
Table of Contents
Toggleন্যূনতম কর কী?
ন্যূনতম কর হল সেই সর্বনিম্ন পরিমাণ কর যা নির্দিষ্ট পরিস্থিতিতে একজন করদাতাকে বাধ্যতামূলকভাবে বা আবশ্যিকভাবে প্রদান করতে হয়। বাংলাদেশের আয়কর ব্যবস্থায় নূন্যতম কর একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। একজন করদাতার করমুক্ত আয়, ক্ষতি বা সমন্বয় যাই থাকুক না কেন, তাকে ন্যূনতম কর প্রদান করতে হয় অর্থাৎ একজন করদাতা ন্যূনতম কর প্রদানের বাধ্যবাধকতা থেকে তিনি কোনভাবেই ছাড় পেতে পারেন না।
ন্যূনতম করের উদ্দেশ্য হল ব্যক্তি বা ব্যবসায়ের জন্য সর্বনিম্ন পরিমাণ কর নির্ধারণ করে দেয়া। ন্যূনতম কর করদাতার জন্য একটি নিম্নসীমা নির্ধারণ করে যা করদাতা অবশ্যই সরকারকে প্রদান বাধ্য থাকে। ট্যাক্স কাটছাঁট বা ক্রেডিট যতই দাবি করা হোক না কেন অথবা কোন ব্যবসা প্রতিষ্ঠান কোনও নির্দিষ্ট বছরে ক্ষতির সম্মুখীন হলেও ন্যূনতম কর দিতে হয়।
ন্যূনতম করের প্রকারভেদ
আমরা এই ব্লগ পোস্টে বাংলাদেশে বর্তমানে কার্যকর সব ধরনের ন্যূনতম কর নিয়ে আলোচনা করব। এইখানে উল্লেখ্য যে আমাদের সব আলোচনা অর্থ আইন ২০২৪ এর উপর ভিত্তি করে।
(ক) অবস্থানভিত্তিক ন্যূনতম কর
এই ধরনের ন্যূনতম কর শুধুমাত্র ব্যক্তি শ্রেণীর করদাতাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় এবং এটি করদাতার ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে নির্ধারিত হয়। এই ধরনের ন্যূনতম কর শুধুমাত্র তখনই প্রযোজ্য যখন করদাতার আয় করমুক্ত সীমা অতিক্রম করে। অর্থ আইন ২০২৪ অনুযায়ী করদাতার অবস্থান অনুসারে ন্যূনতম করের হার নিচে দেওয়া হলো:
এলাকার বিবরণ | ন্যূনতম কর (টাকা) |
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা | ৫,০০০ |
অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা | ৪,০০০ |
সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতা | ৩,০০০ |
অবস্থানভিত্তিক ন্যূনতম করের ক্ষেত্রে প্রযোজ্য কিছু উল্লেখযোগ্য পয়েন্ট:
- একজন করদাতার আয় যে কোনো স্থানেই অর্জিত হোক না কেন তিনি যেখানে অবস্থান করবেন তার সে অবস্থানের ভিত্তিতেই ন্যূনতম করের হার নির্ধারিত হবে।
- কোনো করদাতা একই আয়বর্ষে একাধিক স্থানে অবস্থান করলে যে স্থানে তিনি সর্বাধিককাল অবস্থান করেছেন সে অবস্থানস্থলের জন্য প্রযোজ্য ন্যূনতম করহার তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
- ব্যবসা আয়ের ক্ষেত্রে ব্যবসা পরিচালনার মুখ্য স্থানই ন্যূনতম করের জন্য একজন করদাতার অবস্থানস্থল হিসেবে বিবেচিত হবে।
- একজন চাকরিজীবী করদাতা আয়বর্ষে একাধিক স্থানে কর্মরত থাকলে যে স্থানে তিনি অধিককাল কর্মরত ছিলেন ন্যূনতম করের জন্য সে স্থানই তার অবস্থানস্থল বলে বিবেচিত হবে।
- করদাতা অনিবাসী হলে বাংলাদেশে তিনি যে ঠিকানা ব্যবহার করেন সে ঠিকানাই তার অবস্থান স্থল হিসেবে বিবেচিত হবে।
- করমুক্ত সীমার উর্ধ্বে আয় আছে এমন করদাতার প্রদেয় আয়করের পরিমাণ তার জন্য প্রযোজ্য ন্যূনতম আয়করের পরিমাণ অপেক্ষা কম হলে, অথবা বিনিয়োগজনিত কর রেয়াত বিবেচনার পর প্রদেয় আয়করের পরিমাণ প্রযোজ্য ন্যূনতম আয়করের কম, শূন্য যা ঋণাত্মক হলেও করদাতাকে তার জন্য প্রযোজ্য ন্যূনতম আয়কর পরিশোধ করতে হবে।
উদাহরণ ১
ধরা যাক মি. রহমত ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করেন। ৩০ জুন ২০২৪ সালে মি. রহমতের নিম্নলিখিত আয় ছিল:
আয়ের উৎস |
পরিমাণ |
চাকরি আয়: |
|
মূল বেতন |
৩৭৫,০০০ |
উৎসব বোনাস |
৪৬,৮৭৫ |
বাড়ি ভাড়া ভাতা |
১৮৭,৫০০ |
চিকিৎসা ভাতা |
৪৫,০০০ |
পরিবহণ ভাতা |
১৫,০০০ |
মোট |
৬৬৯,৩৭৫ |
করবর্ষ ২০২৪-২০২৫ সালের জন্য মি. রহমতের করদায় কত?
