
Table of Contents
Toggleজীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB কি ?
জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB হলো মূলত আয়কর রিটার্নের একটি ফর্ম যা কোন ব্যক্তি শ্রেণীর করদাতা তার আয়কর রিটার্নের সহিত দাখিল করে থাকেন। এই বিবরণী Lifestyle statement নামেও পরিচিত। একজন করদাতা তার জীবনযাপনের জন্য সারা বছরব্যাপী ( ০১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত) মূলত কত টাকা খরচ করেছেন এবং কোন কোন খাতে খরচ করেছেন তা এই ফর্মটিতে পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হয়। জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB তে করদাতার একটি অর্থবছরের জীবনযাপনের ব্যয়ের বিস্তারিত তুলে ধরা হয়।
জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB বিশ্লেষণ করে একটি ব্যক্তির অর্থবছরের বিভিন্ন ব্যয়ের পরিমাণ এবং তার আয় কোথায় খরচ হয়েছে সেই সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই বিবরণীতে ব্যক্তির বার্ষিক জীবনযাপনের ব্যয় প্রদর্শন করার পাশাপাশি অর্থবছরে প্রদত্ত করের পরিমাণও প্রদর্শন করা হয় যেমন উৎসে কর কর্তন (TDS) এবং উৎসে কর সংগ্রহ (TCS) বা অন্যান্য কোনো কর পরিশোধ।
কখন জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB জমা দিতে হবে ?
জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB আয়কর রিটার্নের সাথে জমা দিতে হবে। আয়কর আইন ২০২৩ এর ধারা ২(২৩) অনুযায়ী পুরাতন করদাতাদের (যারা পূর্বে আয়কর রিটার্ন দাখিল করেছেন) ক্ষেত্রে Tax Day হল ৩০ নভেম্বর। পক্ষান্তরে নতুন করদাতাদের (যারা পূর্বে আয়কর রিটার্ন দাখিল করেননি) ক্ষেত্রে Tax Day হল পরবর্তী বছরের ৩০শে জুন পর্যন্ত। তাই আপনার আয়কর রিটার্ন দাখিলের অংশ হিসাবে নির্ধারিত সময়ের মধ্যে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারা জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিল করবে ?
আয়কর আইন ২০২৩ এর ধারা ১৬৮ অনুযায়ী জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিলের বাধ্যবাধকতা নিম্নলিখিত ব্যক্তি শ্রেণীর করদাতাদের উপর প্রযোজ্য:
(ক) করদাতার মোট আয় যদি ৫ লক্ষ টাকার অধিক হয়
আয়কর আইন ২০২৩ এর ধারা ১৬৮(১)(ক) অনুযায়ী যেসব ব্যক্তির মোট আয় সংশ্লিষ্ট আয়বর্ষে ৫ লক্ষ টাকার অধিক হয় তাদেরকে আবশ্যিকভাবে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB জমা দিতে হয়। অর্থাৎ নির্দিষ্ট অর্থবছরে কোন করদাতা ৫ লক্ষ টাকার বেশি আয় করলে ঐ করদাতাদের জন্য জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিল করা বাধ্যতামূলক।
জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিলের বাধ্যবাধকতা মূলত করদাতার মোট আয়ের উপর নির্ভর করে। যদি কোনো আয়বর্ষে (জুলাই থেকে জুন পর্যন্ত) কোন করদাতার মধ্যে মোট আয় টাকার ৫,০০,০০০ অধিক হয় তবে তাকে আবশ্যিকভাবে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিল করতে হবে।
উদাহরণ ১:
ধরা যাক ৩০ জুন ২০২৪ সালে মি. রহিমের নিম্নলিখিত আয় ছিল:
আয়ের উৎস | পরিমাণ |
চাকরি আয়: | |
মূল বেতন | ৪৪০,০০০ |
উৎসব বোনাস | ৭৩,৩৩৩ |
বাড়ি ভাড়া ভাতা | ২২০,০০০ |
চিকিৎসা ভাতা | ৪৪,০০০ |
পরিবহণ ভাতা | ২৫,০০০ |
আয়ের অন্যান্য উৎস: | |
ব্যাংক সুদ | ১২,০০০ |
মোট | ৮১৮,৩৩৩ |
মি. রহিম কি জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB জমা দিতে বাধ্য?
