের পরিমাণ হ্রাস করিবার অনিয়ম; | বর্ধিত হ্রাসকারী সমন্বয়ের দ্বিগুণ বা হ্রাসকৃত বৃদ্ধিকারী সমন্বয়ের অন্যূন অর্ধেক এবং অনূর্ধ্ব সমপরিমাণ; |
(ঞ) | কর চালানপত্র, ক্রেডিট নোট, ডেবিট নোট বা উৎসে কর কর্তন সনদপত্র প্রদান না করিবার ব্যর্থতা বা অনিয়ম; | ১০ (দশ) হাজার টাকা মাত্র |
(ট) | রেকর্ডপত্র নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষণ না করিবার ব্যর্থতা বা অনিয়ম; | ১০ (দশ) হাজার টাকা মাত্র |
(ঠ) | নির্ধারিত জামানত প্রদান না করিবার ব্যর্থতা বা অনিয়ম; | ১০ (দশ) হাজার টাকা মাত্র |
(ড) | আরোপিত কর নিরূপণ ও পরিশোধ ইচ্ছাকৃতভাবে পরিহার বা পরিহারের চেষ্টা করিবার অনিয়ম; | পরিহারকৃত করের অন্যূন অর্ধেক এবং অনূর্ধ্ব সমপরিমাণ; |
(ঢ) | নির্ধারিত সময়ের মধ্যে উপকরণ-উৎপাদ সহগ (Input- Output coefficient) দাখিল না করিবার ব্যর্থতা বা অনিয়ম; | ১০ (দশ) হাজার টাকা মাত্র |
(ণ) | অব্যাহতি প্রাপ্ত পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে আইনের ধারা ৫১, ৫৩, ৫৪, ৬৪ ও ১০৭ এ উল্লিখিত বিধান পরিপালন করিবার ব্যর্থতা বা অনিয়ম; | ১ (এক) লক্ষ টাকা মাত্র। |
প্রদেয় করের উপর সুদ আরোপ
ভ্যাট আইনের ধারা ১২৭ অনুসারে প্রদেয় করের উপর সুদ আরোপ করা হয়। সাধারণত অর্থদণ্ড বা জরিমানার অতিরিক্ত হিসাবে সুদ আরোপ ও আদায় করা হয়। ধারা ১২৭ অনুসারে সুদ আরোপ সংক্রান্ত বিধানসমূহ হল নিম্নরূপঃ
- যদি কোন ব্যক্তি নির্ধারিত তারিখে প্রদেয় কর পরিশোধ করিতে ব্যর্থ হন, তাহা হইলে তাহাকে নির্ধারিত তারিখের পরবর্তী দিন হইতে পরিশোধের দিন পর্যন্ত প্রদেয় করের পরিমাণের উপর মাসিক ১ (এক) শতাংশ সরল হারে সুদ পরিশোধ করিতে হইবে।
এখানে উল্লেখ্য যে, “পরিশোধের দিন পর্যন্ত” অর্থ নির্ধারিত তারিখের পরবর্তী দিন হইতে নিষ্পন্নাধীন সময়সহ পরিশোধের দিন পর্যন্ত, তবে ২৪ (চব্বিশ) মাসের অধিক নহে।
উৎসে মূসক কর্তনজনিত বকেয়া আদায়ের ক্ষেত্রে সুদ
উৎসে মূল্য সংযোজন কর আদায় বিধিমালা, ২০২১ এর বিধি ৬ অনুসারে সরবরাহ গ্রহীতা উৎসে কর্তনকৃত বা আদায়কৃত মূসক যে মাসে উৎসে কর্তন করা হয়েছে, সেই মাস সমাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে সরকারি কোষাগারে জমা প্রদান করিতে হয়।
তবে, উৎসে মূসক কর্তনজনিত বকেয়া আদায়ের ক্ষেত্রে প্রদেয় করের পরিমাণের উপর ষান্মাসিক ২ (দুই) শতাংশ সরলহারে সুদ পরিশোধ করিতে হইবে।
উৎসে কর্তনকৃত মূসক সরকারি কোষাগারে জমা প্রদানে ব্যর্থতায় ব্যক্তিগত জরিমানা
ভ্যাট আইনের ধারা ৮৫(১ক)(আ) অনুসারে উৎসে কর্তিত মূল্য সংযোজন কর নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা প্রদানে ব্যর্থ হইলে সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্তনকারী ব্যক্তি, কর্তিত মূল্য সংযোজন কর জমা প্রদানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তাকে সংশ্লিষ্ট কমিশনার অনধিক ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা ব্যক্তিগত জরিমানা করিতে পারিবেন।
উপসংহার- ভ্যাট জরিমানা
ভ্যাট আইন অনুসারে বিভিন্ন নিয়ম নীতি অনুসরণ না করার কারণে সাধারণত জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাট জরিমানা করে থাকে। জরিমানা আরোপের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাট আইনের ধারা ১২৭ অনুসারে প্রযোজ্য ক্ষেত্রে সুদ আরোপ করতে পারে।
আশা করি উপরে বর্ণিত বিস্তারিত আলোচনা আপনাদেরকে কোন কোন ক্ষেত্রে ভ্যাট সংক্রান্ত জরিমানা আরোপ করতে পারে এবং সুদ আদায় করতে পারে এ সংক্রান্ত জ্ঞান আহরণে সাহায্য করবে।
ভ্যাট জরিমানা - Source/ Reference:
- VAT & SD Act 2012;
- VAT & SD Rules 2016;
- Bangladesh Gazette
- National Board of Revenue (NBR)
Share on –