সমাধান ১
করদায় নির্ধারণ | |||
আয়ের উৎস | পরিমাণ | পরিমাণ | পরিমাণ |
চাকরি খাতে আয়: | |||
মূল বেতন | ৩৭৫,০০০ | ||
উৎসব বোনাস | ৪৬,৮৭৫ | ||
বাড়ি ভাড়া ভাতা | ১৮৭,৫০০ | ||
চিকিৎসা ভাতা | ৪৫,০০০ | ||
পরিবহণ ভাতা | ১৫,০০০ | ||
মোট | ৬৬৯,৩৭৫ | ||
বাদ : অব্যাহতিপ্রাপ্ত আয় ( চাকরি খাতে আয় এর এক-তৃতীয়াংশ বা ৪৫০,০০০ যাহা কম) | ২২৩,১২৫ | ||
চাকরি খাতে করযোগ্য আয়/ মোট করযোগ্য আয় | ৪৪৬,২৫০ | ||
স্ল্যাব অনুসারে করদায় পরিগণনা | |||
বিস্তারিত | আয় | হার | পরিমাণ |
প্রথম | ৩৫০,০০০ | ০% | – |
পরবর্তী | ৯৬,২৫০ | ৫% | 4,813 |
পরবর্তী | – | ১০% | – |
পরবর্তী | – | ১৫% | – |
পরবর্তী | – | ২০% | – |
অবশিষ্ট | – | ২৫% | – |
৪৪৬,২৫০ | ৪,৮১৩ |
মোট করযোগ্য আয় করমুক্ত সীমা অতিক্রম করার কারণে, প্রদত্ত পরিস্থিতিতে মি. রহমতের জন্য ন্যূনতম কর প্রযোজ্য হবে। এখানে ন্যূনতম কর হবে ৫,০০০ টাকা, কারণ মি. রহমত ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করছেন।
উদাহরণ ২
ধরা যাক ধরা যাক মি. হাসনাত ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করেন। ৩০ জুন ২০২৪ সালে মি. হাসনাতের নিম্নলিখিত আয় ছিল:
আয়ের উৎস |
পরিমাণ |
চাকরি আয়: |
|
মূল বেতন |
৫২০,০০০ |
উৎসব বোনাস |
৬০,০০০ |
বাড়ি ভাড়া ভাতা |
২৩৪,০০০ |
চিকিৎসা ভাতা |
৬২,৪০০ |
পরিবহণ ভাতা |
২০,০০০ |
স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান |
৫২,০০০ |
মোট |
২,০৪৪,২০০ |
মি. হাসনাতের সংশ্লিষ্ট বর্ষে নিম্নলিখিত বিনিয়োগ গুলো রয়েছে:
বিনিয়োগ সম্পর্কিত তথ্যঃ |
|
মি. হাসনাত স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে সমান পরিমাণ অর্থ দান করেন |
৫২,০০০ |
সঞ্চয়পত্র ক্রয় |
১০০,০০০ |
লিস্টেড কোম্পানির শেয়ার ক্রয় |
১১৫,০০০ |
করবর্ষ ২০২৪-২০২৫ সালের জন্য মি. হাসনাতের করদায় কত?