সমাধান ১:
উল্লিখিত পরিস্থিতিতে মি. রহিমকে ২০২৪-২০২৫ করবর্ষের জন্য জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB জমা দিতে হবে। এই বাধ্যবাধকতা তার মোট করযোগ্য আয় ৫,০০,০০০ টাকার বেশি হওয়ার কারণে সৃষ্টি হয়েছে।
(খ) করদাতার যদি মোটরযানের মালিকানা লাভ করেন
যদি কোনো ব্যক্তি শ্রেণীর করদাতা আয় বছরের যেকোনো সময় মোটরযানের মালিক হন তবে তার আয়ের পরিমাণ যাই হোক না কেন তাকে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিল করতে হবে। এই নির্দিষ্ট পরিস্থিতিতে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB জমা দেওয়ার বাধ্যবাধকতা শুধুমাত্র ব্যক্তির আয়ের উপর নির্ভর করে না বরং করদাতার কোন মোটরযান আছে কিনা তার নির্ভর করে।
এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই শর্তটি নির্দিষ্ট আয়বর্ষে ব্যক্তি শ্রেণীর করদাতার কোন আয় আছে কিনা তার ওপর নির্ভরশীল নয়। এছাড়াও পূর্বে উল্লেখিত ৫ লক্ষ টাকার আয়ের শর্তও এইখানে বিবেচ্য বিষয় নয়। অর্থাৎ একজন ব্যক্তি শ্রেণীর করদাতার কোন মোটরগাড়ি থাকলেই তাকে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিল করতে হবে।
উদাহরণ ২:
মিস. ফারজানা চৌধুরী ঢাকার রামপুরা এলাকায় বাস করেন। তিনি একটি FMCG কোম্পানিতে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করছেন। তার বেতনের বিবরণ নিম্নরূপ:
আয়ের উৎস | পরিমাণ |
চাকরি আয়: | |
মূল বেতন | ৩১৫,০০০ |
উৎসব বোনাস | ৩৬,১৬৭ |
বাড়ি ভাড়া ভাতা | ১০৭,৫০০ |
চিকিৎসা ভাতা | ১১,৫০০ |
পরিবহণ ভাতা | ১০,০০০ |
আয়ের অন্যান্য উৎস: | |
ব্যাংক সুদ | ১২,০০০ |
মোট | ৪৯২,১৬৭ |
তাছাড়া তার নিজের নামে টয়োটা এক্সিও (Toyota Axio) ব্র্যান্ডের একটি প্রাইভেট কার (১৫০০ সিসির নিচে) রয়েছে। তিনি কি জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিল করতে বাধ্য?
সমাধান ২:
উল্লিখিত পরিস্থিতিতে যদিও মিস. ফারজানা চৌধুরীর মোট আয় ৫ টাকার অধিক নয় তারপরও তাকে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিল করতে হবে। এই বাধ্যবাধকতা তার নিজের নামে মোটরযান থাকার কারণে সৃষ্টি হয়েছে। এই ক্ষেত্রে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিলের বাধ্যবাধকতা মোট আয় এর উপর নির্ভর করবে না বরং মোটরগাড়ির মালিকানা থাকার উপর নির্ভর করবে। তাই মিস. ফারজানা চৌধুরীকে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিল করতে হবে।
(গ) করদাতার যদি ব্যবসা থেকে আয় থাকে
যদি কোনো আয়বর্ষে কোন ব্যক্তির ব্যবসা হইতে কোনো আয় হয় তবে তার মোট আয়ের পরিমাণ যা-ই হোক না কেন তাকে আবশ্যিকভাবে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিল করতে হবে, এই এই ক্ষেত্রে কোনো নির্দিষ্ট আয়ের সীমা এইখানে বিবেচ্য নয়। অর্থাৎ জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিলের বাধ্যবাধকতা কোনো আয়বর্ষে ব্যবসা থেকে আয় থাকলে প্রযোজ্য হবে।
উদাহরণ ৩:
মি. সোলায়মান ঢাকার মিরপুর ২ নম্বরে “সোলায়মান ট্রেডিং” নামে একটি ব্যবসার মালিক। ২০২৪ সালের ৩০ জুনে শেষ হওয়া আয়বর্ষে এই “সোলায়মান ট্রেডিং” থেকে তিনি ৪,০০,০০০ টাকা আয় করেছেন। তিনি কি জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB জমা দিতে বাধ্য?
সমাধান ৩:
হ্যাঁ, প্রদত্ত তথ্য অনুযায়ী মি. সোলায়মানকে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিল করতে বাধ্য। এই বাধ্যবাধকতা তার ব্যবসা “সোলায়মান ট্রেডিং” থেকে আয় হওয়ার কারণে সৃষ্টি হয়েছে, যেখানে ২০২৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে তার মুনাফা ছিল ৪,০০,০০০ টাকা। তাই মি. সোলায়মানকে তার ব্যবসা থেকে আয় থাকার কারণে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB জমা দিতে হবে।
(ঘ) করদাতার যদি কোনো কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক হন
যদি কোনো ব্যক্তি শ্রেণীর করদাতা কোন কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক (ডিরেক্টর) হন তবে তাকে আবশ্যিকভাবে তার জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিল করতে হবে। এই পরিস্থিতিতে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিলের বাধ্যবাধকতা ব্যক্তির আয়ের উপর নির্ভর করে না বরং শেয়ারহোল্ডার পরিচালক (ডিরেক্টর) হিসাবে দায়িত্বের সাথে যুক্ত আছেন কিনা তার উপর নির্ভর করে।
উদাহরণ ৪:
মি. মাহবুব করিম ABC লিমিটেডের প্রতিষ্ঠাতা। তিনি কোম্পানির ২০,০০০ শেয়ার কিনেছেন এবং নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন। ২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বছরে তিনি ABC লিমিটেড থেকে ৪,৫০,০০০ টাকা সম্মানী পেয়েছেন। তিনি কি জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB জমা দিতে বাধ্য?