সমাধান ২
করদায় নির্ধারণ | |||
আয়ের উৎস | পরিমাণ | পরিমাণ | পরিমাণ |
চাকরি খাতে আয়: | |||
মূল বেতন | ৫২০,০০০ | ||
উৎসব বোনাস | ৬০,০০০ | ||
বাড়ি ভাড়া ভাতা | ২৩৪,০০০ | ||
চিকিৎসা ভাতা | ৬২,৪০০ | ||
পরিবহণ ভাতা | ২০,০০০ | ||
স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান | ৫২,০০০ | ৯৪৮,৪০০ | |
বাদ : অব্যাহতিপ্রাপ্ত ( চাকরি খাতে আয় এর এক-তৃতীয়াংশ বা ৪৫০,০০০ যাহা কম) | ৩১৬,১৩৩ | ||
চাকরি খাতে করযোগ্য আয়/ মোট করযোগ্য আয় | ৬৩২,২৬৭ |
স্ল্যাব অনুসারে করদায় পরিগণনা | |||
বিস্তারিত | আয় | হার | পরিমাণ |
প্রথম | ৩৫০,০০০ | ০% | – |
পরবর্তী | ১০০,০০০ | ৫% | ৫,০০০ |
পরবর্তী | ১৮২,২৬৭ | ১০% | ১৮,২২৭ |
পরবর্তী | – | ১৫% | – |
পরবর্তী | – | ২০% | – |
অবশিষ্ট | – | ২৫% | – |
স্ল্যাব অনুসারে করদায় | ৬৩২,২৬৭ | ২৩,২২৭ |
স্ল্যাব অনুসারে করদায় পরিগণনা | |||
বিস্তারিত | আয় | হার | পরিমাণ |
প্রথম | ৩৫০,০০০ | ০% | – |
পরবর্তী | ১০০,০০০ | ৫% | ৫,০০০ |
পরবর্তী | ১৮২,২৬৭ | ১০% | ১৮,২২৭ |
পরবর্তী | – | ১৫% | – |
পরবর্তী | – | ২০% | – |
অবশিষ্ট | – | ২৫% | – |
স্ল্যাব অনুসারে করদায় | ৬৩২,২৬৭ | ২৩,২২৭ |
বাদ : বিনিয়োগ কর রেয়াত (যাহা কম) :- | |||
(ক) নূন্যতম কর প্রযোজ্য এমন আয় বাদে অন্যান্য আয়ের ৩% | |||
৬৩২,২৬৭ টাকার ৩% | ১৮,৯৬৮ | ||
(খ) অনুমোদিত বিনিয়োগের ১৫% : | |||
প্রকৃত অনুমোদিত বিনিয়োগ: | |||
লিস্টেড কোম্পানির শেয়ার ক্রয় | ১১৫,০০০ | ||
সঞ্চয়পত্র ক্রয় | ১০০,০০০ | ||
স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে (উভয়ের) চাঁদা | ১০৪,০০০ | ||
মোট অনুমোদিত বিনিয়োগ: | ৩১৯,০০০ | ||
৩১৯,০০০ টাকার ১৫% | ৪৭,৮৫০ | ||
(গ) ১,০০০,০০০ টাকা | ১,০০০,০০০ | ||
সুতরাং বিনিয়োগ কর রেয়াত [ (ক), (খ) এবং (গ) এর মধ্যে যাহা কম ] | ১৮,৯৬৮ | ||
বিনিয়োগ কর রেয়াত বাদ দেওয়ার পর করদায় | ৪,২৫৯ |
মোট করযোগ্য আয় করমুক্ত সীমা অতিক্রম করার কারণে, প্রদত্ত পরিস্থিতিতে মি. হাসনাতের জন্য ন্যূনতম কর প্রযোজ্য হবে। এখানে ন্যূনতম কর হবে ৫,০০০ টাকা, কারণ মি. রহমত ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করছেন।
(খ) মোট প্রাপ্তি (Gross Receipts) ভিত্তিক ন্যূনতম কর
বাংলাদেশের আয়কর ব্যবস্থায় মোট প্রাপ্তির (Gross Receipts) উপর ভিত্তি করে আরেক ধরনের ন্যূনতম কর রয়েছে যা আয়কর আইন ২০২৩ এর ধারা ১৬৩(৫) অনুযায়ী নির্ধারিত হয়। ধারা ১৬৩(৫) অনুযায়ী নিম্নলিখিত করদাতাদ্বয় এই ন্যূনতম কর প্রদান করতে বাধ্য:
- যেকোনো কোম্পানি এবং যেকোনো ট্রাস্ট;
- অন্যূন ৫০ লক্ষ টাকার গ্রস প্রাপ্তি রহিয়াছে এইরূপ কোনো ফার্ম বা ব্যক্তিসংঘ (AOP);
- অন্যূন ৩ কোটি টাকার গ্রস প্রাপ্তি রহিয়াছে এইরূপ কোনো স্বাভাবিক ব্যক্তি;
করবর্ষ ২০২৪-২৫ সালের জন্য গ্রস প্রাপ্তির উপর নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে ন্যূনতম কর প্রযোজ্য হবে:
ক্রমিক নং |
করদাতার ধরন | ন্যূনতম করহার |
১। | সিগারেট, বিড়ি, চিবাইয়া খাওয়ার তামাক, ধোঁয়াবিহীন তামাক বা অন্য কোনো তামাকজাত দ্রব্য প্রস্তুতকারক | গ্রস প্রাপ্তির ৩% (তিন শতাংশ) |
২। | কার্বোনেটেড বেভারেজ (carbonated beverage), মিষ্টি পানীয় (sweetened beverage) প্রস্তুতকারক | গ্রস প্রাপ্তির ৩% (তিন শতাংশ) |
৩। | মোবাইল ফোন অপারেটর | গ্রস প্রাপ্তির ২% (দুই শতাংশ) |
৪। | সিগারেট, বিড়ি, চিবাইয়া খাওয়ার তামাক, ধোঁয়াবিহীন তামাক বা অন্য কোনো তামাকজাত দ্রব্য প্রস্তুতকারক ব্যতীত অন্য কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা | গ্রস প্রাপ্তির ০.২৫% (শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ) |
৫। | অন্য কোনো ক্ষেত্রে | গ্রস প্রাপ্তির ০.৬০% (শূন্য দশমিক ছয় শূন্য শতাংশ) |
তবে শর্ত থাকে যে, উক্ত সারণীর ক্রমিক নং ৫ প্রযোজ্য হয় এইরূপ ক্ষেত্রে পণ্য উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইহার বাণিজ্যিক উৎপাদন শুরুর প্রথম ৩ বৎসরের জন্য উক্ত হার হইবে এইরূপ প্রাপ্তির ০.১%।
উদাহরণ ৩
মিস. সোনিয়া কবীর একটি ট্রেডিং ব্যবসার সাথে জড়িত। ২০২৩-২৪ আয় বছরে তিনি ২.৫০ কোটি টাকার মূল্যের পণ্য আমদানি করেন এবং পরবর্তীতে এই পণ্যগুলো ৩.৫০ কোটি টাকায় বিক্রি করেন। আমদানির সময় কাস্টমস কর্তৃপক্ষ আয়কর আইন ২০২৩ এর ধারা ১২০ অনুযায়ী তার কাছ থেকে ৬৫,০০০ টাকা ট্যাক্স সংগ্রহ করে। মিস কবীর তার ট্রেডিং ব্যবসা থেকে ১০.৫০ লাখ টাকা নীট মুনাফা প্রদর্শন করেন। তার উক্ত আয়বর্ষে অন্য কোন আয় ছিল না। তার ব্যবসাস্থল ঢাকার মিরপুরে অবস্থিত।
মিস. সোনিয়া কবীরের করদায় নির্ধারণ করুন।
সমাধান ৩
করদায় নির্ধারণ | |||
আয়ের উৎস | পরিমাণ | পরিমাণ | পরিমাণ |
ব্যবসা হইতে আয় : | |||
ট্রেডিং ব্যবসা হইতে আয় | ১,০৫০,০০০ | ||
মোট করযোগ্য আয় | ১,০৫০,০০০ |
স্ল্যাব অনুসারে করদায় পরিগণনা | |||
বিস্তারিত | আয় | হার | পরিমাণ |
প্রথম (যেহেতু মহিলা করদাতা) | ৪০০,০০০ | ০% | – |
পরবর্তী | ১০০,০০০ | ৫% | ৫,০০০ |
পরবর্তী | ৪০০,০০০ | ১০% | ৪০,০০০ |
অবশিষ্ট | ১৫০,০০০ | ১৫% | ২২,৫০০ |
১,০৫০,০০০ | ৬৭,৫০০ |
করদায় পরিগণনা | পরিমাণ | ||
(ক) স্ল্যাব অনুসারে করদায় | ৬৭,৫০০ | ||
(খ) গ্রস প্রাপ্তি অনুসারে ন্যূনতম কর (৩.৫০ কোটির ০.২৫%) | ৮৭,৫০০ | ||
(গ) উৎসে সংগৃহীত কর (TCS) অনুসারে ন্যূনতম কর (কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক সংগৃহীত কর) | ৬৫,০০০ | ||