সমাধান ৪:
প্রদত্ত পরিস্থিতিতে যদিও মি. করিমের আয় ৫ লক্ষ টাকার নিচে তারপরও তাকে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিল করতে হবে। এই বাধ্যবাধকতা তার শেয়ারহোল্ডার ডিরেক্টর হিসাবে কর্মরত থাকার কারনে উদ্ভূত হয়েছে। তাই আয় ৫ লক্ষ টাকার নিচে থাকলেও মি. করিম কে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB জমা দিতে হবে।
(ঙ) করদাতার যদি সিটি কর্পোরেশন এলাকার মধ্যে গৃহসম্পত্তি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করেন
যদি কোনো ব্যক্তি সিটি কর্পোরেশন এলাকার মধ্যে গৃহসম্পত্তি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করেন তবে তাকে আবশ্যিকভাবে তার জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিল করতে হবে। এই শর্তটি স্বাধীন এবং এটি ব্যক্তির সম্পদের মূল্য বা আয়ের সাথে কোনো সম্পর্ক নেই। তাই ব্যক্তির আয় যাই হোক না কেন যদি কেউ সিটি কর্পোরেশন এলাকার মধ্যে গৃহসম্পত্তি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করেন তবে তাকে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিল করতে হবে।
উদাহরণ ৫ :
মি. শামিন হোসেন ঢাকার বাড্ডায় এলাকায় বসবাস করেন। ২০২৪ সালের ২২ মে তিনি ১৫০০ বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। তার ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত নিম্নলিখিত সম্পদ রয়েছে:
পরিসম্পদ | পরিমাণ |
ব্যাংক ব্যালেন্স: | |
ঢাকা ব্যাংক | ১১৩,০৫০ |
ডাচ বাংলা ব্যাংক | ৩৪২,৮০০ |
এবি ব্যাংক | ১২৭,৩০০ |
হাতে নগদ | ৫০২,০০০ |
তিনি কি জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB জমা দিতে বাধ্য?
সমাধান ৫:
হ্যাঁ প্রদত্ত তথ্য অনুযায়ী মি. হোসেন জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিল করতে বাধ্য। এই বাধ্যবাধকতা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে গৃহসম্পত্তিতে বিনিয়োগ করার কারণে উদ্ভূত হয়েছে। যেহেতু মি. শামিন হোসেন আয়বর্ষে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করেছেন তাই তাকে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিল করতে হবে।
স্বেচ্ছায় জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিল
আয়কর আইন ২০২৩ এর ধারা ১৬৮ অনুযায়ী জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিলে বাধ্য না এমন কোন করদাতা স্বেচ্ছায় জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB জমা দিতে পারেন। অর্থাৎ যাদের বাধ্যতামূলকভাবে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিল করতে হয় না, তারা যদি তাদের জীবনযাপন সংক্রান্ত ব্যয় সম্পর্কে তথ্য সরবরাহ করতে চান তবে তারা স্বেচ্ছায় জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB জমা দিতে পারেন।
উপকর কমিশনার এর লিখিত নোটিশের পরিপ্রেক্ষিতে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিল
আয়কর আইন ২০২৩ এর ধারা ১৬৮(২) অনুযায়ী, উপকর কমিশনার কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB জমা দেওয়ার জন্য লিখিত নোটিশ প্রদান করতে পারেন। যদি এ ধরনের নোটিশ প্রদান করা হয়, তাহলে কোনো ব্যতিক্রম ছাড়াই নোটিশ অনুযায়ী ফর্মটি জমা দিতে হবে।
উপসংহার
করদাতার আয় ৫ (পাঁচ) লক্ষ টাকার অধিক হলে বা করদাতা মোটরযানের মালিক হলে বা করদাতার যদি ব্যবসা থেকে আয় থাকে বা করদাতা কোনো কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক হলে বা করদাতা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে গৃহ সম্পত্তি/ অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করলে তাকে আবশ্যিকভাবে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB দাখিল করতে হবে। তবে কেউ চাইলে স্বেচ্ছায় জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB জমা দিতে পারেন।
জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী-IT 10BB – রেফারেন্স/ উৎস:
Share on –