করদায় (উপরে তিনটির মধ্যে যেটি অধিক) | ৮৭,৫০০ |
(গ) TDS এবং TCS ভিত্তিক ন্যূনতম কর
বাংলাদেশের ট্যাক্সেশন সিস্টেমের আরেকটি ধরনের ন্যূনতম কর হল TDS (Tax Deducted at Source) এবং TCS (Tax Collected at Source) এর উপর ভিত্তি করে আরোপিত হয় এমন ন্যূনতম কর। আয়কর আইন ২০২৩ এর ১৬৩(২) ধারার অধীনে TDS এবং TCS-এর সাথে সম্পর্কিত ৪০ টি নির্দিষ্ট ধারা এই শ্রেণির অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
৪০ টি ধারার অধীনে উৎসে যে পরিমাণ কর কর্তন করা হয় বা উৎসে সংগ্রহ করা হয় সে পরিমাণ কর্তনকৃত বা সংগ্রহকৃত করকে ন্যূনতম কর হিসাবে গণ্য করা হবে। অর্থাৎ আপনি আয়কর রিটার্ন যখন দাখিল করবেন তখন ইতিমধ্যে কর্তনকৃত বা সংগ্রহকৃত করা ট্যাক্সের ফেরত দাবি করতে পারবেন না। তবে এইক্ষেত্রে মনে রাখতে হবে যে ন্যূনতম কর প্রযোজ্য হয় এইরূপ উৎস থেকে প্রাপ্ত আয়ের উপর যদি নিয়মিত হারে পরিগণনাকৃত আয়কর TDS বা TCS থেকে বেশি হয় তাহলে করদাতাকে বেশি পরিমাণ কর প্রদান করতে হবে।
উদাহরণ ৪
PQR লিমিটেড কর্পোরেট অফিসে অফিস ফার্নিচার বিক্রয় করে। ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে তার ব্যবসার আর্থিক তথ্য নিম্নরূপ:
- মোট টার্নওভার (বিক্রয়) ছিল ৪ কোটি টাকা;
- নিরীক্ষিত আর্থিক বিবরণী (Audited Financial Statements) অনুযায়ী করপূর্ব মুনাফা (PBT) ৩০ লাখ টাকা;
- আয়কর গণনার (Income Tax Computation)হিসাবে করযোগ্য মুনাফা ৩,৫৬৫,৮২০ টাকা;
- এছাড়াও গ্রাহকরা পণ্য মূল্য পরিশোধ করার সময় সারা বছরব্যাপী ১৪,২৭,০০০ টাকা উৎসে কর্তন করেছে;
PQR লিমিটেডের করদায় নির্ধারণ করুন।
সমাধান ৪
বিস্তারিত | পরিমাণ |
মোট করযোগ্য আয় | ৩,৫৬৫,৮২০ |
কর হার (ক্যাশলেস) | ২৫% |
(ক) করহার অনুযায়ী প্রযোজ্য কর | ৮৯১,৪৫৫ |
(খ) ধারা ১৬৩(২) অনুসারে উৎসে কর (TDS) ভিত্তিক ন্যূনতম কর | ১,৪২৭,০০০ |
(গ) ধারা ১৬৩(৫) অনুসারে গ্রস প্রাপ্তি (gross receipts) ভিত্তিক ন্যূনতম কর | ২৪০,০০০ |
সুতরাং, করদায় [ (ক), (খ) এবং (গ) এর মধ্যে যাহা বেশি ] | ১,৪২৭,০০০ |
ন্যূনতম কর হিসাবে শ্রেণীবদ্ধ TDS এবং TCS এর তালিকা
আয়কর আইন ২০২৩ এর TDS (Tax Deducted at Source) এবং TCS (Tax Collected at Source) সম্পর্কিত যে সকল ধারা ন্যূনতম কর এর অধীনে অন্তর্ভুক্ত তার একটি বিস্তৃত তালিকা নিচে দেওয়া হলো। এই তালিকাটি মূলত TDS (Tax Deducted at Source) এবং TCS (Tax Collected at Source) কোন কোন ধারাগুলো ন্যূনতম কর হিসেবে বিবেচিত হবে তার উপর একটি স্পষ্ট ধারণা প্রদান করবে।
ক্রমিক নং | উৎসের নাম | ধারা | হার | ন্যূনতম করদায় কিনা? |
১ | চাকরির আয় | ৮৬ | গড় হার | না |
সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষের নিকট হইতে “চাকরি হইতে আয়” | ৮৬(৩) | |||
২ | সংসদ সদস্যদের সম্মানী | ৮৭ | গড় হার | হ্যাঁ |
৩ | অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদত্ত অর্থ হইতে উৎসে কর্তন | ৮৮ | ১০% | হ্যাঁ |
৪ | ঠিকাদার, সরবরাহকারী ইত্যাদিকে প্রদত্ত অর্থ | ৮৯ | উৎসে কর বিধিমালা ২০২৪ এর বিধি ৩ দ্রষ্টব্য | হ্যাঁ |
৫ | সেবার ক্ষেত্রে পরিশোধ | ৯০ | উৎসে কর বিধিমালা ২০২৪ এর বিধি ৪ দ্রষ্টব্য | হ্যাঁ |
৬ | স্পর্শাতীত সম্পত্তির জন্য পরিশোধিত অর্থ | ৯১ | ১০% ও ১২% ( ভিত্তি মূল্য ২৫ লক্ষ টাকা অতিক্রম করিলে) | হ্যাঁ |
৭ | প্রচার মাধ্যমের বিজ্ঞাপন আয় | ৯২ | ৫% | হ্যাঁ |
৮ | অভিনেতা, অভিনেত্ৰী, প্রযোজক, ইত্যাদি ব্যক্তিকে পরিশোধিত | ৯৩ | ১০% | না |
৯ | কমিশন, ডিসকাউন্ট, ফি, ইত্যাদি | ৯৪ | ১.৫%, ৩%, ৫%, ১০% |
হ্যাঁ |
১০ | ট্রাভেল এজেন্টে | ৯৫ | ০.৩% | হ্যাঁ |
১১ | ঋণপত্রের কমিশন হিসাবে প্রাপ্ত অর্থ | ৯৬ | ৫% | না |
১২ | স্থানীয় ঋণপত্রের বিপরীতে পরিশোধিত অর্থ হইতে কর্তন | ৯৭ | ৩%, ২% ১% |
না |
১৩ | সেলুলার মোবাইল ফোন অপারেটর কর্তৃক পরিশোধিত অর্থের | ৯৮ | ২০% | না |
১৪ | জীবন বিমা পলিসির প্রিমিয়ামের অতিরিক্ত কোনো পরিশোধ | ৯৯ | ৫% | না |
১৫ | বিমার কমিশনের অর্থ | ১০০ | ৫% | হ্যাঁ |
১৬ | সাধারণ বিমা কোম্পানি জরিপকারীদের ফি, ইত্যাদি | ১০১ | ১৫% | হ্যাঁ |
১৭ | সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত, ইত্যাদির সুদ বা মুনাফা | ১০২ | ২০%, ১০% |
হ্যাঁ |
১৮ | নিবাসীর সুদ আয় | ১০৪ | ১০% | না |
১৯ | সঞ্চয় পত্রের মুনাফা | ১০৫ | ১০% | হ্যাঁ |
২০ | সিকিউরিটিজের সুদ | ১০৬ | ৫% | হ্যাঁ |
২১ | বাংলাদেশ ব্যাংক বিলের প্রকৃত মূল্যের ছাড় | ১০৭ | সর্বোচ্চ হারে | না |
২২ | আন্তর্জাতিক ফোন কলের জন্য প্রাপ্ত অর্থ | ১০৮ | ১.৫%, ৭.৫% |
হ্যাঁ |
২৩ | ভাড়া হইতে কর কর্তন | ১০৯ | ৫% | না |
২৪ | কনভেনশন হল, কনফারেন্স সেন্টার, ইত্যাদি হইতে সেবা প্রদানের জন্য | ১১০ | ৫% | হ্যাঁ |
২৫ | সম্পত্তি অধিগ্রহণের ক্ষতিপূরণ | ১১১ | ৬%, ৩% |
হ্যাঁ |
২৬ | নগদ রপ্তানি ভর্তুকি | ১১২ | ১০% | হ্যাঁ |
২৭ | বিদ্যুৎ ক্রয়ের বিপরীতে | ১১৪ | ৬% | হ্যাঁ |
২৮ | রিয়েল এস্টেট উন্নয়নকারীর (ডেভেলপার) নিকট হইতে ভূমির মালিক কর্তৃক প্রাপ্ত আয় | ১১৫ | ১৫% | হ্যাঁ |
২৯ | বিদেশি ক্রেতার এজেন্টকে প্রদত্ত কমিশন বা পারিশ্রমিক | ১১৬ | ১০% | হ্যাঁ |
৩০ | লভ্যাংশ | ১১৭ | ১০% ১৫% |
হ্যাঁ |
৩১ | লটারি, ইত্যাদি হইতে প্রাপ্ত আয় | ১১৮ | ২০% | হ্যাঁ |
৩২ | অনিবাসীদের আয় | ১১৯ | অনধিক ৩০%, উৎসে কর বিধিমালা ২০২৪ এর বিধি ৫ দ্রষ্টব্য | ধারা ১১৯(৩) অনুযায়ী ন্যূনতম কর |
৩৩ | আমদানিকারকদের নিকট হইতে | ১২০ | অনধিক ২০%, উৎসে কর বিধিমালা ২০২৪ এর বিধি ৮ দ্রষ্টব্য | হ্যাঁ |
৩৪ | জনশক্তি রপ্তানি | ১২১ | ১০% | হ্যাঁ |
৩৫ | ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এজেন্ট | ১২২ | ১০% | হ্যাঁ |
৩৬ | রপ্তানি আয় | ১২৩ | ১% | হ্যাঁ |
৩৭ | কোনো সেবা, রেভিনিউ শেয়ারিং, ইত্যাদি বাবদ বিদেশ হইতে প্রেরিত আয় | ১২৪ | ১০%, ৭.৫%, ২.৫% |
হ্যাঁ |
৩৮ | জমির হস্তান্তর ক্ষেত্রে | ১২৫ | উৎসে কর বিধিমালা ২০২৪ এর বিধি ৬ দ্রষ্টব্য | হ্যাঁ |
৩৯ | আবাসিক উদ্দেশ্যে নির্মিত ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে রিয়েল এস্টেট বা ভূমি উন্নয়নকারী | ১২৬ | উৎসে কর বিধিমালা ২০২৪ এর বিধি ৭ দ্রষ্টব্য | হ্যাঁ |
৪০ | সরকারি স্ট্যাম্প, কোর্ট ফি, কার্টিজ পেপার বাবদ পরিশোধিত কমিশন | ১২৭ | ১০% | হ্যাঁ |
৪১ | সম্পত্তির ইজারা | ১২৮ | ৪% | হ্যাঁ |
৪২ | সিগারেট উৎপাদনকারী | ১২৯ | ১০% | হ্যাঁ |
৪৩ | ইট প্রস্তুতকারকের | ১৩০ | ৮০ হাজার, ১ লক্ষ ২০ হাজার, ১ লক্ষ ৬০ হাজার, ২ লক্ষ ২০ হাজার |
না |
৪৪ | ট্রেড লাইসেন্স প্রদান বা নবায়ন | ১৩১ | ৫০০, ১ হাজার, ২ হাজার |
না |
৪৫ | কোনো নিবাসীর জাহাজ ব্যবসা | ১৩২ | ৩%, ৫% |
হ্যাঁ |
৪৬ | প্রকাশ্য নিলামের বিক্রি | ১৩৩ | ১০%, ১% |
হ্যাঁ |
৪৭ | শেয়ার হস্তান্তর | ১৩৪ | ১৫% | হ্যাঁ |
৪৮ | স্পন্সর ডিরেক্টর ও প্লেসমেন্ট শেয়ার সিকিউরিটিজ হস্তান্তর | ১৩৫ | ১০% | হ্যাঁ |
৪৯ | স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডারদের শেয়ার স্থানান্তর | ১৩৬ | ১৫% | হ্যাঁ |
৫০ | স্টক এক্সচেঞ্জের সদস্যদের | ১৩৭ | ০.০৫% | হ্যাঁ |
৫১ | বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান | ১৩৮ | আয়কর আইন ২০২৩ এর ধারা ১৩৮ দ্রষ্টব্য | হ্যাঁ |
৫২ | নৌযান পরিচালনা | ১৩৯ | আয়কর আইন ২০২৩ এর ধারা ১৩৯ দ্রষ্টব্য | হ্যাঁ |
মোটরযান নিবন্ধন বা ফিটনেস নবায়নের সময় পরিশোধিত কর হবে ন্যূনতম কর
আয়কর আইন ২০২৩ এর ধারা ১৫৩(১) অনুযায়ী মোটরযানের মালিককে মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়ন করার সময় অগ্রিম কর পরিশোধ করতে হয়। এই অগ্রিম কর সাধারণত “ট্যাক্স টোকেন” নামেও পরিচিত। সাধারণত অগ্রিম করের পরিমাণ গাড়ির ইঞ্জিনের ক্ষমতা (সিসি) বা শক্তি (কিলোওয়াট) এর উপর নির্ভর করে।
আয়কর আইন ২০২৩ এর ধারা ১৫৩(৬) অনুযায়ী যেইক্ষেত্রে কোনো ব্যক্তি মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়ন জন্য অগ্রিম কর পরিশোধ করেন, এবং উক্ত ব্যক্তির প্রযোজ্য করদায় উক্ত অগ্রিম কর অপেক্ষা কম হয়, সেইক্ষেত্রে উক্ত ব্যক্তির উক্ত আয়বর্ষে এইরূপ ধারণাগত আয় (Notional income ) ছিল মর্মে গণ্য হইবে।
আয়কর আইন ২০২৩ এর ধারা ১৫৩(৭) অনুযায়ী এই ধারার অধীনে পরিশোধিত অগ্রিম কর অ-ফেরতযোগ্য। অর্থাৎ এটি মূলত ন্যূনতম কর হিসাবে বিবেচিত হয়। মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়ন করার সময় প্রযোজ্য অগ্রিম করের হার জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন:
চূড়ান্ত করদায় নিষ্পত্তি (Final Tax Settlement)
বাংলাদেশে আয় বাবদ যখন কোন অর্থ দেয়া হয় বা যখন আয় ক্রেডিট করা হয় তখন উৎসে কর কর্তন করে রাখা হয়। এই ধরনের কর্তনকে উৎসে কর কর্তন বা TDS বলা হয়। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে উৎসে কর সংগ্রহ করা হয় যা TCS নামে পরিচিত।
রিটার্ন দাখিল করার সময় যখন কোন করদাতাকে কোন নির্দিষ্ট আয়ের বিপরীতে উৎসে কর্তনকৃত বা সংগৃহীত করের অতিরিক্ত কোন কর পরিশোধ করতে হয় না, তখন তাকে চূড়ান্ত করদায় বলা হয়। এর মানে হল যে এমন আয়ের উপর করের দায় উৎসে কর্তনকৃত বা সংগৃহীত করের মাধ্যমে সম্পূর্ণভাবে নিষ্পত্তি করা হয়, তাই একে “চূড়ান্ত করদায়” বলা হয়।
চূড়ান্ত করদায় শুধুমাত্র নির্দিষ্ট ধরনের আয়ের ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য নিম্নলিখিত আয়ের ক্ষেত্রে চূড়ান্ত করদায় প্রযোজ্য:
ক্রমিক নং | উৎসের নাম | ধারা | হার | রেফারেন্স | যে সকল ব্যক্তির জন্য প্রযোজ্য |
১ | সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত, ইত্যাদির সুদ বা মুনাফা | ১০২ | ২০%, ১০% |
এসআরও নং ২৫৩-আইন/আয়কর-০৯/২০২৩, তারিখ ২৩ আগস্ট ২০২৩ | ধারা ১৬৬(২) অনুযায়ী রিটার্ন দাখিল হইতে অব্যাহতিপ্রাপ্ত করদাতাগণ |
২ | সঞ্চয় পত্রের মুনাফা | ১০৫ | ১০% | এসআরও নং ২৫৩-আইন/আয়কর-০৯/২০২৩, তারিখ ২৩ আগস্ট ২০২৩ | সকল স্বাভাবিক ব্যক্তি করদাতা |
৩ | সম্পত্তি অধিগ্রহণের ক্ষতিপূরণ | ১১১ | ৬%, ৩% |
এসআরও নং ১৭-আইন/আয়কর-২৪/২০২৪, তারিখ ৩০ জানুয়ারি ২০২৪ | সকল স্বাভাবিক ব্যক্তি করদাতা (শুধুমাত্র করবর্ষ ২০২৩-২৪ এর জন্য প্রযোজ্য) |
৪ | নগদ রপ্তানি ভর্তুকি | ১১২ | ১০% | এসআরও নং ২৫৩-আইন/আয়কর-০৯/২০২৩, তারিখ ২৩ আগস্ট ২০২৩ | সকল করদাতা |
৫ | জমির হস্তান্তর ক্ষেত্রে | ১২৫ | উৎসে কর বিধিমালা ২০২৪ এর বিধি ৬ দ্রষ্টব্য | এসআরও নং ২৮৬-আইন/আয়কর-১৬/২০২৩, তারিখ ১১ অক্টোবর ২০২৩ | সকল স্বাভাবিক ব্যক্তি করদাতা |
উপসংহার
আমরা বিভিন্ন প্রেক্ষাপটে ন্যূনতম করের প্রভাবগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আমরা আশা করি এই বিস্তৃত আলোচনাটি কীভাবে ন্যূনতম করের বিধানগুলি আয়কর দায় নির্ধারণে প্রভাব ফেলে তা সম্পর্কে ধারণা পেতে আপনাকে সাহায্য করবে। যদি আপনার কোনও প্রশ্ন থাকে বা আরও ব্যাখ্যার প্রয়োজন হয় তাহলে অনুগ্রহ করে মন্তব্য করুন।
ন্যূনতম কর – রেফারেন্স / উৎস:
Share on –